05/08/2025
#প্রি_অর্ডার
#ফ্ল্যাপঃ
"এই মেয়ে বিয়ে করবে আমাকে?”
চমকে ওঠে সায়রা! তাকায় তাহরিয়ানের অসহায় মুখশ্রীর দিকে। তাচ্ছিল্যে হেসে বলে, “আমি আপনার জীবনের অধ্যায় হতে পারব না কিম সাহেব। আমাদের মিলন কখনোই সম্ভব না সেটা আপনিও জানেন।”
সায়রা যেতে নিলে তাহরিয়ান সায়রার হাত ধরে ফেলে। “ভালোবাসি তোমাকে। ভালোবাসি। আর কত পোড়াবে আমাকে? এতগুলো বছর তো পুড়িয়েছ। আর কত?”
সায়রা নিজের মাঝে নেই। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাহরিয়ানের গালে হাত রেখে বলে,
“আমি তো ফিরে যাব আমার সময়ে। তখন কি করবেন?”
“ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমার হয়ে থাকো। আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না কিরণ।”
তাহরিয়ানের অসহায় ভঙ্গিতে বলা কথা শুনে সায়রা চোখ সরিয়ে নিল। প্রশ্ন করল, “আমাদের আগেও দেখা হয়েছিল?”
তাহরিয়ান ছেড়ে দেয় সায়রাকে। মৃদু হেসে বলে, “কালকে বিয়ে করব আমরা। তারপর সব জবাব দেব। প্লিজ হয়ে যাও আমার, প্লিজ।”
সায়রা জবাব দেয় না। তাকায়ও না তাহরিয়ানের পানে। ছুটে চলে যায় নিজের রুমে। সব কিছুই তার বিপরীতে চলছে, সবকিছুই। যেখানে সময়টাই বিপরীতে সেখানে কী করে হবে তারা একে অপরের? আদৌ সম্ভব?
বই: ❝প্রণয়াবর্তন❞
লেখক: তামান্না ইসলাম শিমলা
প্রকাশনা: স্বরবিন্দু প্রকাশন
প্রকাশক: Md Omor Faruq
প্রচ্ছদ: Fariha Tabassum
জনরা: রোমান্টিক
মুদ্রিত মূল্য: ৩৬০৳
প্রি অর্ডার মূল্য: ২৫০৳
সম্ভাব্য রিলিজ ডেট- ২৫ই আগষ্ট
📌প্রি অর্ডারে যা যা থাকছে—
☞ক্লোভ লিফ বুকমার্ক
☞লেখকের চিঠি
📌প্রি অর্ডার করতে প্রকাশনী পেইজে মেসেজ করুন অথবা রকমারি সহ পছন্দের যেকোনো বুকশপে অর্ডার করতে পারেন। ধন্যবাদ।
m.me/shorbindhuprokashon