15/10/2025
একটা ভাল স্ক্রিপ্ট ছাড়া কি ভাল সিনেমা হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এটা সম্ভব না। ভাল গল্প ও চিত্রনাট্য সিনেমার প্রথম শর্ত। আপনার যদি সিনেমার চিত্রনাট্য বা নির্মাণ নিয়ে আগ্রহ থাকে এই ওয়ার্কশপ টি আপনার জন্য দারুণ সুযোগ। কেননা এই ওয়ার্কশপটি নেবেন ‘আয়নাবাজি’ সিনেমার চিত্রনাট্যকার-দেবী, রঙিলা কিতাব, দুই দিনের দুনিয়া সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাস।
বাংলাদেশের অন্যতম সেরা চিত্র্যনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস তাঁর দীর্ঘ ক্যারিয়ার এর অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন -
• সিনেমার গল্প নির্বাচন পদ্ধতি
• গল্প থেকে চিত্রনাট্য লেখার পদ্ধতি
• বড় পর্দার জন্য কি ধরনের গল্প ভাবা উচিৎ
• ওয়েব ফিল্ম এর জন্য কেমন গল্প নির্বাচন করা উচিৎ
• ওয়েব সিরিজের পর্ব বিভাজন কৌশল
• প্রযোজক ও পরিচালক এর সাথে যোগাযোগ কৌশল
• প্রফেশনাল চিত্রনাট্যকার হবার পুরো প্রক্রিয়া
মাত্র ৩০ জন এই ওয়ার্কশপে যুক্ত হতে পারবেন। তাই এখনই রেজিস্ট্রেশন করে আপনার সিট কনফার্ম করুন।
রেজিস্ট্রেশন ফর্মঃ https://forms.gle/KfKHA7BCfM7FbAsH7
তারিখঃ ২৪ শে অক্টোবর, শুক্রবার, ২০২৫
সময়ঃ বিকাল ৪ টা থেকে রাত ৯ টা
ঠিকানাঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা
যোগাযোগঃ 01841527190
আমাদের ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত আর সন্ধায় থাকবে চা-নাস্তার ব্রেক।