
10/07/2025
নতুন ট্রেন্ড দেখছি—ইচ্ছাকৃতভাবে অশালীন কিছু করে লাইভে আসা, তারপর ভাইরাল হওয়া। মানুষও সেটাকে মজার কনটেন্ট ভেবে ছড়িয়ে দিচ্ছে!
দিনশেষে দেখা যাবে, এইরকম লোকজনই আবার “ভালো কনটেন্ট” বানিয়ে সিম্প্যাথি কুড়াবে, পুরনো কাজ সবাই ভুলে যাবে।
এই ধরনের পরিকল্পিত নোংরামি কখনই বিনোদন হতে পারে না। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
দয়া করে এসব ঘটনাকে স্বাভাবিক বা মজার কিছু মনে করবেন না—এভাবে চলতে থাকলে সমাজের অবক্ষয় ঠেকানো কঠিন হবে।