আল-কাউসার প্রকাশনী

আল-কাউসার প্রকাশনী আল-কাউসার প্রকাশনী, ১১ ইসলামী টাওয়ার, ? কওমী মাদরাসার পাঠ্যপুস্তক, সহায়কগ্রন্থসহ বিষয়ভিত্তিক ইসলামী বই-পুুস্তক প্রকাশনা ও পরিবেশনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

19/04/2025
25/10/2024

ইসলামি বই মেলা আমাদের জন্য কেবল একটি বইমেলা নয়; এটি আমাদের বিশ্বাস, জ্ঞান ও আত্মার খোরাকের এক চমৎকার উৎস। এখানে আমরা কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে বই পাই, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। আমি এই মেলায় অংশগ্রহণ করি নিজের জন্য নতুন জ্ঞান অর্জনের আশায় এবং পরিবারে ইসলামী পরিবেশ গড়ে তোলার জন্য।

আমি সবাইকে আমন্ত্রণ জানাই—এই ইসলামি বই মেলায় আসুন। আপনারা এখানে এমন অনেক বই পাবেন, যা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং জীবনের পথে আলোর দিশা দেখাবে। এই মেলায় অংশগ্রহণ করুন এবং আপনার জীবনকে ইসলামি শিক্ষার আলোয় আলোকিত করুন।

12/06/2024
১৯৬৯ সালে কলেজ জীবন ত্যাগ করে হযরত মাওলানা শামছুল হক শাও ফরিদপুরী রহ. বাড়ির মাদরাসা গওহরডাঙ্গা খাদেমুল ইসলামে ভর্তি হয়ে ...
25/03/2024

১৯৬৯ সালে কলেজ জীবন ত্যাগ করে হযরত মাওলানা শামছুল হক শাও ফরিদপুরী রহ. বাড়ির মাদরাসা গওহরডাঙ্গা খাদেমুল ইসলামে ভর্তি হয়ে গ্রাহ্য পড়াশুনা শুরু করি। তখন থেকে ভারতের দারুল উলূম দেওবন্দ, সাহারানপুর ও তার আকাবিরের আলোচনা শুনতে থাকি। আরো কয়েক বছর পর নদওয়াতুল উলামা ও সেখানকার বড়দের আলোচনা শুনতে থাকি। শুনতে শুনতে মন উতলা হয়। এসব প্রতিষ্ঠান ও বুযুর্গদের সোহবতে হাজির হওয়ার জন্য পাগলপারা হয়ে উঠি।
আল্লাহ পাকের মেহেরবানীতে এক সময় ভারতের বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন- দেওবন্দ, সাহারানপুর, নদওয়াতুল উলামা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কাছে থেকে দেখার এবং সেখানকার খ্যাতনামা উলামা যেমন- তৎকালীন মুহতামিম, হযরত মাওলানা কারী তৈয়ব রহ., শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া রহ., হযরত মাওলানা মনযুর নোমানী রহ., হযরত মাওলানা হাবিবুর রহমান আযমী রহ., মুফতী মাহমুদুল হাসান গঙ্গুহী রহ. প্রমুখ মনীষীদের সংস্পর্শে আসার তাওফীক হয়েছে। বিশেষ করে আমার পীর ও মুর্শেদ হযরত মাওলানা আলী মিয়াঁ রহ.-এর সোহবতে যাতায়াতের সুবাদে তাঁর সমসাময়িক আরো কিছু বড় বড় উলামায়ে কেরামের সাহচর্য লাভেও ধন্য হই।

• বই ; ঢাকা থেকে হায়দ্রাবাদ
• পৃষ্ঠা সংখ্যা-২২৪
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ৩২০ টাকা

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্জ অন্যতম, বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমান ই এ ফরযটি সম্পর্কে একেবারেই গাফেল। যাদে...
24/03/2024

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্জ অন্যতম, বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমান ই এ ফরযটি সম্পর্কে একেবারেই গাফেল। যাদের উপর হজব ফরয হয়নি তাদেরতো এ ব্যাপারে কোন মাথা ব্যাথাই নেই। যাদের উপর ফরয হয়েছে তাদের থেকে অধিকাংশই আদায়ে অবহেলা করছে এই ভেবে, হজ্জে যাওয়ার পূর্বে নিজকে সংশোধন না করে কি করে হজ্জ আদায় করব? ছেলে মেয়ে বিবাহ শাদীর বাকি আছে, হজ্জ করে এসে কী ভাবে চলাফেরা করা যাবে? আবার কেউ কেউ ভাবে এখনও তো হজ্জের বয়স হয়নি, ইত্যাদি বাহানায় দেশের দুই তৃতীয়াংশ মানুষ হজ্জ থেকে বঞ্চিত হচ্ছে। আর যারা এ মহৎ কাজটির গুরুত্ব অনুধাবন করে পূণ্য ভূমিতে পৌছে গিয়েছেন, তাদের অনেকেই হজ্জের মাসয়ালা সম্পর্কে অবগত না থাকার কারণে হজ্জের পূর্ণতা থেকে বঞ্চিত থেকে যান। মা-শা আল্লাহ হজ্জের মাসয়ালা সম্পর্কে বাজারে অনেক বই পাওয়া যায়, কিন্তু পূণ্য ভূমির দর্শনীয় স্থান সমূহের বিবরণ সম্বলিত কোন বই এ পর্যন্ত আমার নযরে পড়ে নাই।

বই পবিত্র মক্কা মদিনা
• পৃষ্ঠা সংখ্যা-১৯২
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ১৫০ টাকা

করাচী শহরের চিত্রকরাচী একটি অতি সুন্দর প্রাকৃতিক বন্দর। মনোরা দ্বীপ, কিয়ামারী দ্বীপ ও ঝিনুক শিল্পের কারণে সামুদ্রিক ঝড় ও...
23/03/2024

করাচী শহরের চিত্র

করাচী একটি অতি সুন্দর প্রাকৃতিক বন্দর। মনোরা দ্বীপ, কিয়ামারী দ্বীপ ও ঝিনুক শিল্পের কারণে সামুদ্রিক ঝড় ও আক্রমণ হতে নিরাপদ। বন্দরের আশেপাশে একটি দীর্ঘ ভূমিস্তর শহরের উত্তর ও পূর্ব দিকে ক্রমান্বয়ে ৫ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত উচু হয়ে গিয়েছে এবং এই প্রশস্ত মুক্তাঙ্গনেই করাচী শহরের বিস্তার ঘটেছে। উত্তর ও পূর্ব দিকে কিছু ছোট ছোট পাহাড়ও আছে। এগুলোর মধ্যে উচ্চতর পাহাড় হল সাংগোপীর (৫৮৫ ফুট) দুটি বৃষ্টিনির্ভর নদী; মালীর ও লারী যথাক্রমে শহরের পূর্ব ও উত্তর দিক দিয়ে প্রবাহিত। করাচী শহরের বিশেষ একটি বৈশিষ্ট্য এই যে, তার চারটি বৃহৎ পাকা সড়ক, যথা- লরেন্স রোড, বন্দর রোড, ফেয়ার রোড, ম্যাকলিওড রোড 'মেরীওয়েদার টাওয়ার' হতে শুরু করে পরস্পর সমান্তরাল হয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে এবং এর বিভিন্ন স্থানে বিভিন্ন সড়ক, যথা নেপিয়ার রোড, কাচারী রোড, গার্ডেন রোড উত্তর-দক্ষিণে ছেদ করেছে। এ সমস্ত সড়কের আশেপাশেই শহরকেন্দ্র প্রতিষ্ঠিত। বন্দর রোডের উত্তরে বন্দরের সন্নিকটে পুরাতন শহরটি এক মাইল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিস্তৃত। এর পূর্বে ড্রিগ সেনানিবাস, সিভিল লাইন ও সদর এলাকা। এটি ইউরোপীয় পদ্ধতিতে নির্মিত। আরও পরে শহরের উপকণ্ঠের কয়েকটি নতুন আবাসিক এলাকা, যথা- নাজিমাবাদ, দিল্লী কলোনী, সিন্ধু হাউজিং সোসাইটি, হায়দারাবাদ কলোনী, পীর ইলাহী বাখশ কলোনী অতিক্রম করত সড়কগুলো কোরাঙ্গীর দিকে চলে গেছে। মানচিত্রে করাচী শহরকে এমন মনে হয় যে, একটি বড় মাকড়সা চতুর্দিকে নিজের পা বিস্তার করে বসে আছে।

বই ঢাকা থেকে বালাকোট
• পৃষ্ঠা সংখ্যা-৩২০
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ৪৫০ টাকা

সন্তানের নাম 'মুহাম্মদ' রাখার ফজিলত(۲۰۳) من ولد مولودله فسماه محمداً تبركا به كان هو ومولوده في الجنةঅর্থ: যে ব্যক্তি বর...
22/03/2024

সন্তানের নাম 'মুহাম্মদ' রাখার ফজিলত

(۲۰۳) من ولد مولودله فسماه محمداً تبركا به كان هو ومولوده في الجنة

অর্থ: যে ব্যক্তি বরকতের উদ্দেশ্যে নিজের সন্তানের নাম 'মুহাম্মদ' রাখবে। সে এবং তার সন্তান জান্নাতবাসী হবে।

আলোচনা: সন্তানের জন্মের পর একটি ভাল নাম রাখার গুরুত্ব পবিত্র ইসলামে রয়েছে। তবে 'মুহাম্মদ' নাম রাখার ফযীলত সম্বলিত উপরোক্ত বাণীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়।

হাফিজুল হাদীস ইবনে হাজার আসকালানী ও আল্লামা হাফিজ যাহাবী (রাহ.) করার উপরোক্ত বাণীটিকে মাওজু তথা জাল বলে অভিহিত করেছেন।

বই প্রচলিত জাল হাদিস
• পৃষ্ঠা সংখ্যা-২৬০
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ২৮০টাকা

প্রশ্ন-২২ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট কতটি খচ্চর ছিল এবং তা কোথা থেকে এসেছে?উত্তর: রাসূল সাল্লা...
17/03/2024

প্রশ্ন-২২ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট কতটি খচ্চর ছিল এবং তা কোথা থেকে এসেছে?

উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট পাঁচটি খচ্চর ছিল-

১. দালদাল, এই খচ্চরটি মিশরের বাদশা মুকাওকিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য পাঠিয়ে ছিল।

২. ফিজ্জা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুযাম গোত্রের ফারওয়াহ নামক ব্যক্তি দিয়েছিল।

৩. সাদা একটি খচ্চর ছিল যা ইলা-এর হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল।

৪. দাওমাতুল জান্দাল এলাকার হাকিম আরেকটি খচ্চর হাদিয়া দিয়েছিল

৫. হাবসার বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খচ্চর দিয়েছিল। [নাশরুত্তীব: ১৯২]

বই দুরলভ জ্ঞান ভাণ্ডার
• পৃষ্ঠা সংখ্যা-৩৩৬
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ৩৫০ টাকা

প্রবাদ আছে, মানুষ অজানা বিষয়ের শত্রু। প্রকৃত পক্ষেই মানুষ যে বিষয়ে জানে না, তার নিকট সে দিকটা অনেকটাই তিক্ত মনে হয়। আর ক...
14/03/2024

প্রবাদ আছে, মানুষ অজানা বিষয়ের শত্রু। প্রকৃত পক্ষেই মানুষ যে বিষয়ে জানে না, তার নিকট সে দিকটা অনেকটাই তিক্ত মনে হয়। আর কোন জিনিসের রহস্য জানা থাকলে সেটা অর্জন বা বর্জন করা মানুষের পক্ষে সহজ হয়ে যায়। অনেক সময় মানুষ কাজের রহস্য না জানার কারণে কল্যাণকর কাজ থেকেও পিছপা হয়ে যায়, আবার কোন সময় তিক্ত ও কষ্টকর কাজও রহস্য জানা থাকার কারণে সেটা করতে মানুষ সহজে প্রস্তুত হয়ে যায়। যেমন ডাক্তারের অপারেশন করানো, ইঞ্জেকশন নেওয়া ইত্যাদি কষ্টকর হওয়া সত্ত্বেও মানুষ তা স্বআনন্দে মেনে নেয়। ঠিক তেমনি ভাবে মানুষ চলতে গেলে তার জীবনে যে সব সুখ-দুঃখ ও বিভিন্ন বালা-মছিবত এসে থাকে, এর রহস্য বুঝলে আল্লাহর পক্ষ থেকে এসব মছিবতের সম্মুখীন হলে তা মেনে নেওয়াও সহজ হয়ে যাবে।

• বই - মসিবতের রহস্য
• পৃষ্ঠা সংখ্যা-১৬০
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ২৪০টাকা

মানব, কারণ সে মাজহাবমাজহাব শুধু ধর্ম নয়, এটি জীবনযাত্রার ধরণ। মানব কেবল জীব নয়, সে মাজহাবের মাধ্যমে তার জীবনের উদ্দেশ্...
12/03/2024

মানব, কারণ সে মাজহাব
মাজহাব শুধু ধর্ম নয়, এটি জীবনযাত্রার ধরণ। মানব কেবল জীব নয়, সে মাজহাবের মাধ্যমে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়।
মাজহাব মানুষকে শেখানোর মাধ্যমে, নিয়ম-কানুন প্রদান করে, মানব কে সঠিক পথে চলতে সাহায্য করে। মাজহাব মানুষকে নৈতিকতা, সততা, ও সহানুভূতির শিক্ষা দেয়, যা তাকে মানব হিসেবে পরিপূর্ণ করে তোলে।
মাজহাব মানুষকে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে, যা তাকে মানসিক শান্তি ও পরিতৃপ্তি দেয়। মাজহাব মানুষকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে, যা তাকে সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে।
মাজহাব মানুষকে ঐক্যবদ্ধ করে, সামাজিক বন্ধন দৃঢ় করে, এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে।
মানব কেবল জীব নয়, সে মাজহাবের মাধ্যমে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, মাজহাব কেবল ধর্ম নয়, এটি জীবনযাত্রার ধরণ।

বই মাযহাব মানবো কেন ?
• পৃষ্ঠা সংখ্যা-১৬০
• কাগজ-৬৫ গ্রাম অফসেট
• মুদ্রিত মূল্য- ১৪০ টাকা

Address

ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার
Dhaka
১১০০

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 08:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+8801921112223

Alerts

Be the first to know and let us send you an email when আল-কাউসার প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল-কাউসার প্রকাশনী:

Share