এসো আলোর পথে

এসো আলোর পথে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এসো আলোর পথে, Digital creator, Dhaka.

ارۡجِعِیۡۤ اِلٰی رَبِّكِ رَاضِیَۃً مَّرۡضِیَّۃً ﴿ۚ۲۸﴾
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।

Return to your Lord, well-pleased and pleasing [to Him]

স্পন্সর পেইজ 🛒 Am's Mart (এখানে প্রয়োজনীয় সকল পণ্য পাবেন) + 🕋📚📖📒

02/08/2025
02/08/2025
02/08/2025
02/08/2025
02/08/2025
02/08/2025

*🕌 ইসলামিক কলিং বেল & দোয়া ডোর বেল: আপনার ঘরের সুরক্ষা এবং বরকত বৃদ্ধি করুন! 🕌*



আমাদের ইসলামিক কলিং বেল ও দোয়া ডোর বেল সেট আপনাকে দেবে একটি নতুন অভিজ্ঞতা যেখানে দরজা খোলার সাথে সাথে আপনি শোনবেন *সালাম* এবং *দোয়া*। এই বিশেষ ডিভাইসটি তৈরি হয়েছে মুসলিম পরিবারের জন্য, যারা প্রতিদিনের জীবনে ইসলামিক মূল্যবোধ এবং সুন্নাহ অনুসরণ করতে চান।



*👉এইগুলোর প্রধান বৈশিষ্ট্য:-*

1. *ইসলামিক কলিং বেল:* আপনার দরজায় লাগিয়ে দিন এই কলিং বেল, যা আগন্তুকদের সালাম জানাবে এবং সেই সঙ্গে দোয়া বলবে। এটি ২৫ বার দোয়া বলার পর আবার প্রথম থেকে শুরু হবে।

2. *স্বয়ংক্রিয় দোয়া সিস্টেম:* দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনটি শব্দের দোয়া শুনতে পাবেন। প্রতিবার দরজা খোলার সময় নতুন দোয়া শোনা যাবে।

3. *ব্যবহার সহজ:* আঠাযুক্ত পাত দিয়ে সহজে দরজায় লাগিয়ে ফেলুন, এবং চুম্বক দিয়ে সেটি স্থাপন করুন। একবার চার্জ দিলেই ১৫ দিন চলবে।

4. *আলাদা অভিজ্ঞতা:* এটি শুধু দরজার কলিং বেল নয়, বরং আপনার ঘরে একটি পবিত্র পরিবেশ সৃষ্টি করবে।



*🎁বাংলাদেশে ইসলামী ঘরোয়া পরিবেশের জন্য এটি একটি চমৎকার উপহার হতে পারে!*তাই আজই অর্ডার করুন এই বিশেষ *ইসলামিক কলিং বেল* এবং *দোয়া ডোর বেল* সেট এবং আপনার ঘরে বরকত আনুন।













ইসলামিক কলিং বেল

বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এ দেশে প্রায় ৫ কোটি মুসলিম পরিবার আছে। এর মধ্য প্রায় এক কোটি পরিবার আছে প্রাক্টিসিং মুসলিম যারা ইসলামকে জীবনের সব ক্ষেত্রে মানতে চায়। কলিং বেল এটি একটি অতীব প্রয়োজনীয় পণ্য। বেশিরভাগ বাসা বাড়িতে কলিং বেল এর প্রয়োজন হয়। তাই জাফর সাদেক স্যারের নতুন আবিষ্কার ইসলামিক কলিং বেল ।

ব্যবহার বিধি:
আপনার ঘরের মিউজিক/ডিং ডং কলিং বেলটি খুলে আমাদের এই ইসলামিক কলিং বেলটি লাগিয়ে নিন।
দরজার বাহিরে কোন আগন্তুক এসে বাহিরে সুইচ এ চাপ দিয়ে ধরে রাখলে প্রথমে সালাম এবং পরে ঘরে প্রবেশ বা বাহির হওয়ার সম্পূর্ণ দোয়া বলবে
দোয়া ডোর বেল:
এটি এমন ডিভাইস যা আপনার দরজার কোনে লাগিয়ে রাখবেন। যখন কোন মেহমান বা আগন্তক এসে আপনার দরজা খুলবে তখনই দোয়া ডোর বেল একটি করে তিন শব্দের দোয়া বলবে। যতবার দরজা খোলা হবে ততবার ডিভাইসটি একটি করে ছোট দোয়া বলবে। এইভাবে একাধারে ২৫ টি দোয়া বলার পর পুনরায় প্রথম থেকে শুরু করবে। এটি একবার চার্জ দিলে 15 দিন চলবে।

ব্যবহার বিধি:
দরজার দুটি অংশ একটি চৌকাঠ অন্যটি দরজা।যেদিক থেকে দরজা খোলা হয়,হাতল বরাবর দরজার উপরের কর্নারে ডিভাইসটি স্থাপন করুন। স্থাপন করতে ডিভাইসের পিছনে একটি আঠাযুক্ত পাত আছে, পাত থেকে হলুদ স্টিকার সরিয়ে দরজার কর্নারে পাতটি যুক্ত করে তার মধ্য ডিভাইসটি স্থাপন করুন। এবার চুম্বকটি ডিভাইস এর ঠিক ডান/বাম পাশে চৌকাঠে প্রতিস্থাপন করুন।

02/08/2025

Address

Dhaka

Website

https://mohasagor.com.bd/shop/amsmartbd/category/gadgets/islamic-corner

Alerts

Be the first to know and let us send you an email when এসো আলোর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসো আলোর পথে:

Share