16/10/2025
অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি!
আজ অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী।
আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা, সাহসী পথচলা ও কালজয়ী নেতৃত্ব।
দেশ ও মানুষের প্রতি তাঁর অটল ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান—এই মাটির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তবে একইসঙ্গে বেদনায় স্মরণ করছি এক নির্মম সত্য—
মতিয়া চৌধুরীর পরিবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফনের অনুমতি চাইলেও, সে আবেদন তৎকালীন রাষ্ট্রপতি ইউনূস প্রত্যাখ্যান করেন।
ফলে বাধ্য হয়ে তাঁকে তাঁর স্বামী বজলুর রহমানের কবরের উপরে সমাহিত করতে হয়।
একাত্তরের মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের প্রচলিত নিয়ম অনুযায়ী ‘গার্ড অব অনার’ দেওয়ার বিধান থাকলেও, মতিয়া চৌধুরীর ক্ষেত্রে সেই সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয়নি।
এই অবমাননা শুধু একজন নেত্রীর প্রতি নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাওয়া সকল সংগ্রামী নারীর প্রতি এক নির্মম অবজ্ঞা।
ইতিহাস এই অন্যায়কে ভুলবে না।
অগ্নিকন্যা মতিয়া চৌধুরী বেঁচে থাকবেন তাঁর আদর্শ, সাহস ও সংগ্রামের মধ্যেই।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।