Mashrur Niloy - মাসরুর নিলয়

Mashrur Niloy - মাসরুর নিলয় ভারপ্রাপ্ত যোদ্ধা...

16/10/2025

অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি!

আজ অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী।
আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা, সাহসী পথচলা ও কালজয়ী নেতৃত্ব।
দেশ ও মানুষের প্রতি তাঁর অটল ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান—এই মাটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তবে একইসঙ্গে বেদনায় স্মরণ করছি এক নির্মম সত্য—
মতিয়া চৌধুরীর পরিবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফনের অনুমতি চাইলেও, সে আবেদন তৎকালীন রাষ্ট্রপতি ইউনূস প্রত্যাখ্যান করেন।
ফলে বাধ্য হয়ে তাঁকে তাঁর স্বামী বজলুর রহমানের কবরের উপরে সমাহিত করতে হয়।
একাত্তরের মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের প্রচলিত নিয়ম অনুযায়ী ‘গার্ড অব অনার’ দেওয়ার বিধান থাকলেও, মতিয়া চৌধুরীর ক্ষেত্রে সেই সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয়নি।

এই অবমাননা শুধু একজন নেত্রীর প্রতি নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাওয়া সকল সংগ্রামী নারীর প্রতি এক নির্মম অবজ্ঞা।
ইতিহাস এই অন্যায়কে ভুলবে না।
অগ্নিকন্যা মতিয়া চৌধুরী বেঁচে থাকবেন তাঁর আদর্শ, সাহস ও সংগ্রামের মধ্যেই।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

বিনম্র শ্রদ্ধা!
16/10/2025

বিনম্র শ্রদ্ধা!

12/10/2025

১৯৭১ সালে শহীদের সংখ্যা কত? গবেষণা কি বলে?

12/10/2025

৭১ এর সাথে কোন কিছুর তুলনা হয় না, কখনো হবে না।

゚viralシ

12/10/2025

"আমার হাতে হাত করা আর মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা। এই হচ্ছে স্বাধীনতার চেতনা!"....বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

12/10/2025

বঙ্গবন্ধুর শক্তি ছিলো মানুষ, মানুষের ভালোবাসা!

আমদের উপর যত অন্যায়-অত্যাচার করা হোক, আমরা বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করবোই✊
11/10/2025

আমদের উপর যত অন্যায়-অত্যাচার করা হোক, আমরা বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করবোই✊

10/10/2025

পুলিশ হ'ত্যার স্বীকারোক্তি! দেশ ধ্বংসের মাস্টারমাইন্ড কারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন।

゚viralシ

09/10/2025

দেশের মানুষ আজ অভাবে, অনাহারে দিন কাটাচ্ছে। কেউ খেতে না পেয়ে মরছে, কেউ সন্তানকে দুধ দিতে পারছে না। অথচ সেই সময়, সুদখোর ইউনূস অবৈধভাবে আগামী ৫০ বছর ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছে!
এই দেশের গরীব মানুষ এখন প্রকাশ্যেই বলে, “হাসিনার আমলেই ভালো আছিলাম।”

09/10/2025

জনগণের চাওয়া...

゚viralシ

09/10/2025

এই পথ অবলম্বন করা ছাড়া আর কোন উপায় দেখছি না🤣

゚viralシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mashrur Niloy - মাসরুর নিলয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share