25/07/2025
Soooooo,
Let's talk about a movie today....
"Saiyara"
আমি মুভি খুব কম দেখি।আমার একদম আগ্রহ হয়না এই বিষয়ে। এর কারন মুভি দেখার প্রক্রিয়া খুবই ভেজাল মনে হয়,ইউটিউবে সব মুভি পাওয়া যায় না।এই মুভি নিয়ে গত কয়েকদিনে প্রচুর হাইপ দেখলাম।যদিও এর পোস্ট,এডিটস গুলো আমাকে সেরকম প্রভাবিত করেনাই।সহজ কথায় আমি সেভাবে অনুভব করতে পারি নাই।তারপরেও মনে হলো দেখি মুভিটা।
প্রথমত,কাহিনী নতুন কিছু না।২জন ভিন্নরকম মানুষের প্রেম ও প্রণয়ের গল্প।নায়ক গান করে, নায়িকা লিখতে ভালোবাসে।নায়ক খুবই কেয়ারলেস এবং সেই একজন মেয়ের জীবনে আসার পর তার জীবন পরিবর্তন হয়ে যায়।সে সেই সব করতে শুরু করে যা তার থেকে আশা করা যায় না।তার জন্য নিজের গানের ক্যারিয়ার কেও জলাঞ্জলি দিতে সে রাজি।এদিকে নায়িকা তার পাস্ট প্রেমিকের ট্রমা থেকে বের হয়ে এই ছেলের প্রেমে পরে।আস্তে আস্তে ভুলতে শুরু করে জীবনের ভীষণরকম যন্ত্রণাদায়ক চ্যাপ্টার। সবই ঠিকঠাক তাহলে সমস্যা কোথায়?সমস্যা বাধে তখন যখন সে পুরনো প্রেমসহ বর্তমান কেও ভুলতে শুরু করে।তার আলঝেইমার হয়।এরপর শুরু হয় তাদের মেইন চ্যালেঞ্জ গুলো।এর মধ্যে নায়িকার প্রাক্তন ফিরে আসে সেখানে,যদিও সে বিয়ে করেছে কিন্ত তার ক্যারেক্টার ভালো না,সোজা কথায় নায়িকাকে ম্যানিপুলেট করতে চেয়েছে।কিন্তু সে জানে না নায়িকা অসুস্থ।সমস্যা শুরু হয় তখন যখন নায়িকা তার বর্তমান প্রেমিক এবং প্রাক্তনের মধ্যে পার্থক্য করতে পারে না।কারন, ইদানিং সে সবই ভুলে যায়।এবং সে যখন বুঝতে পারে তখন সে সবকিছু ছেড়ে দূরে চলে যায় এবং তার প্রেমিকের জন্য তার জীবনের সবথেকে সুন্দর এবং অমর গানটা লিখে রেখে যায়।তারপর?তার প্রেমিক সেই গানটা গাইতে থাকে আর খুজতে থাকে তার ভালোবাসা কে।
দ্বিতীয়ত, আসা যাক কিছু ফ্যাক্ট নিয়ে, অনেকেই বলেছে এইটা "Ashiqui 3" আবার অনেকে বলেছে এইটা Ashiqui, Kabir Sing, Jordan এর মিক্স।আমার কাছে একটাও মনে হয়নাই।কিছু কিছু জিনিসের মিল থাকলেও এটা ওসবের থেকে পুরোপুরি ভিন্ন একটা গল্প।বেশ সুন্দর একটা স্যাড এস্থেটিক ভালোবাসার গল্প।
তৃতীয়ত, ইন্ডিয়া তে নাকি অনেকে এই মুভি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই বিষয় গুলো অনেকের ই এটা দেখার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে, এই যেমন আমারই।আমারও মনে হয়েছিল বেশ ক্রিঞ্জ একটা মুভি।এখন তাদের নিয়ে বলার আমার কিছুই নাই,এদেশেও এরকম অনেক কাহিনী হয় সিনেমা হলের বাইরে।আর সাংবাদিকরা সেটাকেই প্রমোট করে,ভালো ইন্টারভিউ দেখা যায় খুব কম।
চতুর্থত,অনেকে বলেছে এইটা একটা ইম্যাচিউর, বাচ্চাদের দেখার মুভি।১৬-২১ বছর বয়সিরাই এটা ফিল করতে পারবে,আর সবার নাকি হাসি লাগবে।আমার মনে হয় প্রথম কথাটা কিছুটা সত্য,তবে দ্বিতীয়টা সত্য না।হাসি লাগার মতো তেমন কিছু নাই।বড়জোর ভালো না লাগতে পারে।
আমার কাছে এভারেজ লেগেছে গল্পসহ সবকিছুই।কিছুই বেশি বেশি ভালো আবার কিছুই অনেক বেশি খারাপ লাগেনি।তবে নায়িকার প্রাক্তনের ফিরে আসার সময়টা এবং প্রাক্তন এর ক্যারেক্টার টা আরেকটু ইম্প্রুভ করার দরকার ছিল।
দেখা যায়।রোম্যান্টিক মুভি ভালো লাগলে দেখতে পারেন।