TYB News

TYB News Tawhidi Youth Bangladesh News Updates

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ প্রায় ১০,০০০ যোদ্ধাকে হারিয়েছে।আর হাসান নাসরুল্লা...
03/07/2025

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহ প্রায় ১০,০০০ যোদ্ধাকে হারিয়েছে।

আর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রায় ২০০০ যোদ্ধা সংগঠন ছেড়ে চলে গেছে।

সবমিলিয়ে হিজবুল্লাহ যোদ্ধার সংখ্যা এখন আনুমানিক প্রায় ৬০,০০০ হতে পারে।

সূত্র: আল আরাবিয়া

ইরান বিরোধী যুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব।সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলের ইরানবিরোধী হামলার নিন্দা করলেও,...
03/07/2025

ইরান বিরোধী যুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব।সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলের ইরানবিরোধী হামলার নিন্দা করলেও, গোপনে তেলআবিবকে প্রতিরক্ষায় সহায়তা করেছে।

গোপন সমর্থনের ধরন:
১/ রাডার ডেটা ও গোয়েন্দা তথ্য ইসরায়েলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।
২/ উত্তরাঞ্চলীয় আকাশসীমা ইসরায়েলি যুদ্ধবিমান ব্যবহার করতে পারে,
যার ফলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সহজ হয়।

শুধু সৌদি নয়,সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং জর্ডান-ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলকে সহায়তার এই কাজে অংশ নেয়।

সূত্র: ইসরায়েল হায়োম

সূত্র : ঠিকানায় খালেদ মুহিউদ্দীন
02/07/2025

সূত্র : ঠিকানায় খালেদ মুহিউদ্দীন

কাতার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধ বিরতির চুক্তির শর্তগুলো মানতে রাজি হয়েছে ইসরাইল। এখন সেই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হ...
01/07/2025

কাতার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধ বিরতির চুক্তির শর্তগুলো মানতে রাজি হয়েছে ইসরাইল। এখন সেই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হবে।

- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।মঙ্গলব...
01/07/2025

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।

মঙ্গলবার (১ জুলাই) সকালে হোলি আর্টিজান রেস্তরাঁয় হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাজ্জাত আলী বলেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?

হোলি আর্টিজান হামলা কি তাহলে সাজানো ঘটনা ছিল- এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ওটা সম্পর্কে আমি জানি না; তবে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।

সোর্স কমেন্টে।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের “Costs of War” প্রকল্প অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ৭০% সামরিক ব্যয়...
01/07/2025

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের “Costs of War” প্রকল্প অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ৭০% সামরিক ব্যয় বহন করছে যুক্তরাষ্ট্র, আর মাত্র ৩০% ইসরায়েল নিজে বহন করেছে।

গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই ব্যয়বহুল অংশীদারিত্বের মধ্যে রয়েছে:
👉 ১৭.৯ বিলিয়ন ডলার সরাসরি সামরিক সহায়তা
👉 ৪.৮৬ বিলিয়ন ডলার পেন্টাগনের আঞ্চলিক সামরিক অভিযানে ব্যয়
👉 ২০.৩ বিলিয়ন ডলার অস্ত্র বিক্রির অর্থনৈতিক প্রতিশ্রুতি

👉 এছাড়াও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে অস্ত্র মজুদ স্থানান্তর, জাহাজ পরিবহন ক্ষতি, ও সামরিক ঠিকাদারদের ভর্তুকিতে

গবেষক থমাস কিথ মন্তব্য করেছেন:
“এই যুদ্ধ দেখতে ইসরায়েলি হলেও, ব্যয়, অস্ত্র, ও সম্পদের দিক থেকে বাস্তবে এটি একটি আমেরিকান যুদ্ধ।”

চীন ও ইন্দোনেশিয়া ৫.৯ বিলিয়ন ডলারের একটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রকল্পে হাত মিলিয়েছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদ্যুতি...
01/07/2025

চীন ও ইন্দোনেশিয়া ৫.৯ বিলিয়ন ডলারের একটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রকল্পে হাত মিলিয়েছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৈদ্যুতিক মোটর শিল্পে ইন্দোনেশিয়াকে একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম জাভার কারাওয়াং অঞ্চলে একটি সমন্বিত ব্যাটারি উৎপাদন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে অংশ নিচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় খনন প্রতিষ্ঠান অ্যানেকা তামবাং (Antam), ইন্দোনেশিয়ান ব্যাটারি কর্পোরেশন (IBC), এবং চীনা প্রতিষ্ঠান CATL, ব্রুনপ রিসাইক্লিং ও লাইজেন্ড রিসোর্সেসের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম।

প্রকল্পটি ৩,০০০ হেক্টর জমির ওপর নির্মিত হবে এবং প্রাথমিকভাবে ৮,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে। এতে ১৮টি সহায়ক অবকাঠামো গড়ে তোলা হবে, যার মধ্যে একটি বহুমুখী সমুদ্রবন্দরও রয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে ২০২৬ সালের শেষদিকে।

30/06/2025

বাল্য বিবাহ ট্যাগ দিয়ে বিয়ে আটকিয়ে দিলো প্রশাসন। মেয়েটি পূর্বে অবৈধ রিলেশনশীপে জড়িয়েছিলো যা অভিভাবকরা উল্লেখ করেন। একারণে তারা বিয়ের আয়োজন করেছিলেন যাতে কোন দূর্ঘটনা না হয় বিয়ের অভাবে।

এঘটনায় জোর করে বিয়ে বন্ধ করে অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা করে স্থানীয় প্রশাসন। এবং হুমকি দিয়ে আসে, যদি তারা পরবর্তীতে বিয়ের ব্যবস্থা করে, তবে অভিভাবকদের জেলে যেতে হবে।

এছাড়াও ঘটনা শেষে বিয়েতে রাজি না মর্মে জোর পূর্বক মেয়েটির স্বীকারোক্তি আদায়ের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

(ভিডিও- বেপর্দা নারী এলার্ট)

বুরকিনা ফাসোতে জেনিম মু'জা'হীদদের হামলা: ৪০ সেনা নিহতপশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোত জেএনআইএম (JNIM) ঘোষণা করেছে, তারা গাব...
30/06/2025

বুরকিনা ফাসোতে জেনিম মু'জা'হীদদের হামলা: ৪০ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোত জেএনআইএম (JNIM) ঘোষণা করেছে, তারা গাবো এলাকায় সেনাবাহিনীর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে।

সংগঠন হতে বলা হয়েছে, এই হামলায় ৪০ জন বুরকিনা সেনা নিহত হয়েছে এবং তারা বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে।

এটি সাম্প্রতিক সময়ে জেএনআইএম-এর অন্যতম বড় আক্রমণ।

সোর্স কমেন্টে..

সূত্র: ইসরায়েল হায়োম
30/06/2025

সূত্র: ইসরায়েল হায়োম

আলহামদুলিল্লাহ .তাকবির. আল্লাহু আকবার ⚔️ ☝️ রোহিঙ্গা স্বাধীনতাকামী (ARSA) সেনা ও বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (AA...
29/06/2025

আলহামদুলিল্লাহ .
তাকবির.
আল্লাহু আকবার ⚔️ ☝️

রোহিঙ্গা স্বাধীনতাকামী (ARSA) সেনা ও বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (AA)-এর মধ্যে উত্তর মংডু জেলার খা মং সাইক গ্রামে চলমান সংঘর্ষ
২৯ জুন ২০২৫ |

২৮ জুন রাত ১০টা থেকে ২৯ জুন ভোর ১টা পর্যন্ত রোহিঙ্গা স্বাধীনতাকামী বাহিনী ARSA (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) এবং বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী AA (আরাকান আর্মি)-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তবর্তী বোদালাফারা ও লামভাবিল এলাকায় সংঘটিত হয়।

এই সময়ে ARSA বাহিনী সুপরিকল্পিত এবং শক্তিশালী হামলা চালিয়ে AA-র অবস্থানে আঘাত হানে, যার ফলে ৩১ জনের বেশি AA সদস্য নিহত হয় এবং ডজনের বেশি সদস্য আহত হয়। এ সময় ARSA বাহিনী AA যোদ্ধাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে।

এই সংঘর্ষের কিছুক্ষণ পরেই মংডুর উত্তরের খা মং সাইক গ্রামে আরেকটি সংঘর্ষ শুরু হয়। ২৯ জুন সকাল ৬টা থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে। ময়দান সূত্র জানিয়েছে, খা মং সাইক গ্রামে সংঘর্ষ চলাকালে প্রায় ৩১ জন AA সদস্য নিহত হয় এবং ৪০ জনের বেশি আহত হয়। এই অভিযানেও ARSA বহু গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী, উভয় এলাকায় ARSA চারদিক থেকে হামলা চালিয়ে AA-র প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। ফলে বোদালাফারা, লামভাবিল ও খা মং সাইক – এই তিনটি এলাকাতেই AA বাহিনী বড় ধরনের প্রাণহানি ও সরঞ্জামগত ক্ষতির সম্মুখীন হয়।

সূত্র: মাঠ পর্যায়ের প্রতিবেদক
মিডিয়া: আরাকান প্রেস নেটওয়ার্ক
ছবি: অনলাইন

আয়ারল্যান্ড কেন ফিলিস্তিনের পক্ষে?চলুন জেনে আসি অজানা এক অধ্যায়।_উসমানি খিলাফত ও আয়ারল্যান্ড: দুর্ভিক্ষকালে এক মানবিক সম...
29/06/2025

আয়ারল্যান্ড কেন ফিলিস্তিনের পক্ষে?

চলুন জেনে আসি অজানা এক অধ্যায়।
_

উসমানি খিলাফত ও আয়ারল্যান্ড: দুর্ভিক্ষকালে এক মানবিক সম্পর্কের ইতিহাস

১৮৪০-এর দশকে আয়ারল্যান্ড যখন ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছিল, তখন হাজার মাইল দূরের মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু উসমানি খিলাফত এগিয়ে এসেছিল তাদের সাহায্যে।

★ আয়ারল্যান্ডের দুর্ভিক্ষ: The Great Irish Famine

১৮৪৫ সাল থেকে ১৮৫২ সাল পর্যন্ত সময়কালকে আয়ারল্যান্ডের ইতিহাসে "The Great Famine" নামে চিহ্নিত করা হয়। এই দুর্ভিক্ষের মূল কারণ ছিল potato blight নামক একটি ফসল-ধ্বংসকারী রোগ। পটেটো ছিল সে সময় আয়ারল্যান্ডের প্রধান খাদ্য; প্রায় ৩০-৪০% মানুষ শুধু এটিকেই খাদ্য হিসেবে নির্ভর করত।

এই দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়, এবং ২০ লাখেরও বেশি মানুষ দেশত্যাগে বাধ্য হন।

ব্রিটিশ সাম্রাজ্য এই দুর্ভিক্ষ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়নি।

★ উসমানী খিলাফতের সুলতান আব্দুল মাজিদ

উসমানি খিলাফতের তখনকার খলীফা ছিলেন সুলতান আব্দুল মাজিদ (১৮৩৯–১৮৬১)।
তিনি আয়ারল্যান্ডের দুর্ভিক্ষের খবর শুনে অত্যন্ত ব্যথিত হন এবং মুসলিম উম্মাহর বাইরে গিয়েও মানবতার প্রতি তাঁর দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ হন।

প্রথমে তিনি আয়ারল্যান্ডের জন্য ১০,০০০ পাউন্ড দানের ঘোষণা দেন।
কিন্তু সমস্যার সৃষ্টি হয় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে।

তারা জানান যে, রানী ভিক্টোরিয়া নিজেই মাত্র ২,০০০ পাউন্ড সাহায্য করেছেন, কাজেই খিলাফতের সহায়তা যেন সে অঙ্কের বেশি না হয়।

তাই বাধ্য হয়ে সুলতান আব্দুল মাজিদ কূটনৈতিক সম্মান রক্ষা করে ১,০০০ পাউন্ড আনুষ্ঠানিকভাবে পাঠান, কিন্তু এর বাইরেও:
তিনি গোপনে তিনটি খাদ্যবাহী জাহাজ আয়ারল্যান্ডের Drogheda বন্দরে পাঠান।

এই জাহাজগুলো স্থানীয় লোকদের হাতে খাদ্য সরবরাহ করে এবং বহু মানুষের প্রাণ বাঁচায়।

এটি ছিল সেই সময়ের জন্য একটি বিশাল মানবিক উদারতার নিদর্শন, যখন একটি মুসলিম বিশ্বশক্তি খ্রিস্টান জনপদের পাশে দাঁড়িয়েছিল শুধুমাত্র মানবিকতার জন্য।

এরপর থেকেই আইরিশরা প্রতিবছর এই সময়টিকে স্মরণ করে। শুধু তাই নয়, মুসলিমদের, উসমানীয়দের এবং তুর্কিদের যেকোনো বিষয়ে সমর্থন দিয়েও পাশে থাকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TYB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share