19/10/2025
ছেলেটার লেখা গুলো পড়লে আপনাদের মাথা ঘুরে যাবে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বহু গোপন সত্য প্রকাশ করেছে ছেলেটি। বিশেষ করে যারা এখনো গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন যে সাজানো ইউনুসের কথা মোতাবেক ম্যাটিকুলাস ডিজাইন তাদের মাথা ৩৬৯ ডিগ্রী এঙ্গেলে না ঘুরলে ধরে নিতে হবে তারা জন্মগত ভাবেই ভুল জগতের মানুষ।
এই ছেলেটা নিজেকে মিডিয়ায় ছবি, ভিডিও প্রমাণসহ উপস্থিত করেছে রামপুরা টেলিভিশন ভবনে আ*গু/ন দেওয়া ও হা/ম*লা,ভাং*চু/র চালানোকারি হিসেবে। সেই ছেলে গত ১ বছরে বিভিন্ন সময়ে আন্দোলনের পিছনে জড়িত বিভিন্ন গোপন বিষয়ের স্বাক্ষী দিয়েছে যার কারনে তাকে হু/ম*কি দেওয়া হয়েছে দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার জন্য।
তাই ছেলেটা আজকে অনেক গোপন সত্য কথা প্রকাশ করে দিয়েছে, তাকে দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা স্বীকার করেছে। কিভাবে তাদেরকে অ*স্ত্র সহায়তা দেওয়া হয়েছে, কোন কোন দল দিয়েছে সেটা স্বীকার করেছে, বস্তির ছেলেদের আন্দোলনে কিভাবে কাজে লাগানো হয়েছে তা স্বীকার করেছে। আসিফ মাহমুদ, হাসনাতরা যে নিজ ইচ্ছায় আশ্রয়ে ছিলো সেসব কথা উল্লেখ করেছে।
মূলত ছেলেটা ক্ষোভ থেকেই এসব গোপন সত্য কথা গুলো স্বীকার করেছে। এই লেখা পড়ার পরেও যদি আপনাদের ভ্রান্ত ধারণা নক ভাঙ্গে তাহলে আমি নিশ্চিত আপনারা আজন্মই ভ্রান্ত ধারণার জগতের মানুষ।