10/07/2025
জীবনের কিছু কঠিন সত্যি......
✓ বেশিরভাগ বন্ধুত্বই চিরকাল স্থায়ী হয় না
✓ এক সময়ের পরিচিত মানুষগুলো সময়ের ব্যবধানে অপরিচিত হয়ে যায়
✓ সৌন্দর্য এবং সুদর্শনদের গুরুত্ব বেশি সবাই মুখে যাই বলুক না কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের কদর অনেক বেশি
✓ পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে। তাই কখনও কারও উপর অন্ধ বিশ্বাস করবেন না
✓ দূরে থেকে সবাইকে সুখি মনে হয় বাস্তবতা চোখে দেখা যায় না তাই আপনার কাছে যেটুকু আছে তাতেই সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন
✓ আপনি সফল হলে আর বন্ধুর অভাব থাকবে না - কিন্তু যদি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরা আপনাকে ছোট করার আগে দু'বার ভাবে না
✓ মানুষের সমালোচনা করা একটা স্বভাব। আপনি যা-ই করুন না কেন - সবাই আপনাকে বিচার করেই যাবে
✓ একমাত্র মুখের কথা যেটা বের হলে আর ফেরত নেয়া সম্ভব না তাই কিছু বলার আগে অবশ্যই একবার হলেও ভেবে বলুন
✓ অর্থের অভাব থাকবেই কারন যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনও গুরুত্ব নেই
✓ এটা সত্যি বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলো লোক দেখানো হয়ে যায়, আর আবেগ শুকিয়ে যায় - একমাত্র শিশুদের কাছেই সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে
✓ সময় হলো সবচেয়ে ভয়ংকর শক্তি - সময় সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়।
✓ যে মানুষটা যাই আপনাকে আশা দি ক আমি আছি আমি থাকবো এটা করেছি এটা করে দিব আরো দিব এভাবে দিব অনেক দিব তুমি পাবে শুনুন পৃথিবীতে কখনো কারো কাছ থেকে কিছু আশা করবেন না কিছুই না
✓ সর্বশেষ জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না - সুতরাং প্রতিটি অভিজ্ঞতা এবং সময়কে উপভোগ করুন....
লিখা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন✓