Rumor Inspector

Rumor Inspector We provide multi-layers fact checking system.

02/11/2025

হাসনাত আব্দুল্লাহর ২০০০ শহীদ হওয়ার দাবী সম্পূর্ণ মিথ্যা! স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটে ৮৩৪ জন শহীদের লিস্ট আছে! জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৫০০ জন মৃতের কথা বলা হয়েছে ১৫ই আগস্ট, ২০২৪ পর্যন্ত, ৫ই আগস্ট নয়!

01/11/2025

অবশেষে শহীদের মিথ্যাচারের নিয়ে ফ্যাক্ট চেকিং আসলো! যদিও ৮৩৪ জন কীভাবে মারা গিয়েছে সেটা বলা নাই! অনেকে ফিরে আসছে, অনেকের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তারপরও এই নিউজ পাবলিকের সামনে আসা উচিৎ!

31/10/2025

অবৈধ নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি যা বললেন বড় দুই দলের সিনিয়র নেতা

30/10/2025

মোংলা মাসুদ আর ভালো হইলো না, অডিও কল ফাঁস, পরিশেষে পাতি নেতাকে মিনি নেতা গালি দিলো।

27/10/2025

ফানিজাস্টিস, মবতন্ত্র

সম্প্রতি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি ফেসবুক পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলে করা ভারতের সাথ...
22/10/2025

সম্প্রতি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি ফেসবুক পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলে করা ভারতের সাথে চুক্তি বাতিলের যে দাবি করেছেন, তা পুরোপুরি সত্য নয়। অনুসন্ধানে জানা যায়, শুধুমাত্র ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই এর সঙ্গে টাগ বোট কেনার চুক্তিটি বাতিল করা হয়েছে। অনেকগুলো প্রকল্প ও চুক্তি নিয়ে আলোচনা-পর্যালোচনায় থাকলেও তা বাতিল হয়নি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কর্তৃক। এছাড়াও অনেকগুলো চুক্তির কোনো অস্তিত্বই নেই। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থাৎ, আসিফ মাহমুদের বাতিলের তালিকাটি সঠিক নয়, বরং তা মিথ্যা, বিভ্রান্তিকর ও মনগড়া।

20/10/2025

কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে... আপনারা চিনেন?

ছেলেটার লেখা গুলো পড়লে আপনাদের মাথা ঘুরে যাবে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বহু গোপন সত্য প্রকাশ করেছে ছেলেটি। বিশেষ করে যা...
19/10/2025

ছেলেটার লেখা গুলো পড়লে আপনাদের মাথা ঘুরে যাবে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বহু গোপন সত্য প্রকাশ করেছে ছেলেটি। বিশেষ করে যারা এখনো গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন যে সাজানো ইউনুসের কথা মোতাবেক ম্যাটিকুলাস ডিজাইন তাদের মাথা ৩৬৯ ডিগ্রী এঙ্গেলে না ঘুরলে ধরে নিতে হবে তারা জন্মগত ভাবেই ভুল জগতের মানুষ।

এই ছেলেটা নিজেকে মিডিয়ায় ছবি, ভিডিও প্রমাণসহ উপস্থিত করেছে রামপুরা টেলিভিশন ভবনে আ*গু/ন দেওয়া ও হা/ম*লা,ভাং*চু/র চালানোকারি হিসেবে। সেই ছেলে গত ১ বছরে বিভিন্ন সময়ে আন্দোলনের পিছনে জড়িত বিভিন্ন গোপন বিষয়ের স্বাক্ষী দিয়েছে যার কারনে তাকে হু/ম*কি দেওয়া হয়েছে দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার জন্য।

তাই ছেলেটা আজকে অনেক গোপন সত্য কথা প্রকাশ করে দিয়েছে, তাকে দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা স্বীকার করেছে। কিভাবে তাদেরকে অ*স্ত্র সহায়তা দেওয়া হয়েছে, কোন কোন দল দিয়েছে সেটা স্বীকার করেছে, বস্তির ছেলেদের আন্দোলনে কিভাবে কাজে লাগানো হয়েছে তা স্বীকার করেছে। আসিফ মাহমুদ, হাসনাতরা যে নিজ ইচ্ছায় আশ্রয়ে ছিলো সেসব কথা উল্লেখ করেছে।

মূলত ছেলেটা ক্ষোভ থেকেই এসব গোপন সত্য কথা গুলো স্বীকার করেছে। এই লেখা পড়ার পরেও যদি আপনাদের ভ্রান্ত ধারণা নক ভাঙ্গে তাহলে আমি নিশ্চিত আপনারা আজন্মই ভ্রান্ত ধারণার জগতের মানুষ।

19/10/2025

সাদা দাড়িওয়ালাটা মিথ্যুক।

17/10/2025
06/10/2025

ভিন্ন মানুষের ভিন্ন মত, কতিপয় পাপীদের সবাই সৎ?

05/10/2025

১৯০° পল্টি?

Address

Road 10, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Rumor Inspector posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share