»»»আমাদের নেত্রকোনা«««

»»»আমাদের নেত্রকোনা««« Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from »»»আমাদের নেত্রকোনা«««, Digital creator, Netrakona.

আমাদের নেত্রকোনা ইউটিউব চ্যানেলে যুক্ত হোন!
নেত্রকোনার প্রকৃতি, ঐতিহ্য, পাহাড়-নদী, হাওর-বিল,
কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকে সারা বাংলার এবং
বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আমাদের সঙ্গে থাকুন।

চ্যানেল লিংক:👇👇
https://youtube.com/

10/07/2025

গোধূলি লগ্নে আমাদের নেত্রকোনার ১নং টিলায়...

30/06/2025

🌍 পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিয়ে বর্তমান সময়ে ব্যাপক আলোচনা হচ্ছে,বলা হচ্ছে ০৩টি কাজ অসম্ভব
১.হাতিকে কোলে বসানো
২.মশাকে লিভিস্টিক দেওয়া
৩.মেয়ে মানুষ কে বুঝানাে।
প্রকৃত অর্থে এগুলো উদ্ভট,সাজানো&অর্থহীন।আমরা মিথ্যের আড়ালে সত্যকে যেন না লুকায়,পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ গুলো নিম্নরূপ তুলে ধরা হলো-

🌍 পৃথিবীর সবচেয়ে কঠিন ১০টি কাজ:

1. পিতামাতা হওয়া (Parenting)

২৪/৭ দায়িত্ব, নিঃস্বার্থ ভালোবাসা, ধৈর্যের পরীক্ষা।

ভবিষ্যৎ গঠন ও নৈতিকতা শেখানোর সবচেয়ে কঠিন কাজ।

2. সৈনিক/আর্মি (Soldier)

জীবন ঝুঁকি, শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূর্ত রূপ।

যুদ্ধক্ষেত্রে মানসিক ও শারীরিক চাপ চরম।

3. ডাক্তার (Doctor, especially Surgeon)

একজনের জীবনের দায়িত্ব, সেকেন্ডের ভুলে মৃত্যু হতে পারে।

টানা কাজ, মানসিক চাপ, শারীরিক ক্লান্তি।

4. শিক্ষক/শিক্ষিকা (Teacher)

ভবিষ্যৎ প্রজন্ম গঠন, ধৈর্য ও মেধা দুইয়ের পরীক্ষা।

মূল্যায়ন কম হলেও প্রভাব সবচেয়ে বড়।

5. পাইলট (Pilot)

শত শত যাত্রীর জীবন তার হাতে।

কঠিন প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ।

6. ফায়ারফাইটার (Firefighter)

আগুনের মুখে জীবন রক্ষা, প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়ার কাজ।

7. অন্তরীক্ষা যাত্রী (Astronaut)

উচ্চ প্রযুক্তি, বিচ্ছিন্নতা, শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ।

8. মানসিক চিকিৎসক বা কাউন্সেলর (Psychiatrist/Psychologist)

অন্যের মানসিক বোঝা নিতে হয়, নিজের মানসিক শান্তি হারানোর ঝুঁকি।

9. রাজনীতি ও নেতৃত্ব (Leader/Statesman)

দায়িত্ব বিশাল, সবার স্বার্থের ভার নেয়া হয়।

সমালোচনা ও সিদ্ধান্তের চাপে থাকা প্রতিদিন।

10. উদ্যোক্তা/ব্যবসায়ী (Entrepreneur)

অনিশ্চয়তা, ঝুঁকি, ব্যর্থতার ভয়, দিন-রাত পরিশ্রম।

---

✨ বিশেষ দৃষ্টিকোণ:

মায়ের কাজ: "মা" হওয়া অনেকেই পৃথিবীর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর কাজ বলে থাকেন।

নিজেকে ঠিক রাখা (Self-Control): নিজের চিন্তা, রাগ, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাও পৃথিবীর অন্যতম কঠিন কাজ।

নৈসর্গিক সৌন্দর্যে সজ্জিত আমাদের নেত্রকোনা...
25/06/2025

নৈসর্গিক সৌন্দর্যে সজ্জিত আমাদের নেত্রকোনা...

21/06/2025

দুর্গাপুরে ৫ কিমি রাস্তার কাজ বন্ধ! জনভোগান্তি চরমে,
নীরব প্রশাসন?

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাচঁগাও। 📌 পাচঁগাও, কলমাকান্দা, নেত্রকোনা
20/06/2025

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পাচঁগাও।

📌 পাচঁগাও, কলমাকান্দা, নেত্রকোনা

19/06/2025

সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার গাগলাজুর হাওড় |
প্রাকৃতিক শোভায় মোড়ানো এক বিস্ময়!

18/06/2025

খাঁন সাব 🚀 এক্কেবারে ফাটাফাটি কারিশমা! 🤯💥

18/06/2025

পাহাড়ি সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার কলমাকান্দা

27/02/2025

আলহামদুলিল্লাহ, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হেফাজত
ইসলামের প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের সঙ্গে মিলে অভিযুক্ত ছেলে
বাবার সঙ্গে কথা বলেছে। তবে ছেলেটি বর্তমানে আত্মগোপনে রয়েছে।
তার বাবা নিজেও স্বীকার করেছেন যে, সে যে কটুক্তি করেছে,
তার উপযুক্ত বিচার হওয়া উচিত।
আপনারা সবাই সতর্ক থাকুন, আশপাশে নজর রাখুন। কমেন্টে তার একটি ছবি দেওয়া হয়েছে-এই ছবিটি সংরক্ষণ করুন। যদি কোথাও তাকে দেখতে পান, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করুন।
📷Mokshed

প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ও নেত্রকোনাবাসী,আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে...
27/02/2025

প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ও নেত্রকোনাবাসী,

আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি কোনোভাবেই সহ্য করা যায় না। ৯৮% মুসলমানের দেশে কোনো জালিম আমাদের প্রিয় নবীজিকে অবমাননা করে বহাল তবিয়তে থাকতে পারে না।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মনতলা গ্রামের এক হিন্দু যুবক ফেসবুকে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। এটি মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর আঘাত হেনেছে।

আমরা সবাই সোচ্চার হই এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করি, যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের নবীজিকে নিয়ে কোনো ধৃষ্টতা দেখানোর সাহস না পায়। পুরো নেত্রকোনা যেন এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকে।

আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে সত্য ও ন্যায়ের পথে অটল রাখুন। আমিন।

এই ছেলের ফেসবুক আইডির স্কিনশ এবং তার ছবি নিচে দেওয়া হল 👇

এইরকম উদাহরণ শেষ কবে দেখেছে বাংলাদেশ?
26/02/2025

এইরকম উদাহরণ শেষ কবে দেখেছে বাংলাদেশ?

Address

Netrakona

Website

Alerts

Be the first to know and let us send you an email when »»»আমাদের নেত্রকোনা««« posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to »»»আমাদের নেত্রকোনা«««:

Share