Islam Alor Life

Islam Alor Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islam Alor Life, News & Media Website, Dhaka.

Islam Alor Life আসুন সবাই মিলে ইসলাম প্রচার করি এবং, ইসলামের পথে চলি। ইসলামিক বিষয় প্রচারণা করা আমাদের সবার দায়িত্ব। লাইক, ফলো, শেয়ার, দিয়ে। ইসলামিক ছোট ছোট বিষয় জানার জন্য সাথেই থাকবেন।

07/03/2025
২৬৭৯. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তুমি যখন তোমার সম্পদের যাকাত আদায় করে ফেলেছ, তখন ...
06/03/2025

২৬৭৯. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তুমি যখন তোমার সম্পদের যাকাত আদায় করে ফেলেছ, তখন তোমার দায়িত্ব পালন করে ফেলেছ। আর যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করল, তারপর তা দান করে দিল, এতে তার কোন পুণ্য হবে না বরং এ গুনাহ তার উপরই বর্তাবে।
(হাদীসটি ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই হাদীসটি দাররাজ সূত্রে ইবন হুজায়রার মাধ্যমে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন।

আত্-তারগীব ওয়াত্-তারহীব, হাদীস নং ২৬৭৯

06/03/2025

বিবি মরিয়ম ও ঈসা নবী বাংলা পর্ব ১ _ Bibi Marium O Isa Nabi Bangla Episode 1

'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, জুলুম কিয়ামতের...
05/03/2025

'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন ধোয়ায় পরিণত হবে, অশ্লীলতা থেকে তোমরা সাবধান থাক, কারণ আল্লাহ্ তা'আলা অশ্লীলতা পছন্দ করেন না, সুতরাং তোমরা অশ্লীল কথা বলো না। তোমরা কৃপণতা থেকে সাবধান থাকবে, কারণ কৃপণতার কারণে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করা হয়েছে, তাদেরকে পাপ কাজ না করতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা পাপাচারে লিপ্ত হয়। তাদেরকে কৃপণতা না করতে নির্দেশ দেওয়া হয়, অথচ তারা কৃপণতা করে; তাদেরকে অশ্লীল কাজ না করতে নির্দেশ দেওয়া হয়, অথচ তারা অশ্লীল কাজ করে। বর্ণনাকারী বলেন, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! ইসলামে কোন জিনিস সবচেয়ে উত্তম? তিনি বললেন, তোমার হাত ও মুখের অনিষ্ঠ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে।

—আলমুসনাদ - ইমাম আহমদ রহঃ, হাদীস নং ২০

তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধ করামুহাম্মাদ ইবনে আবরাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্...
03/03/2025

তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধ করা

মুহাম্মাদ ইবনে আবরাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ নিদ্রা যায় শয়তান তার মাথায় তিনটা গিট লাগিয়ে দেয়। প্রত্যেক গিট লাগানোর সময় সে বলে, “এখনো অনেক রাত্র বাকী আছে” অর্থাৎ তুমি শুয়ে থাক। যদি সে জেগে উঠে আল্লাহর যিক্‌র করে তাহলে একটি গিঁট খুলে যায়। তারপর যদি উযু করে তাহলে আরো একটি গিট খুলে যায়, যদি নামায আদায় করে তাহলে সমুদয় গিট খুলে যায় এবং তার সকাল হয় আনন্দ ও উদ্দীপনায়। অন্যথায় তার সকাল হয় অবসাদ ও বিষাদময়।

সুনানে নাসায়ী, হাদীস নং ১৬০৭

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam Alor Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share