আলোকবর্তিকা - Alokbortika

আলোকবর্তিকা - Alokbortika Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোকবর্তিকা - Alokbortika, Digital creator, Dhaka.

Alokbortika means ‘light that shows the path.’ This platform shares diverse content on nature, culture, health, food, writing, blogs, social topics, entertainments, creative arts—offering thoughtful insights, inspiration, and a space to connect and grow.

08/08/2025

. আমরা যদি নিজেরা নিজের দেশকে যত্ন না করি তবে কে করবে? চলুন সচেতন হই- সবার জন্য বিচরণ ক্ষেত্র গড়ে তুলি আমাদের বাংলাদেশকে।

🌖 শহরে রাস্তায় খোলা জায়গায় এখন চড়া দামে এগুলো বিক্রি হয়। ছোটবেলায় দেখেছি বাতাসা সবচেয়ে কম দামের মিষ্টি। মিলাদে, মসজিদে,...
08/08/2025

🌖 শহরে রাস্তায় খোলা জায়গায় এখন চড়া দামে এগুলো বিক্রি হয়। ছোটবেলায় দেখেছি বাতাসা সবচেয়ে কম দামের মিষ্টি। মিলাদে, মসজিদে, বিয়েবাড়ী সব জায়গাতে দোয়ার পরে বাতাসা দেয়া হতো।
আমাদের বাড়ীর পাশে একটা কাজীঅফিস ছিলো। সেখানে প্রায়ই পালিয়ে আসা কাপল বিয়ে করে বাতাসা দিতো আসেপাশের মানুষকে। সবাই সেই বাতাসাটুকু পাবার জন্য হাত বাড়িয়ে থাকতো - আমাকে দেন আমারে দেন বলে!
১০টাকার বাতাসা মানে অনেকগুলো বাতাসা ছিলো। চিনির সাচ,কদমা, খাগরাই, মুড়ি মুরকী ছিলো গ্রামের সহজলভ্য মিষ্টি খাবার। গুড় মুড়ি. খাগরাই মুড়ি সকালের নাস্তায় কেউ কেউ খেতেন।

এখন দিনের পরিক্রমায় আর্থিক অনটন কমে খাবারের অভ্যেস আর তা নেই। এখন মানুষ এই নাড়ু, মুরকী, খাগরাই, বাতাসা চিনির দামের সাথে দাম বাড়িয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে পিছনের ফেলে আসা দিনকে স্মরণ করাবার জন্য। কিন্তু ক’জনে সে খবর জানে! বৈশাখী অনুষ্ঠান, মেলা এসবে এখন এদের বেশ দেখা পাওয়া যায়। জানিনা এগুলোর অস্তিত্ব কদিন থাকবে।

আরেকটা জিনিস পাওয়া যেত ছোটবেলায় খেয়েছি কিন্তু নাম মনে পড়ছে না। বিভিন্ন সেপ আর রং করা চিনির সাচের মত। অনেকটা হাওয়াই মিঠাইয়ের মত মুখে গিলে গলে যেত।বিভিন্ন সেপের হতো- লিচু, রেডিও, মাছ ইত্যাদি। মাঝে একটা সূতা দেয়া থাকতো। কারো নাম মনে থাকলে অবশ্যই জানাবেন। আমার মনে হয় এটা এখন বিলুপ্ত প্রায় অথবা বিলুপ্ত।
একটা সময় সবারই ছোটবেলার কথা বেশিই মনে পড়ে। সেই নস্টালজি হতেই আমি ছুটে গেছিলাম আমাদের মফস্বলের দোকানগুলোতে। এগুলো দেখা মাত্রই ছবি তুলে নিলাম। মনে মনে বললাম এখনো কিছু আছে তাহলে দোকান!
আপনাদের ছোটবেলার কথা বলে যাবেন। ভালো লাগলে লাইক,কমেন্ট,শেয়ার করে সাথে থাকবেন। সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।
বাঙ্গালী বেঁচে থাকুক ঐতিয্যের সাথে। শুঙকামনা সবার জন্য।





#বাতাসা, #চিনি #বিয়ে #মিষ্টি

 #আলোকবর্তেকা_Alokbortika🌞শহরের রাস্তাঘাট, বিল্ডিং এর ভাজে ভাজে  যে অন্ধকারে জড়িয়ে ধরে কিছু সময় জিরোয়, আমাদের সবার মহা ...
08/08/2025

#আলোকবর্তেকা_Alokbortika
🌞শহরের রাস্তাঘাট, বিল্ডিং এর ভাজে ভাজে যে অন্ধকারে জড়িয়ে ধরে কিছু সময় জিরোয়, আমাদের সবার মহা আলোকবর্তিকা (সূর্য্য); গোটা আকাশটাকে লালিমায় রাঙ্গাতে রাঙ্গাতে সেই ভাজে ভাজে জমা অন্ধকারকেও রাঙ্গিয়ে বলে এখন তোমার ছুটি🌝। আমি এলাম পৃথিবীর প্রাণশক্তি নিয়ে।
শুভ সকাল বন্ধুরা। আলোকবর্তিকার আলো ছড়াক সমস্ত হৃদয়ে। এমন আলো যা হৃদয়কে পরিপূর্ণ করে। ভালোবাসা সবার জন্য।




#আলোকবর্তিকা
#শুভসকাল

07/08/2025

🌸Happy weekend!🌼

07/08/2025

- শাপলার গাছের গোড়া হতে বের হওয়া এগুলো কী শালুক? আমি তো শালুক বলছি নিজেও জানিনা। আপনারা জানাবেন আমাকে আসলে এগুলো কী? ゚ #শাপলা_শালুক

07/08/2025

বা Garlic Vine. লতাপারুল ফুল। খুবই চমৎকার নরম ফুল। ভালোবাসার আরেক নাম বুঝি ফুল🤩 ゚ #পারুলফুল

07/08/2025

আমিঃ যখন আমি বুড়ো হবো!-…
বয়সঃ তুমি অলমোষ্ট বুড়োরই দলে …😃

 াপলাফুলবাংলাদেশের জাতীয় ফুল শাপলা। গ্রামের হাটে মাঠে-ঘাটে সবখানে খানেই এর দেখা মিলে। সাদা আর হালকা বেগুনী ছোট শাপলা বেশ...
07/08/2025

াপলাফুল

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। গ্রামের হাটে মাঠে-ঘাটে সবখানে খানেই এর দেখা মিলে। সাদা আর হালকা বেগুনী ছোট শাপলা বেশি দেখা যায় রাস্তার পাশের ডোবা মাঠের পানিতে। লাল শাপলা একটু অভিজাত শ্রেণীর মনে হয় আমার কাছে। দেশীয় শাপলা ফুল ভালো লাগে, তাই ছাদে চেষ্টা করেছিলাম ফোটাতে কিন্তু তাহারা গাছই কেবল হলেন ফুল দিলেন না ৫/৬ বছরে। অথচ ২০১৬ সালে একটা থাই প্রজাতির শাপলা আমাকে ফুল দিয়ে যাচ্ছে নিরলস। নাক উঁচু প্রজাতি, তাই ছাদে বা বারান্দায় থাকেন নইলে তারা হয়তো খালেই থাকতেন।🙄🤭
যত যাই হোক বিটিভি খবরের আগে এই শাপলাই দেখতাম। ভালো লাগতো। এখনো লাগে। শাপলার সাথে সকালের অদ্ভূত সম্পর্ক। শাপলা কড়ি রাতে ফুটে। রোদ ওঠার কিছু পরে আবার বন্ধ হতে শুরু করে। স্নিগ্ধ সকালে শাপলার হাসি অদ্ভূত সুন্দর লাগে।
শুভ সকাল বন্ধুরা।



#শাপলা

06/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Sajedur Rahman Sumon

06/08/2025

#কবিতা কথোপোকথন

তুমি ফুল ভালোবাসো বলে- তোমাকে ফুলের বৃন্তে মাঙ্গলিক উৎসবের মত লাগে বলে,আমাকে ফুলের খোঁজে যেতে হয় সিন্ধু নদ হিন্দুকুশ হরোপ্পার মত দূরান্তরে।- পূর্ণেন্দুপুত্রী

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকবর্তিকা - Alokbortika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share