04/08/2025
Get ready to immerse yourself in the soulful melodies of Bangla music! Presenting "Shorgo Pete Ami Chai Na," a captivating and heartwarming Bangla song vocalized by the talented Delwar Mahmud, paired with the enchanting music of Rafiul Islam.
Lyrics:
স্বর্গ পেতে আমি চাই না
প্রিয়তমা শুধু মোর পাশে থেকো
আমার না বলা কিছু স্বপ্ন
তোমার চোখে তুমি একে রেখো
স্বর্গ পেতে আমি চাই না
আমি চাইনা
অপবাদে কালি মেখে সবাই
কটাক্ষ করেছে আমায়
পৃথিবীতে আজ শুধু তারাই সুখী হোক
আমার জীবনে শুধু তুমিই থেকো
আমার না বলা কিছু স্বপ্ন
তোমার চোখে তুমি একে রেখো
স্বর্গ পেতে আমি চাই না
প্রিয়তমা শুধু মোর পাশে থেকো
আমার না বলা কিছু স্বপ্ন
তোমার চোখে তুমি একে রেখো
স্বর্গ পেতে আমি চাই না
আমি চাইনা
আঘাতের তাড়নায় আমার
কত যুগ যুগ কেটে গেছে
আঘাতের তাড়নায় আমার
যুগ যুগ কেটে গেছে
আমার না বলা কিছু স্বপ্ন
তোমার চোখে তুমি একে রেখো
স্বর্গ পেতে আমি চাই না
প্রিয়তমা শুধু মোর পাশে থেকো
আমার না বলা কিছু স্বপ্ন
তোমার চোখে তুমি একে রেখো
স্বর্গ পেতে আমি চাই না
আমি চাইনা