বইঘর

বইঘর অভিজাত বইয়ের ঠিকানা, বইঘর

মহান আল্লাহ প্রদত্ত ও কালের শ্রেষ্ঠ মহামানব হযত রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ‎ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত থেকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন ‎প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত। আর এ পথে জীবন যাপন করতে পারলেই ‎দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি ও কল্যাণের আশা করা যায়। বাকি সকল পথ ও ‎মতই ভুল। কিন্তু শয়তানি ধোকায় সয়লাব এতটাই প্রবল যে আমাদের মেধা-মনন-‎চিন্তাকে নানা আসন্ন চর্চার মাধ্যম

ে কলুষিত ও আল্লাহবিমুখ করে দিচ্ছে। আমরা বুঝে ‎না বুঝে এসবের দ্বারা আক্রান্ত হচ্ছি। প্রতিনিয়ত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার মাধ্যমে ‎ইসলামবিদ্বেষী তাগুতি শক্তি আমাদের বিভ্রান্ত করছে।
সত্য-সুন্দরের চর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার পথ এখন ‎অনেক কঠিক হয়ে গেছে। অশিক্ষার ব্যাপকতার পাশাপাশি কুশিক্ষাও আমাদের সমাজ ‎জীবনকে অস্থির, সহিংস ও ব্যাধিগ্রস্ত করে তুলছে। এ অবস্থায় আলোকিত মানুষ হিসেবে ‎গড়ে ওঠার একটি সহজ ও ভালো উপায় হতে পারে পাঠভ্যাস। কারণ, একাডেমিক ‎শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে চাইলে স্বশিক্ষার বিকল্প নেই। আর তার জন্য ‎প্রয়োজন ভালো মানের পঠন সামগ্রী। কিন্তু সামগ্রিকভাবে পাঠপোকরণ সহজলভ্য হলেও ‎আল্লাহ পরকালমুখী চেতনা বিকশিত করার মতো পঠন সামগ্রীর অবশ্যই অভাব রয়েছে। ‎যাও বা কিছু আছে, মানের দিক থেকে তা নিতান্তই নগণ্য। আর এ অভাব পূরণ ‎করতেই মূলত প্রকাশনার জগতে বইঘরের আগমন। সুষ্টিশীল আল্লাহপ্রেমি সুন্দর মনের ‎মানুষ তৈরী করাই আমাদের প্রকাশনার অন্যতম প্রধান উদ্দেশ্য। আমাদের সকল শ্রম ‎মেধা ও অর্থের বিনিয়োগ এ লক্ষ্যেই। আমরা মনে করি এ পথে বাংলা ভাষাভাষী সকল ‎পাঠক আমাদের সহযাত্রী। তাদের সঙ্গে নিয়েই আমরা পথ চলতে চাই।
আল্লাহ তায়ালার মেহেরবানী, সীমিত সামর্থ নিয়ে অতি অল্প সময়ে আমরা এমন কিছু ‎পুস্তক উপহার দিতে পেরেছি যা চিন্তশীল বুদ্ধিবৃত্তিক চর্চাকারী পাঠকদের কাছে সমাদৃত ‎ও প্রশংসিত হয়েছে। সামর্থের অভাবে আমাদের এ পথচলা মন্থর হলেও আদর্শচ্যুত যাতে ‎না হই, সে ব্যাপারে সচেষ্ট থাকবো ইশাআল্লাহ। এ লক্ষ্যেই কুরআন হাদীসের জ্ঞান, ‎ইসলামের সঠিক ইতিহাস, মনীষীদের বক্তৃতা, ফাযায়েল-মাসায়েল, কালোত্তীর্ণ ফতোয়া, ‎ইসলাহ, তাসাওউফ, আত্মশুদ্ধি, সমাজ সংস্কার, নির্দোষ জীবনঘনিষ্ঠ সাহিত্য, ‎শিশুসাহিত্য, নবী ও সাহাবা-চরিত এক কথায় আল্লাহওয়ালা মানব কাফেলার বাস্তব ‎জীবনচিত্র আমাদের প্রকাশনার মৌল উপজীব্য হিসেবে বিবেচিত হবে। এ পথে সকলের ‎আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের প্রতিটি ‎ভালো কাজের উত্তম প্রতিদান দিন।
বিনীত
এস এম আমিনুল ইসলাম
স্বত্ত্বাধিকারী, বইঘর ‎

ফতোয়ায়ে উসমানী ১-৫ খন্ড। ৩৬০০/ টাকার কিতাব পাচ্ছেন মাত্র ১৯০০/ টাকা হোম ডেলিভারী ফ্রি!!দ্রুততম সময়ে ঘরে বসে পেতে ফোন করু...
03/11/2025

ফতোয়ায়ে উসমানী ১-৫ খন্ড। ৩৬০০/ টাকার কিতাব পাচ্ছেন মাত্র ১৯০০/ টাকা হোম ডেলিভারী ফ্রি!!
দ্রুততম সময়ে ঘরে বসে পেতে ফোন করুন বা মেসেজ করুন! অথবা আপনার নিকটস্থ লাইব্রেরীতে খোজ করুন!!................................
ঢাকাসহ সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা আছে।
এ ক্ষেত্রে অগ্রিম কোন টাকা দিতে হবেনা। বই হাতে পয়ে টাকা পরিশোধ করবেন। ফোন : ০১৭১৪৬৩৮৫৮০, ০২-৪৭১১০৭৪৯
এ মূল্যবান গ্রন্থটি কাদের জন্য প্রয়োজন!!
দেশের সকল ইফতা বিভাগের ছাত্র, ইমাম, খতিব, আলেম-উলামা, সাধারণ পাঠক, যারা শরীয়তের নিত্যপ্রয়োজনীয় মাসআলা মাসায়েল সম্পর্কে জেনে নিজের জীবন পরিচালিত করতে চান, ওয়ায়েজ, বা যে কোন প্রশ্নোত্তর অনুষ্ঠানের উপস্থাপক সহ সকল শ্রেণীর পাঠকদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ!
ফতোয়ায়ে উসমানীর অন্যতম বৈশিষ্ট্যাবলী।................................................................................
০ বিশ্ববিখ্যাত আলেমেদ্বীন শাইখুল ইসলাম
০ আল্লামা তাকি উসমানি দা.বা. রচিত অন্যতম গ্রন্থ।
০ এটি বাংলা ভাষায় অনূদিত ফতোয়ার কিতাবের মধ্যে অন্যতম একটি গ্রন্থ।
০ পূর্ণাঙ্গ কিতাবের সাবলীল অনুবাদ
০ প্রয়োজনীয় সকল মাসআলা-মাসায়েলে রেফারেন্স যুক্ত করা হয়েছে
০ প্রায় ২৫০০ (দুই হাজার পাচশত) পৃষ্ঠার সুবিশাল ফতোয়ার কিতাব
০ মানসম্মত অফহোয়াইট পেপার ও উন্নত বাইন্ডিং
০ উর্দু কিতাবের পূর্ণাঙ্গ অনুবাদ
০ নিত্য নতুন প্রয়োজনীয় ও উল্লেখযোগ্য সকল মাসআলা-মাসায়েলের সুন্দর ও সাবলীল সমাধান
০ আলেম ও সাধারণ মানুষদের পাঠ উপযোগি গ্রন্থ।
০ আলেম সমাজে বিপুল প্রশংসিত গ্রন্থ।
০ জীবনের ধাপেধাপে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শরয়ী প্রশ্নের সম্মুখীন হতে হয়। আশাবাদী এসব প্রশ্নের সমাধানে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ!....................................................................
✔ সু চি প ত্র
৪ নং খন্ডের সূচি
کتاب الشركة والمضاربة
শিরকত ও মুদারাবা (পার্টনারশিপ ও ক্যাপিটালাইজেশন) প্রসঙ্গ / ২৭
শিরকত ও মুদারাবা সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর / ৩০
সর্বনিম্ন শতকরা ৫ ভাগ এবং সর্বোচ্চ ২০ ভাগ মুনাফা প্রদানকারী প্রতিষ্ঠান “সামাদ প্রপার্টি ইনভেস্টমেন্ট'-এ পুঁজি বিনিয়োগের বিধান / ৩৫
যৌথ ব্যবসায়িক পণ্য বিদেশ থেকে আনানোর সুরতে জাহাজ ডুবে গেলে অংশীদার থেকে ক্ষতিপূরণ গ্রহণের বিধান / ৩৬
কারবারে অংশ গ্রহণের জন্য অর্থ প্রদানের পর মুনাফার পরিবর্তে মাসিক সুদ তলব করার বিধান / ৩৭
তাজ কোম্পানি লিমিটেডে শতকরা ১৫ থেকে ২০ ভাগ মুনাফার শর্তে পুঁজি বিনিয়োগের বিধান / ৩৮
খাবারে রুটি, তরকারি গোশত সবজি ইত্যাদি বিভিন্ন জাত মিলিত হওয়ার সুরতে বণ্টনে সমতা জরুরি কি-না / ৩৯
শিরকত বা মুদারাবায় স্বীয় বিনিয়োগকৃত টাকা ফেরত নেওয়া যায় কি / ৪২
পিতাকর্তৃক শুরু করা কারবারে পিতার জন্য ছেলেদের অংশ নির্ধারণ করা এবং তাতে কম-বেশি করার অধিকার রয়েছে / ৪৫
শিরকতের মাঝে উভয় পক্ষের জন্য পৃথক-পৃথক মাল নির্দিষ্ট করে তার উপর লাভ-লোকসান অর্জনের বিশেষ সুরতের বিধান / ৪৮
মুদারাবায় সমস্ত লোকসান পুঁজি বিনিয়োগকারীর হবে। অপর দিকে শিরকত (পার্টনারশিপ)-এর মাঝে প্রত্যেক পক্ষের নিজ-নিজ পুঁজির পরিমাণ লোকসান বহন করতে হবে / ৫০
বিনিয়োগকারীর বিনিয়োগ শেষ হয়ে যাওয়ার পর বিনিয়োগের পণ্য নির্ধারিত মূলে ক্রয় করার শর্তের বিধান / ৫২
আফ্রিকার মিয়া ফার্ম ট্রান্সওয়াল এর ফ্যামেলি পার্টনারশীপ কোম্পানি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর / ৫৩
শিরকতের মধ্যে এক শরীকের ইন্তেকালের পর শিরকত শেষ হয়ে যায় / ৬৮
ছেলের সম্পদ দিয়ে নিজ কারবারে বিনিয়োগ করে প্রতি মাসে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার বিধান / ৬৯
كتَابُ الْبُيُوعِ
(ক্রয়-বিক্রয় প্রসঙ্গ) /৭১
فصل في البيع الفاسد والباطل والموقوف والمكروه
(ফাসেদ, বাতিল, মওকুফ ও মাকরূহ ক্রয়-বিক্রয়ের বিবরণ) বিক্রয় ও ভাড়ার লেনদেন একত্রিত করার বিধান / ৭২
মহিলাকে ক্রয়-বিক্রয় করা ও বাদী বানানোর বিধান / ৭৩
যবাইয়ের পূর্বে প্রাণীর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্রয়-বিক্রয়ের বিধান / ৭৪
একতরফা বিক্রয় মালিকের সন্তুষ্টির উপর মওকুফ / ৭৪
হিন্দুদের পরিত্যক্ত সম্পদ দখল করে বিক্রি করার বিধান / ৭৭
ক্রেতার কব্জার পূর্বে পণ্য নষ্ট হয়ে গেলে ক্ষতি বিক্রেতার ধরে নেওয়া হবে / ৭৮
রমযানে বেকারীর পণ্য বিক্রি করার হুকুম / ৮০
রেডিও, টেপরেকর্ডার, টিভি ও ভিসিআর-এর ব্যবসার বিধান / ৮০
ভিসিআর-এর ব্যবসার শরয়ী অবস্থান এবং ভুলবশত ক্রয়কৃত ভিসিআর বিক্রি করার বিধান / ৮১
ফুফুলী (অনধিকার চর্চাকারী) ব্যক্তির বিক্রয়ের বিশেষ এক সুরতের বিধান / ৮২
সুদি ব্যাংকের জন্য বাড়ি বা প্লট বিক্রি করার বিধান / ৮৪
রাষ্ট্রীয় আইনবহির্ভূত আমদানিকৃত (চোরাচালানী) ঘড়ি ক্রয়-বিক্রয়ের বিধান / ৮৫ সিগারেট ক্রয়-বিক্রয়ের বিধান / ৮৫
সিগারেট ক্রয়-বিক্রয় এবং এর উপার্জনের বিধান / ৮৬
চোরাকারবারীর শরয়ী অবস্থান / ৮৬
সোতরমন্ডি ফয়সালাবাদে পরচার (ডেলিভারি অর্ডারের) মাধ্যমে ক্রয়-বিক্রয়ের শরয়ী বিধান / ৮৮
জীবিত প্রাণী ওজন করে বিক্রয়ের বিধান / ৯৫
فصل في الغرر والعيب
(বিক্রয়ে ধোঁকা ও ত্রুটির বিবরণ) / ১০০
আসল কোম্পানির খালি ডিব্বায় ভিন্ন প্রকারের তেল ঢেলে বিক্রয়ের বিধান / ১০০
অন্য কারো মাধ্যমে পণ্য তৈরি করে নিজের নামের মনোগ্রাম লাগানোর বিধান / ১০১ পাকিস্তানে তৈরি পণ্যে আমেরিকা বা ইটালির নাম লিখে বিক্রি করার বিধান / ১০২
فصل في أنواع البيوع ) المختلفة
(ক্রয়-বিক্রয়ের বিভিন্ন প্রকার-এর বিধান) / ১০৪
বায় বিল ওয়াফার বিধান (ফার্সী ফতোয়ার অনুবাদ) / ১০৪
‘আহসানুল ফতোয়া’য় পরিপক্ব হওয়ার পূর্বে ফল বিক্রয়ের সুরতে তাকে ফুলের বিক্রয় মেনে বৈধতার উক্তি অবলম্বনের বিধান / ১০৬
الجهاد كتاب
(জিহাদ অধ্যায়) / 221
মুসলিম দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী কাফের শাসকদের সাথে মুসলমানদের শক্তি সঞ্চয়ের পর মোকাবেলা করা উচিত এবং এ ধরনের শাসকদের অধীনে চাকরি কিংবা ব্যক্তিগত লেনদেন করার বিধান / ৫২৩
ইরাকে অবস্থানরত আমেরিকান সৈন্যবাহিনীকে সাহায্যের জন্য পাকিস্তানি সৈন্য পাঠানোর বিধান / ৫২৬
“তাহরীকে নেযামে মোস্তফা' এর মিছিলে মৃত্যুবরণকারীরা শহীদ কিনা / ৫৩৩
উপসাগরীয় যুদ্ধের শরয়ী হাইসিয়্যাত এবং সেই যুদ্ধে কোন্ দলের পক্ষ থেকে যুদ্ধ করা 'জিহাদ' ছিল / ৫৩৪
জিয়াউল হক (রহ.)-এর মৃত্যু শহীদী মৃত্যু কিনা / ৫৩৮
উপরকরণ না থাকার সূরতে দাওয়াত ও তাবলীগ, আর উপকরণ থাকার সুরতে জিহাদ করা হবে । আর জিহাদের জন্য ইমাম মাহদীর অপেক্ষা করা ও তাবলীগ জামাতের দৃষ্টিভঙ্গির বিধান / ৫৩৯
كتاب الامارة والسياسة
(রাষ্ট্র, নেতৃত্ব, ক্ষমতা ও রাজনীতির মাসআলা-মাসায়েল প্রসঙ্গ) /৫৪৫
ধর্মে রাজনীতি ও ক্ষমতার অবস্থান এবং এগুলোর শরয়ী বিধান ও দীনের মৌলিক উদ্দেশ্য / ৫৪৬
রাজনীতির মধ্যে ধর্ম এবং রাষ্ট্র ও জাতির উপকারী জামাতের উপকার করা / ৫৫৩ বার্মার সমস্ত মুসলমান অথবা বিশেষ কিছু মুসলিম গোত্রের জন্য চেষ্টা-মুজাহাদাকারী দুটি জামাতের মধ্য থেকে কোনটিকে সাহায্য-সহযোগিতা করা উচিত / ৫৫৩
নির্বাচনে কোনো প্রার্থীর ব্যাপারে ‘আমরা অমুককে ভোট দিয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া থেকে বাঁচতে পারব' কথাগুলো বলার বিধান / ৫৫৪
চেহারার পর্দার ব্যাপারে শরয়ী অবস্থান, মহিলা প্রার্থীর নির্বাচনী প্রচারপত্রে ফটো প্রচার করার বিধান / ৫৫৫
নির্বাচনে কুরআনী আয়াত ও হাদীসকে বিপরীত প্রার্থীদের উপর প্রয়োগ করার বিভিন্ন সূরতের বিধান / ৫৫৬
পুরুষ পদপ্রার্থী বিদ্যমান থাকা সত্ত্বেও মহিলা প্রার্থীকে ভোট দেওয়ার বিধান / ৫৫৮ পাকিস্তানের সাথে সংযুক্ত একটি রাষ্ট্রের এক শাসকের চুক্তির অধীনে দেয়া সন্ধিগুলো ফিরিয়ে নেওয়ার বিধান / ৫৫৯
সরকারি কর্মচারী এবং সম্পত্তি ও ভূমিগুলোর ক্ষেত্রে প্রাধান্যের ভিত্তি আঞ্চলিক বা ভৌগোলিক পক্ষপাতিত্ব, নাকি যোগ্যতা / ৫৬১
কোন রাজনীতিবিদ নির্বাচনের সময় রাজনৈতিক দলের সাথে কৃত অঙ্গীকারকে ভেঙে ফেলার বিধান / ৫৬৪
জামায়াতে ইসলামী, গণতন্ত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম সম্পর্কে একটি প্রশ্নের উত্তর / ৫৬৬
كتاب الدعوي والشهادات والقضاء
(দাবি, সাক্ষ্য ও বিচারসংক্রান্ত মাসায়েল) / ৫৬৯ মসজিদকে ধ্বংসের হাত থেকে বাঁচানের জন্যও দাবির ক্ষেত্রে মিথ্যে বলা এবং বাস্তবতার বিপরীত কথা বলা জায়েয নেই / ৫৭৪
হযরত ওয়ালিদ বিন শুকবাহ (রা.)-এর হদ এর ঘটনায় খলিফায়ে রাশেদ হযরত উসমান (রা.)-এর উপর একটি অভিযোগের জবাব / ৫৭৬
বিবাদীর অনুপস্থিতিতে বাদী থেকে টাকা নিয়ে তার পক্ষের ফয়সালা নিয়ে নেওয়া কার্যকরী হবে না / ৫৭৮
كتاب الحدود
(ইসলামি দণ্ডবিধি) / ৫৮১
স্বীকারোক্তির মাধ্যমে ব্যভিচারের শরয়ী শাস্তি কার্যকর হওয়ার শর্তসমূহ / ৫৮২ স্বীকারোক্তি কিংবা সাক্ষ্য এর মধ্য থেকে কিছুই না হওয়ার সূরতে ব্যভিচারের অপরাধ প্রমাণিত হবে না / ৫৮২
শুধু এক সাক্ষীর সাক্ষ্য প্রদানের কারণে ব্যভিচারের শরয়ী শাস্তি জারি করা যাবে। না । অবশ্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার সূরতে সতর্কীকরণ শাস্তি জারি করা যেতে পারে / ৫৮৪
হন্দসমূহের সংশোধনী বিলে জোরপূর্বক ব্যভিচারের শাস্তি সম্পর্কে সূরা নূরের ৩৩ নং আয়াতকে দলিল পেশ করার ব্যাখ্যা / ৫৮৪
শুধু তাওবা এবং কথা গোপন করার কারণে যিনার দণ্ডবিধি রহিত হয়ে যাওয়া সত্ত্বেও রাসূলে কারীম সা.-এর যামানায় এক মহিলা ব্যভিচারের স্বীকারোক্তি কেন করল? ব্যভিচারীর জন্য গোপন করা উত্তম, নাকি স্বীকার করা উত্তম / ৫৮৭
فصل في القصاص والديات
(কিসাস ও রক্তপণ প্রসঙ্গে) / ৫৯১
গাড়ির ধাক্কায় মরে যাওয়ার কারণে শাস্তির বিধান / ৫৯১ এক্সিডেন্টে মৃত্যু হওয়ার সূরতে যিম্মাদার ড্রাইভারের ইন্সুরেন্স কোম্পানি থেকে অর্জিত টাকা ‘রক্তপণ'-এর মাঝে গণ্য করে উসুল করার বিধান / ৫৯১
কতলে শিবহে আমদের ব্যাপারে ইমাম আবূ হানীফা (রহ.)-এর মাসলাক এবং তাঁর পেশ করা দলীলগুলোর বিশ্লেষণ এবং বর্তমান যুগে শিবহে আমদের ক্ষেত্রে সাহেবাইনের সংজ্ঞা গ্রহণ করার বিধান / ৫৯৫
ভুলবশত হত্যার ক্ষেত্রে হত্যাকারীর কোন গুনাহ হবে কিনা / ৫৯৭
فصل في التعزير
(শাসন ও লঘু শাস্তি প্রসঙ্গ) /৬০২
অপবাদ ও দোষ অনুসন্ধানকারী ব্যক্তির উপর সতর্কীকরণ শাস্তি দেওয়ার অধিকার কেবল আদালতের সাধারণের নেই / ৬০২
গুনাহের মজলিসে অংশগ্রহণ না করার ওয়াদা ভাঙ্গার উপর শরয়ী কোন শাস্তি নির্ধারিত নেই । এ ছাড়াও সতর্কীকরণ শাস্তি জারি করার অধিকার শুধু শরয়ী কাজীর থাকবে / ৬০৪ সমকামিতার শরয়ী শাস্তির অধিকার প্রশাসনের / ৬০৬
فصل في القسامة
কাসামাত অর্থ্যাৎ কোন জায়গায় পাওয়া নিহত ব্যক্তির উপর মহল্লাবাসী থেকে কসম নেওয়া কোন বসতির দিকে সম্পর্ক করে তার বিশেষ প্রধান কোন সড়কে পাওয়া কোন ব্যক্তির লাশের ব্যাপারে কসম নেওয়া ঐ বসতিবাসীদের উপর পড়বে / ৬০৮
كتاب الجنايات
(অন্যায়-অপরাধের মাসআলাসমূহ) / ৬১১
মালিকের অনুমতি ব্যতীত তার খামারে নিজের উট নিয়ে যাওয়া এবং সেই উট অন্য কোন জানোয়ারকে মেরে ফেলার বিধান / ৬১২
✔ সু চি প ত্র
৫ নং খণ্ডের সুচি..................
كِتَابُ الْاِسْتِرْقَاقِ
(দাস-দাসি বানানোর বিধান)
বর্তমান যুগে কাউকে দাস কিংবা দাসি হিসেবে
ক্রয় করার এবং রাখার বিধান
বর্তমান যুগে দাস-দাসির ধারণা, দাসির শরয়ি সংজ্ঞা, তার সাথে
যৌনমিলন এবং তার সন্তানদের বিধান /২৫
আন্তর্জাতিক চুক্তির কারণে কাউকে গোলাম বানানো জায়েয নয় /২৬
كِتَابُ الذَّبَائِحِ
(জবাইসংক্রান্ত মাসআলা)
জবাই করার শর্ত, বিধিবিধান ও আদবসংশ্লিষ্ট আলোচনা
মুরগির চারটা রগের কোনো একটা যদি বাকি থেকে যায়, তাহলে সেই জবাইয়ের বিধান কী? /৩১
মেশিনের সাহায্যে জবাই করার বিধান /৩২
বিধর্মী রাষ্ট্রের পক্ষ থেকে মুসলিম কসাই নিয়োগ করার বিধান /৩৪
হালাল প্রাণী জবাইয়ের ব্যাপারে ইসলামি রাষ্ট্রকর্তৃক
কোনো শর্ত আরোপ করার বিধান /৩৪
আহ্লে কিতাবদের মেশিনের সাহায্যে জবাই করার বিধান এবং এ-প্রসঙ্গে আমেরিকান ইউনিভার্সিটির আরব শিক্ষার্থীদের মতামতের
শরয়ি পর্যালোচনা /৩৫
বিসমিল্লাহ বলে ছুরির ওপর মুরগি ঘুরিয়ে জবাই করার বিধান
(ধারাবাহিক প্রশ্নের বিশ্লেষণ) /৪২
পর্যায়ক্রমে আরও অতিরিক্ত আলোচনা /৪৩
পীর সাহেবকে খাওয়ানোর নিয়তে অথবা গাইরুল্লাহর নামে
পশু জবাই করার বিধান /৪৭
فصل في الصيد و ما يجوز اكله وما لا يجوز من الحيوانات
(শিকার এবং হালাল ও হারাম পশুর আলোচনা)
উল্লিখিত আলোচনার মাধ্যমে সত্যায়নকারী ব্যক্তিবর্গের নামের তালিকা /৫৩
কাকের বিভিন্ন প্রকার এবং আমাদের দেশে প্রাপ্ত কাকের বিধান /৬৮
পাকিস্তানে প্রাপ্ত কাকের হালাল হারামের বিধান /৭০
সজারু হারাম /৭১
মংরা মাছের বিধান /৭২
كِتَابُ الْأُضْحِيَّةِ
(কোরবানির বিধান)
فصل في من تجب عليه ومن لا تجب
(কোরবানি কার ওপর ওয়াজিব এবং
কার ওপর ওয়াজিব নয়)
পুরো পরিবারের পক্ষ থেকে একই কোরবানি যথেষ্ট হবে, না
প্রত্যেকের পক্ষ থেকে আলাদা-আলাদা কোরবানি জরুরি? /৭৫
পিতামাতার পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? /৭৫
নিজের সমুদয় অর্থ কাউকে ঋণ হিসেবে প্রদানকারীর কোরবানির বিধান /৭৬
অপ্রাপ্তবয়স্ক সম্পদশালী সন্তানের ওপর কোরবানি
ও যাকাত ওয়াজিব কিনা?/৭৮
নেসাবের মালিক নন এমন তিন ভাইয়ের পক্ষ থেকে
এককভাবে কিংবা যৌথভাবে কোরবানি দেওয়ার বিধান /৮০
কোনো আলেমে দীনের বেতন থেকে হজ ও কোরবানির
অর্থ জোগাড় করা হলে তার এই ফরজ আদায় করা আবশ্যক /৮১
ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির বিধান /৮১
فصل في وقت الاضحية
(কোরবানির সময় সংক্রান্ত আলোচনা)
যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, তার দেশের কোরবানির
দিনসমূহ শেষ না হয়ে যাওয়ার প্রতি লক্ষ রাখা জরুরি/৮৩
কোরবানির ক্ষেত্রে কোরবানির পশুর স্থান ধর্তব্য /৮৮
فصل فيما يكون عيبا في الأضحية وما لا يكون
(কোরবানির ক্ষেত্রে কোনটি দোষ বলে গণ্য হবে
আর কোনটি দোষ নয়)
ল্যাংড়া পশুর কোরবানির বিধান /৯১
فصل فيما يتعلق بالشركة في الضحايا و التضحيه عن الغير
(কোরবানিতে একাধিক অংশ এবং অন্যের পক্ষ থেকে
কোরবানি করার আলোচনা)
মৃত মায়ের উদ্দেশ্যে জবাই করা পশু কার পক্ষ থেকে আদায় হবে? /৯২
একই পশুর মধ্যে একাধিক অংশের বিভিন্ন সূরত এবং তার শরয়ি বিধান /৯২
ছয়জনের অংশগ্রহণমূলক ওয়াজিব কোরবানির সাথে সপ্তম অংশে যৌথভাবে কারও ইসালে ছাওয়াবের উদ্দেশ্যে কোরবানি করার বিস্তারিত বিধান এবং বিভিন্ন ফতোয়ার পর্যালোচনা /৯৩
অন্যের পক্ষ থেকে কুরবানি দেওয়ার ব্যাপারে বহুবিধ বিশ্লেষণ /১০৪
হযরতওয়ালা দামাত বারকাতুহুম-এর উদ্দেশ্যে পত্র প্রেরণ /১০৪
ভগ্নাংশের কোরবানি প্রসঙ্গ /১০৫
ভগ্নংশের কোরবানি প্রসঙ্গ /১০৫
নতুনভাবে বিশ্লেষণ করার পর প্রকাশিত পুস্তিকার শেষ অংশ /১০৭
فصل في نذر الأضحية
(মান্নতের কোরবানির আলোচনা)
‘বকরির একটি বাচ্চা আগামীতে কোরবানি দেব’ এমন কথার বিধান /১০৮
فصل في جلود الأضحية
(কোরবানির চামড়া প্রসঙ্গে আলোচনা) /১০৯
নেসাবপরিমাণ মালের মালিক এমন ইমামকে
কোরবানির চামড়া দেওয়ার বিধান)/১১০
فصل في متفرقات الأضحية
(কোরবানি বিবিধ মাসআলাসংক্রান্ত আলোচনা)
কোরবানির উদ্দেশ্যে কেনা পশু অসুস্থ হয়ে গেলে তার বিধান কী? /১১৩
কোরবানির জন্য তৃতীয় পশু ক্রয় করার পর জবাই
না করা পূর্বের দুই পশুর বিধান /১১৪
শ^শুরের পক্ষ থেকে পাঠানো বকরি দ্বারা পুত্রবধূর কোরবানি করার বিধান /১১৪
জবাই করার পারিশ্রমিক গ্রহণ করার বিধান কী এবং
এই পারিশ্রমিক কে আদায় করবে? /১১৫
কোরবানির গোশত ভাগ করার নিয়ম /১১৬
فصل في العقيقة
(আকীকার মাসায়েল)
শরীয়তের দৃষ্টিতে আকীকার অবস্থান কী এবং পুত্রসন্তানের
জন্য দুটি ছাগলের সামর্থ্য না থাকলে তার বিধান কী? /১১৭
আকীকার গোশত বণ্টনের নিয়ম /১১৭
গরু দিয়ে আকীকা করার বিধান
পুত্রসন্তানের আকীকার জন্য দুই ভাগ এবং
কন্যাসন্তানের জন্য এক ভাগের বিধান /১১৮
আকীকার গরুতে ছেলে ও মেয়ের অংশের বিস্তারিত বিবরণ /১২০
গরুতে আকীকা করার বিধান
এক গরুতে পাঁচ সন্তানের আকীকার বিধান /১২০
গরু ও মহিষ দ্বারা আকীকা করার বিধান /১২১
كِتَابُ إِحْيَاءِ الْمَوَاتِ وَمَا يتَعَلَّقُ بِالرِّكَازِ
وَالْأَرَاضِي الشَّامِلَاتِ وَغَيْرِهَا
(অনাবাদি জমি চাষাবাদ করা, গুপ্তধন ও ভ‚মিসংক্রান্ত
বিষয়াদির আলোচনা)
খায়বার পাখতুনোখায় প্রদেশের নিকটে পাহাড়ি
বনাঞ্চলের শরীয়তসম্মত অবস্থান /১২৫
ফতোয়া অনুসন্ধিৎসু জনাব মাওলানা মোহাম্মদ সরদার
সাহেবের সংযোজন ও পাদটীকা /১২৭
প্রাকৃতিকভাবে উৎপন্ন বনজঙ্গলের শরয়ি বিধান এবং তৎসংশ্লিষ্ট গবেষণার ফেকহি পর্যালোচনা /১২৭
ফতোয়াপ্রার্থীর পক্ষ থেকে প্রেরিত সংশ্লিষ্ট গবেষণা /১২৮
মালিকানার ধারণা : রয়্যালটি একটি পুরাতন পরিভাষা /১৩০
রয়্যালটির পদ্ধতি /১৩০
বনাঞ্চলের মাসআলা /১৩১
শরীয়তের দৃষ্টিতে এসব বনাঞ্চলের অবস্থান /১৩১
অনুমোদিত বস্তুর বণ্টন /১৩৩
মৃত ভ‚মি বা অনাবাদি জমি /১৩৫
শাসককর্তৃক ভ‚মি বরাদ্দ /১৩৭
জাহিলি যুগের বরাদ্দ /১৪০
শহরবাসীর প্রয়োজনীয় বিষয়সমূহ /১৪১
নিজে নিজে উৎপন্ন গায়রে বিধান /১৪২
নিজস্ব বনাঞ্চল /১৪৮
চারণভ‚মি /১৫০
নিজস্ব চারণভ‚মি /১৫২
অংশীদারিমূলক চারণভ‚মি /১৫৩
গ্রামবাসীদের অনাবাদি সম্পত্তি /১৫৫
মুবাহ বস্তু এবং গ্রামবাসী /১৫৬
আলোচনার সারাংশ /১৫৮
রয়্যালটির অধিকার /১৫৮
বণ্টন প্রক্রিয়া /১৫৮
সাধারণ বিতরণ প্রক্রিয়া /১৫৯
কারণ নির্ধারণ করা /১৬০
বিতরণ প্রক্রিয়ায় পরামর্শ /১৬১
কোহাট অঞ্চলের জমির মালিকানাসংক্রান্ত ফতোয়ার ওপর হযরত মাওলানা তাকি উসমানি সাহেব দামাত বারাকাতুহু-এর মতামত এবং ‘ইন্আমুল বারী’ গ্রন্থে ইংরেজদের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ভ‚মি প্রসঙ্গে
এক বিশেষ মাসআলার ব্যাখ্যা /১৬৭
ইন্আমুল বারীগ্রন্থের মাসআলার ব্যাখ্যা সংশ্লিষ্ট চিঠি এবং মুফতী মোহাম্মদ রেদওয়ান সাহেবের প্রশ্ন /১৬৮
তহসিল টেরি অঞ্চলের কোহাট জেলার ভ‚মি বরাদ্দ আইনের
শরীয়তসম্মত বিধান /১৬৯
ঐতিহাসিক গবেষণা /১৭০
আইনি প্রক্রিয়ায় প্রবীণ ব্যক্তিদের মালিকানা অর্জনের উপায় সমূহ /১৭০
ভোগদখলকারী ব্যক্তিবর্গ দখলদার হিসেবে
বিশেষায়িত হওয়ার কারণসমূহ /১৭১
জড়িত দফা-৫ এর ব্যাখ্যা /১৭১
মুফতী মোহাম্মদ রেদওয়ান সাহেবের পক্ষ থেকে উত্তর /১৭২
উল্লিখিত জবাবের ওপর ডাক্তার মুফতী আবদুল ওয়াহেদ
সাহেবের মতামত /১৮৩
তাকি উসমানি সাহেব দামাত বারাকাতুহুম-এর উত্তর ও ফতোয়া /১৮৫
ব্যক্তিগত, সরকারি অথবা সর্বজন-অনুমোদিত ভ‚মিতে প্রাপ্ত
গুপ্তধনের বিধান এবং শনাক্তকারীর অংশের বিস্তারিত বিবরণ /১৮৬
আত্মসাৎ করা রাষ্ট্রীয় সম্পদের সন্ধানও পাওয়াও কি
গুপ্তধনের বিধান বহন করে? /১৮৬
দুটি জমি পরস্পর এওয়াজ-বদল করার পয়ত্রিশ বছর পর কোনো জমিতে কমবেশি দেখা দেওয়ার পর এক বিশেষ পরিস্থিতির বিধান /১৮৮
সম্পত্তির সীমাবদ্ধতার শরয়ি ধারণা এবং সীমা নির্ধারণের শরয়ি অবস্থান সম্পর্কে হযরত মাওলানা মুফতী মোহাম্মদ শফি সাহেব রহ. এর মতামত /১৯২
كِتَابُ الْأَشْرِبَةِ
(মদ ও অ্যালকোহলমিশ্রিত জিনিস ও অন্যান্য বিষয়ের আলোচনা)
فصل في أحكام الكحول
(অ্যালকোহলের বিধান)
অ্যালকোহলমিশ্রিত ঔষধ ব্যবহারের বিধান /১৯৭
অ্যালকোহলমিশ্রিত সুগন্ধির বিধান সম্পর্কে বিশ্লেষণ /১৯৮
অ্যালকোহল মিশ্রিত সেন্ট/সুগন্ধির বিধান /১৯৯
كِتَابُ الطِّبِّ وَالتَّدَاوِيْ وَتَلْقِيْحِ الدَّمِ وَالْأَعْضَاءِ
وَالْأَحْبَالِ بِالْاٰلَاتِ وَضَبْطِ الْوِلَادَةِ وَغَيْرِهَا
(ঔষধ ও চিকিৎসা, রক্ত ও অঙ্গ প্রতিস্থাপন, টেস্টটিউব বেবি এবং জন্মনিয়ন্ত্রণসহ অন্যান্য আলোচনা)
শ্বাস-প্রশ্বাস চালু রাখার জন্য কৃত্রিম মেশিন ব্যবহারের বিধান /২০৩
বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের বিধান /২০৩
মেডিকেলে সহশিক্ষাব্যবস্থা, গায়রে মাহরামের চিকিৎসা, নারী চিকিৎসা এবং অপারেশনে পর্দার বিধান, রোগী ও ডাক্তার সম্পর্কে এক নারী চিকিৎসকের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তার উত্তর /২০৬
কৃত্রিম প্রজনন ও টেস্টটিউব বেবি সম্পর্কে শরীয়তের বিধান /২১৮
কৃত্রিম গর্ভধারণ ও টেস্টটিউব বেবি গ্রহণের পদ্ধতি ও
তার শরীয়তসম্মত বিধান /২২১
ইসলামি ফেকাহ একাডেমি জেদ্দা /২২২
স্বামী-স্ত্রীর জন্য কৃত্রিম গর্ভধারণ পন্থা অবলম্বন করার কারণসমূহ /২২২
প্রয়োজনের অতিরিক্ত অপ্রক্রিয়াজাত নারী-ডিম্বাণু সংরক্ষণ করা /২২৩
স্বামী-স্ত্রীর প্রক্রিয়াজাত করা ডিম্বাণু সতীনের জরায়ুতে প্রবেশ করানো /২২৪
কৃত্রিম প্রজননের বৈধ পদ্ধতিসমূহে আরোপিত এখতেলাফি বিষয়সমূহ /২২৬
কৃত্রিম প্রজনন ও টেস্টটিউব বেবি সম্পর্কে শরীয়তের বিধান /২১৮
কৃত্রিম গর্ভধারণ ও টেস্টটিউব বেবি গ্রহণের পদ্ধতি ও
তার শরীয়তসম্মত বিধান /২২১
ইসলামি ফেকাহ একাডেমি জেদ্দা /২২২
স্বামী-স্ত্রীর জন্য কৃত্রিম গর্ভধারণ পন্থা অবলম্বন করার কারণসমূহ /২২২
প্রয়োজনের অতিরিক্ত অপ্রক্রিয়াজাত নারী-ডিম্বাণু সংরক্ষণ করা /২২৩
স্বামী-স্ত্রীর প্রক্রিয়াজাত করা ডিম্বাণু সতীনের জরায়ুতে প্রবেশ করানো /২২৪
কৃত্রিম প্রজননের বৈধ পদ্ধতিসমূহে আরোপিত এখতেলাফি বিষয়সমূহ /২২৬
(২) বীর্য সংগ্রহের মাসআলা /২৪০
স্ত্রীর ডিম্বাণু সংগ্রহের মাসআলা /২৪৫
‘টেস্টটিউব বেবি’সংক্রান্ত কিছু বিষয় এবং ‘টেস্টটিউব বেবি’ প্রক্রিয়ায় যে নারী ও পুরুষের শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয়েছে, তাদের থেকে বংশ সাব্যস্ত হওয়ার বিধান /২৬২
কৃত্রিম প্রজনন (অজঞওঋওঈওঅখ ওঘঝঊগওঘঅঞওঙঘ) /২৬২
টেস্টটিউব প্রক্রিয়া : (ঞঊঝঞ ঞটইঊ ঋঊজঞওখওঝঅঞওঙঘ) /২৬৫
ডাক্তারি দৃষ্টিকোণ থেকে নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে হস্তমৈথুনের
প্রয়োজনীয়তা দেখা দেয় /২৬৭
নিষিক্ত ডিম্বাণু (ঋঊজঞওখওঝঊউ ঙঠটগ) জরায়ুতে স্থানান্তরকরণ /৩৭১
শুধুু গর্ভের কারণে বংশ সাব্যস্ত হওয়ার বিধান /২৭৬
গর্ভে থাকা শিশুর বংশ সাব্যস্ত হওয়ার ব্যাপারে আরেকটি উদ্ধৃতি /২৭৯
পরিবার পরিকল্পনা আন্দোলনের শরয়ি বিধান
এ-বিষয়ে কারী তায়্যিব সাহেব রহ.-এর অবস্থান /২৬৯
জন্মনিয়ন্ত্রণের যেসব পদ্ধতি ব্যবহারে প্রজননক্ষমতা নিঃশেষ হয়ে যায় /২৯৭
চক্ষুদানের অসিয়ত করার বিধান /২৯৭
চক্ষুদানের শরয়ি বিধান /২৯৭
كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ
(হালাল-হারাম ও জায়েয-নাজায়েযের আলোচনা)
فصل في الأكل والشرب
(পানাহারসংক্রান্ত মাসায়েল)
এ্যাসেঞ্জ ও এ্যালকোহলমিশ্রিত খাবারের বিধান
ইনজায়েম মেশানো পনির খাওয়ার বিধান /৩০১
জেলটিনকে পনিরের সাথে তুলনা করার বিধান /৩০২
সোনা-রুপার পাত্রে খাবার খাওয়ার বিধান /৩০৩
কুলখানি অনুষ্ঠানে রান্না করা খাবারের বিধান /৩০৬
শবেবরাতের হালুয়া ও ফাতেহা ইয়াযদাহমের খাবারের বিধান /৩০৭
فصل فى اللباس والزينة
(পোশাকপরিচ্ছদ ও সাজসজ্জা)
শরীয়তে নিষিদ্ধ রেশমের সংজ্ঞা এবং পুরুষদের জন্য খাঁটি রেশম
ও সিনথেটিক সিল্ক ব্যবহারের বিধান /৩০৭
পাগড়ি ছাড়া শুধুু টুপি পরার বিধান /৩০৯
টুপির শরয়ি বিধান /৩১৬
فصل في التصاوير والتلفزيون
(ছবি, টেলিভিশন ও কম্পিউটার সিডি প্রসঙ্গ)
নিজে ছবি তোলা ও অন্যকে দিয়ে ছবি উঠানোর বিধান /৩১৯
টিভি দেখার বিধান /৩১৯
বাসা-বাড়িতে টেলিভিশন রাখার বিধান /৩১৯
টেলিভিশন ও রেডিও সম্পর্কে পুরাতন ফতওয়া /৩২০
মুভি বানানোর বিধান /৩২৩
আলেমদের টেলিভিশনে আসা এবং ডিজিটাল ছবির ব্যাপারে
মুফতী সাহেবের চূড়ান্ত ফতোয়া /৩২৩
শরীয়তের বিরুদ্ধাচরণ করে দীনের খেদমত করা এবং
আলেমদের টিভিতে আসার শরয়ি অবস্থান /৩৫৪
فصل في الحجاب
(পর্দার বিধান)
মহিলাদের জন্য চেহারার পর্দার শরয়ি অবস্থান /৩৫৫
পূর্ব স্বামীর আত্মীয়স্বজনের সাথে বিধবা নারীর পর্দা করার বিধান /৩৫৮
নারীদের দিকে তাকানো এবং বেপর্দা মহিলাদের সাথে কাজ করা
অবস্থায় দৃষ্টির হেফাজতের বিধান /৩৫৯
فصل في الجماع وما يتعلق بالزوجين
(সহবাস ও স্বামী-স্ত্রী সংশ্লিষ্ঠ বিষয়ের আলোচনা)
স্বামী-স্ত্রী বৈবাহিক অধিকার আদায় সংক্রান্ত কিছু বিধান /৩৬১
স্ত্রীর মুখে পুরুষাঙ্গ ঢোকানো মাকরূহে তাহরীমী না তানযীহী? /৩৬২
فصل في الهدايا والضيافات
(হাদিয়া এবং দাওয়াতের বিধান)
বেদআতীর দাওয়াত গ্রহণের বিধান /৩৬৮
সুদের কারবারীর দাওয়াতের বিধান /৩৬৯
فصل في تسمية الأولاد والمواضع وغيرها
সন্তান, বিভিন্ন স্থান এবং অন্যান্য বস্তুর নামকরণ প্রসঙ্গে
সন্তানের নাম ‘শাহলা’ রাখার বিধান /৩৭০
কোনো জায়গার নাম ‘বাইতুর রসূল’ রাখার বিধান /৩৭০
চৌরাস্তা/চত্বরের নাম ‘খতমে নবুওয়ত চত্বর’ রাখার বিধান /৩৭০
কোনো মৃত আলেমকে ‘দীনের কেবলা ও কাবা’ বলার বিধান /৩৭১
فصل في الكذب والخيانة والتورية
(মিথ্যা বলা, খিয়ানত করা এবং ভান করার মাসায়েল)
ভান করার এক বিশেষ অবস্থার বিধান এবং জুলুম প্রতিহত
করার জন্য মজলুমকর্তৃক তাওরিয়া বা ভান করার বিধান /৩৭১
আত্মসাৎ করা সম্পদের ব্যাপারে কোম্পানির মালিককে
অবহিত করা জরুরি /৩৭৩
বিটিশ শাসনামলে আকাবিরে দেওবন্দের লেখালেখিতে
তাওরিয়ার ব্যবহার /৩৭৪
খেয়ানতকারীর দুর্নীতির বিষয়ে উচ্চতর কর্মকর্তাদের
কাছে রিপোর্ট করার আদেশ /৩৭৫
সরকারি সফরে কোনো বন্ধুর বাসায় অবস্থান করে প্রশাসন
থেকে হোটেলের বিল গ্রহণ করার বিধান /৩৭৬
فصل في اللحية وأحكام الشعر وحلق الراس
والعانة وقص الشوارب وغيرها
(দাড়ি, গোঁফ ও শরীরের বিভিন্ন জায়গার লোম কাটা
ও মুÐানো ইত্যাদি বিষয় সম্পর্কিত আলোচনা)
শরীয়তের দৃষ্টিতে দাড়ির অবস্থান /৩৭৭
কাফেরের দাড়ি মুÐিয়ে দেওয়া জায়েয নেই /৩৭৯
নাভির নিচের লোম পরিষ্কার করার বিধান
নাভির নিচের লোম এবং তা কত দিন পরপর পরিষ্কার করতে হবে,
পাশাপাশি বগলের নিচের পশম পরিষ্কার করার বিধান /৩৮১
মহিলাদের মুখের লোম পরিষ্কার করার বিধান এবং
এতদ্সংশ্লিষ্ট হাদীসের ব্যাখ্যা /৩৮৫
فصل في السلام
(সালামসংশ্লিষ্ট মাসায়েল)
মুশরিকের সালামের উত্তর কীভাবে দিতে হবে? /৩৮৮
গায়রে মাহরামকে সালাম দেওয়ার বিধান /৩৯০
দেবরকর্তৃক ভাবীকে সালাম দেওয়ার বিধান /৩৯০
খাবারের সময় সালাম দেওয়ার বিধান /৩৯০
فصل في أحكام الجوال
(মোবাইল ফোনসংশ্লিষ্ট মাসায়েল)
নামায চলাকালীন সময়ে মোবাইলে রিংটোন বাজার বিষয়টিকে ‘হালতে হাক্ন’ (পেশাব পায়খানা চেপে রাখা) এর ওপর কেয়াস করে
নামায ভঙ্গের বিধান দেওয়া /৩৯৩
মসজিদে মোবাইল জ্যামার স্থাপন করার বিধান /৩৯৭
فصل في الرؤيا والكشف والأدعية وزيارة المقابر
ومسائل التصوف وغيرها
(স্বপ্ন, কাশ্ফ, বিভিন্ন দোআ, কবর জিয়ারত ও
তাসাওউফের মাসায়েল ইত্যাদি)
(১) কবর সম্পর্কে কাশ্ফের শরীয়তসম্মত অবস্থান /৪০০
(২) মৃত্যু ও আমলের মোরাকাবার প্রমাণ /৪০০
‘তাসাওউফের যুগ শেষ হয়ে গেছে; এখন ইসলাহ্ শুধুু তাবলীগের মাধ্যমে হবে’ এমন উক্তি করা কেমন? /৪০২
ইস্তেখারার মৌলিক শরীয়সম্মত ধারণা এবং তার সুন্নত তরিকা /৪০২
অলীদের মাজার জিয়ারতের বিস্তারিত শরীয়তসম্মত বিধান /৪০৫
মাজার জিয়ারতের ভারসাম্যপূর্ণ শরয়ি অবস্থানের ওপর উত্থাপিত
আপত্তিসমূহের অবস্থান /৪০৯
আল্লাহ ও তাঁর হাবীব (সা.)-এর রহমত লাভের দোআর বিধান /৪১১
সফরের মাসনুন দোআ এবং পি, আই, এ’তে ফ্লাইট উড্ডয়নকালে পড়া
দোআর গুরুত্ব এবং তাতে উচ্চারণগত ভুল সংশোধন /৪১২
তাবলীগ জামাতকর্তৃক অমুসলিমদের ইসলামের দাওয়াত না
দেওয়ার বিধান /৪১৩
ইউপি রাজ্যে দাওয়াত ও তাবলীগের নিয়তে যাওয়া সত্তে¡ও তাবলীগ জামাতের ভিসা পাওয়ার জন্য ভিজিট ও পর্যটনের উদ্দেশ্য দেখানো /৪১৩
হাকীমুল উম্মত মাওলানা থানবি (রহ.)-এর ওয়াযে শাহ আবুল মাআলী নামক এক ব্যক্তির ঘটনা বর্ণনায় আপত্তি ও তার উত্তর /৪১৫
وعظ النور -এর সংশ্লিষ্ট অংশ /৪১৬
কুল্লিয়াতে ইমদাদিয়া, কাসায়েদ কাসেমী, নশরুত্তীব ও ইমদাদুল মোশতাক কিতাবের কিছু কবিতার ওপর উত্থাপিত আপত্তি ও তার উত্তর /৪১৮
(১) উচ্চ আওয়াজে যিকির করার শরীয়তসম্মত বিধান এবং তার প্রমাণ /৪২১
(২) একত্রিত হয়ে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতের বিধান /৪২১
(৩) খতমে খাজেগানের শরীয়তসম্মত অবস্থান এবং বিধান /৪২১
(১) কোনো সালেক (তাসাওউফের পথ অবলম্বনকারী) কর্তৃক এমন ধারণা করা ‘মুর্শিদের মাধ্যমে অন্তরের প্রশান্তি হাসিল হয়েছে’ এটা কেমন? /৪২৫
(২) মহব্বতের কারণে ‘শায়খের কল্পনা’ করার বিধান /৪২৫
হিংসা-বিদ্বেষ সগীরা গুনাহ, না কবীরা? /৪২৬
শায়েখ হিসেবে কাকে নির্বাচন করা যায়? /৪২৭
শায়খের মজলিসে গুনাহে জড়িত হওয়া /৪২৭
এমন কাজ পরিহার করা উচিত, যার কারণে অন্যরা অপমানিত হয় /৪২৭
যার তদবির উপকারী, তাকেই কি শায়েখ হিসেবে গ্রহণ করা যাবে? /৪২৮
‘ইচ্ছা’ ও ‘মর্জির’ মধ্যে পার্থক্য /৪২৮
সম্মিলিত যিকিরের মজলিস সম্পর্কে শরীয়তের বিধান /৪২৮
যিকিরের ফজীলত /৪৩১
কথায় ও কাজের মাধ্যমে যিকির /৪৩১
সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনদের যিকিরের পদ্ধতি /৪৩২
নামায শেষে যিকির এবং তাসবীহ পাঠ থেকে অবসর হওয়ার পর দোআর সময় হাত উঠানো প্রসঙ্গে ‘নূরুল ইজাহ’্ কিতাবের এক এবারতের মর্ম /৪৩৬
কা’বা শরীফ দেখার সময় দোআর বিধান /৪৩৭
فصل في متفرقات الحظر والإباحة
(জায়েয নাজায়েয সংক্রান্ত বিভিন্ন মাসায়েল)
দাঁড়িয়ে এক শ্বাসে পানি পান করার বিধান /৪৪৭
মৃত পশুর চর্বি থেকে তৈরি সাবান ও গিøসারিনের বিধান /৪৪৮
ধর্মীয় মানসিকতা তৈরির উদ্দেশ্যে স্কুলে পড়াশোনা করানোর
ক্ষেত্রে কিছু সমস্যা /৪৪৯
মসজিদের ব্যবহৃত পাথর খরিদ করে ঘরে ব্যবহার করার বিধান /৪৪৯
‘ঈদ মোবারক’ বলার বিধান /৪৫০
পালকসন্তানের শরয়ি বিধান
পালক সন্তান সংশ্লিষ্ট বংশপরিক্রমা, পর্দা করা, মিরাস লাভ করা,
জন্মসনদের নাম ইত্যাদি বিষয়ের শরয়ি বিধান /৪৫১
পুরাতন কবরে অজুর পানি প্রবাহিত করার বিধান /৪৫৫
এলাকায় খাদ্যদ্রব্যের ঘাটতি থাকা সত্বেও তামাক চাষের বিধান /৪৬১
كِتَابُ الْمُتَفَرِّقَاتِ
(বিবিধ আলোচনা)
আল্লাহ তা‘আলার জন্য شخص (ব্যক্তি) শব্দের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং হযরত শাহ রফীউদ্দীন (রহ.)-এর
কুরআনের অনুবাদ প্রসঙ্গে /৪৬৫
অন্যান্য গ্রহে সৃষ্টজীবের উপস্থিতি এবং ভিন্ন নবুওত প্রবর্তনের
ধারণা, রাসূল (সা.)-এর পায়খানার বিধান /৪৬৯
মৃতকে জীবিত করা প্রসঙ্গে পবিত্র কুরআনে হযরত
ইবরাহীম (আ.)-এর দাবির ওপর আপত্তি এবং তার উত্তর /৪৭৩
কোরআন ও হাদীসের সুস্পষ্ট বিধানে কোনরকম
পরিবর্তন পরিবর্ধন করার অধিকার কারও নেই /৪৭৬
লাইব্রেরির কিতাবসমূহ ওয়াক্ফ্ ব্যতীত মালিকের মালিকানা
থেকে বের করার পদ্ধতি /৪৭৭
বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ‘কুনূতে নাযেলা’
পড়ার কল্পনা এবং তার বিধান /৪৮০
এখানে শুধু মাত্র ৪ ও ৫ নং খন্ডের সুচি দেয়া হলো।

আমি চাই না তুমি পারফেক্ট হও, চাই না তুমি বদলাও। শুধু চাই—আমার পাশে থেকো। আমি কাঁদলে আমার কান্নার ভাষা বোঝো। আমার নীরবতা ...
01/11/2025

আমি চাই না তুমি পারফেক্ট হও, চাই না তুমি বদলাও। শুধু চাই—আমার পাশে থেকো। আমি কাঁদলে আমার কান্নার ভাষা বোঝো। আমার নীরবতা পড়ে নাও।

তুমি যদি কখনো চলে যাও, আমি হয়তো বাঁচবো—কিন্তু বেঁচে থাকার মতো থাকবে না কিছু। কারণ তুমি আমার শ্বাসের মতো, যাকে ছাড়া আমি নিশ্বাস নিতে জানি না।

ভালোবাসি… সেই প্রথম দিনের মতোই নিঃস্বার্থভাবে।
আর ভালোবাসব যতদিন আমার হৃদয় স্পন্দন করে।
বইটি পেতে যোগাযোগ করুন
ইনবক্সে অথবা ফোন করুন
০১৭১৪৬৩৮৫৮০

এ গল্প মনে রাখতে হবে একজননারীর কিংবা বলা যায় একজনতরুণীর প্রেমের তৃষ্ণা, যৌবনেরতৃষ্ণা এবং আত্মগোপনের চেষ্টারউপাখ্যান মাত...
01/11/2025

এ গল্প মনে রাখতে হবে একজন
নারীর কিংবা বলা যায় একজন
তরুণীর প্রেমের তৃষ্ণা, যৌবনের
তৃষ্ণা এবং আত্মগোপনের চেষ্টার
উপাখ্যান মাত্র । তাকে সামনা-সামনি
দেখার কৌতূহল থেকে বেরিয়ে
এসেছে কাহিনী এবং কেচ্ছার বিবরণ
গাথা। শেষ নেই, লেশ নেই এবং
এর প্রকৃতপক্ষে কোনো দেশও নেই
চির আন্তর্জাতিক মানবতার একটি
কল্পকথা মাত্র। এর শেষ করার
দায়িত্ব যেমন লেখক নিতে পারেন না।
তেমনি পাঠকদেরও উচিত হবে
যেখানে লেখা ফুরিয়েছে সেখান
থেকেই ভাবনার শুরু করা। কেউ
কোনো দায়িত্ব নেবে না কারও উপরে
কোনো শর্তও চাপাবে না। শুধু মনে
হবে এক গ্রীষ্মের দুপুরে গাছের
ছায়ায় বসে থেকে কিছুক্ষণ ঠাণ্ডা
হাওয়ার সঙ্গে কথা বললাম ।

ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগেরমুসলমানরা । কুফরের আঁধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীরবাঁকে-বাঁ...
30/10/2025

ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগের
মুসলমানরা । কুফরের আঁধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর
বাঁকে-বাঁকে । রোমের কায়সার, ইরানের কেসরা! সেকালের দুই
পরাশক্তি। তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই
কোনো রাজা-বাদশার। আরবের ‘বদ্দু’রা তো গণনার বাইরে ।
কিন্তু ‘আরবের বদ্দু' মুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে
দিলেন কেসরার দম্ভ । জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের
মন । মুসলমানদের হাতে পরাজিত হলো রোমের দাম্ভিক রাজা
হেরাল । জয় হলো ফিলিস্তিন ও শাম ।
ইতিহাস বিস্ময়ে হতবাক! আট-দশ হাজার মুজাহিদ । একের পর
এক দুর্গ-নগরী জয় করে চলল । পরাজিত হলো মহাপ্রতাপশালী
সম্রাট হেরাক্লিয়াসের লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী । পরবর্তী
যুদ্ধে তাঁরা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী, শক্তিশালী,
দুর্দান্তরূপে । জয় হলো সমগ্র মিশর। ইসলামের আলো ছড়িয়ে
পড়লো পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে । আলো আর আলো, যেন শেষ
নেই এই আলোর । কী করে সম্ভব হলো তা? ইতিহাসে কী উত্তর
লেখা আছে এ প্রশ্নের? উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই
সবিস্তার বিবরণ অনিঃশেষ আলো।

নারী হচ্ছে এমন যে, নারী সৎ হলে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসে পরিণত হয়। আর যদি নারী নষ্ট হয়ে যায়, তাহলে নির্লজ্জতা ও অশ্ল...
30/10/2025

নারী হচ্ছে এমন যে, নারী সৎ হলে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসে পরিণত হয়। আর যদি নারী নষ্ট হয়ে যায়, তাহলে নির্লজ্জতা ও অশ্লীলতায় সে হাজারও পুরুষকে ছাড়িয়ে যায়!!

✌ আপনি কি দেশ সেরা আলোচক ওয়ায়েজ বক্তা বা উপস্থাপক হতে চান তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন ১০ খন্ডে প্রকাশিত খুতুবাতে হাক...
29/10/2025

✌ আপনি কি দেশ সেরা আলোচক ওয়ায়েজ বক্তা বা উপস্থাপক হতে চান তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন ১০ খন্ডে প্রকাশিত খুতুবাতে হাকিমুল ইসলাম।
🌹 হ্যাঁ : এ ওয়াজের কিতাবটি আপনার জন্যই!!
✔ আপনি মিম্বারে বসে বয়ান করতে ভয় পাচ্ছেন!
✔ সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে হাত পা কাপছে!
✔ সাপ্তাহিক জলসায় অংশগ্রহণে ভয় পাচ্ছেন!!
✔পাচঁ জন ব্যাক্তির সামনেই কথা বলতে পারছেননা?
✔ এ মূল্যবান গ্রন্থটি ইমাম, খতিব, আলেম-উলামা, ওয়ায়েজ, যে কোন সেমিনার আলোচক, ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণীর পাঠকদের জন্যই।
১০ খন্ডের কিতবাটি পাচ্ছেন মাত্র ৩০০০/ টাকা। (তিন হাজার টাকা) হোম ডেলিভারী চার্য ফ্রি!
🎁 সূ চি প ত্র
খুতুবাতের হাকীমুল ইসলাম -১.............
বয়ান : ১
মুহাম্মদ সা.-এর পবিত্র জন্ম প্রসঙ্গে অতুলনীয় আলোচনা / ২০
রাসূল (সা.)-এর শারীরিক ও আত্মিক জন্ম / ২২
রূহানী জন্মের ব্যাপারে সাধারণ মানুষের আমলের ধরন / ২৩
রূহানী জন্মই প্রকৃত উদ্দেশ্য / ২৪
রাসূল (সা.)-এর শারীরিক সৌন্দর্য / ২৫
কুরআনের আলোকে মহানবী (সা.)-এর সৌন্দর্য / ২৬
ইউসুফ (আ.)-এর রূপের উপর মুহাম্মদ (সা.)-এর
সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব / ৩০
সীরাতুন্নবী (সা.) কাকে বলে / ৩২
পবিত্র সীরাতের প্রথম অংশ / ৩৩
নবীগণ নিষ্পাপ হওয়ার দ্বিতীয় কারণ / ৩৫
নবীগণ নিষ্পাপ হওয়ার তৃতীয় কারণ / ৩৬
নবুওয়তের পূর্বেও নবীগণ নিষ্পাপ থাকেন / ৩৭
পাশ্চাত্য সংস্কৃতির ধ্বংসাত্মক প্রভাব / ৪১
নবীগণের নিষ্পাপতা জবরদস্তিমূলক নয় ঐচ্ছিক / ৪৩
গুনাহর কাজের মাধ্যমে দীনের দাওয়াত দেয়া
তাবলীগের নীতির পরিপন্থী / ৪৪
রাসূল (সা.)-এর পবিত্র চরিত্রের ব্যাপারে অমুসলিমদের সাক্ষ্য / ৪৬
ইসলামী আইন চিরস্থায়ী ও বিশ্বজনীন / ৪৯
রাসূল (সা.)-এর চরিত্রের এক টুকরো ঝলক / ৫১
রাসূল (সা.)-এর সীরাতকে ধারণ করার ক্ষমতা
সকলের থাকে না / ৫২
তিনি শুধু নবী নন বরং সর্বশেষ নবীও / ৫৬
খাতামুন্ নাবিয়্যিন দ্বারা উদ্দেশ্য / ৫৮
নবুওয়াতের সূর্যোদয় / ৬১
পরবর্তী সময়ে নবী-নূরের প্রকাশ পদ্ধতি / ৬২
নবুওয়াতের পূর্ণতার প্রমাণ / ৬৩
সীরাত আলোচনার পরিসমাপ্তি / ৬৪...............
বয়ান : ২
নবুওয়াতের মর্যাদা এবং তার প্রভাব ও উদ্দেশ্য / ৬৬
বৈপরীত্যশীলতার জগতে বস্তুর বৈপরীত্যের হেকমত / ৬৮
অন্ধকারে আলোর দিশা / ৬৯
আরব জাতির মাঝে রাসূল (সা.)-এর দাওয়াতের প্রভাব / ৭১
নবুওয়াতের ভিত্তি / ৭৩
পার্থিব সৌভাগ্যের ভিত্তি হল ইলম ও আমলের পূর্ণতা / ৭৪
আমলের ভিত্তি হল আখলাক / ৭৫
শরীয়ত ও তরিকতের অপরূপ সমন্বয় / ৭৬
আলেমগণ ও সুফীগণের মধ্যে সংঘর্ষ কেন / ৭৭
খাজা নিজামুদ্দিনের ধর্ম-সঙ্গীতের আসর ও
হাকিম জিয়াউদ্দিনের প্রতিবাদ / ৭৮
হাকিম জিয়াউদ্দিন (রহ.)-এর মর্যাদাগত অবস্থান / ৮০
খাজা নিজামুদ্দিন আউলিয়া (রহ.)-এর মর্যাদাগত অবস্থান / ৮১
ধর্ম-সঙ্গীতের ব্যাপারে হযরত কাসেম নানুতবী (রহ.)-এর ঘটনা / ৮২
বিশেষ ব্যক্তিবর্গের দায়িত্বশীলতা / ৮৩
রাসূল (সা.)-এর ইলম / ৮৫
সম্মিলিত ইলমে নববীর স্বরূপ দৃষ্টান্ত / ৮৫
হযরত মুহাম্মদ (সা.) অন্যান্য নবীরও নবী / ৮৮
রাসূল (সা.)-এর ইলমের দীপ্তি / ৯০
স্বপ্ন তাবিরের কয়েকটি বিস্ময়কর ঘটনা / ৯০
রাসূল (সা.)-এর আখলাকের দীপ্তি / ৯৮
পূর্ববর্তী শরীয়তসমূহের সাথে শরীয়তে
মুহাম্মদীর আখলাকের তুলনা / ১০০
রাসূল (সা.)-এর ইলমী মুজেযা / ১০৪
ইলমী মুজেযা দান করার হেকমত / ১০৬
মুহাম্মদী সত্তার বিস্ময় / ১০৭
কুরআন অন্যকেও মুজেযার অধিকারী করে / ১০৯
সাহাবীগণের মর্যাদা / ১১১
উম্মতে মুহাম্মদীর মর্যাদাগত অবস্থান / ১১৩
শেষ কথা / ১১৬...............
বয়ান- ৩
আল্লাহর কিতাব এবং তাঁর রাসূলগণ : হেদায়েতের জন্য
উভয়ই আবশ্যক / ১১৮
দীনি ইতিহাসের অভিন্ন মূলনীতি / ১২০
আল্লাহর ছাত্র এবং মানব শিক্ষক / ১২১
কুরআনের শব্দ ও অর্থ উভয়ই সংরক্ষিত / ১২২৪
আল্লাহ তাআলার উদ্দিষ্ট অর্থ সাহাবারাও বুঝতে পারেননি / ১২৭
কুরআনের নিজস্ব পরিভাষা / ১২৮
শিক্ষকের প্রয়োজনীয়তা / ১২৯
কুরআনের অর্থ সংরক্ষণ / ১২৯
কুরআনের অর্থের ব্যাপারে নিজস্ব মতামত প্রদান / ১৩১
হেকমতের তালিম / ১৩২
আত্মশুদ্ধি এবং রাসূল (সা.)-এর প্রশিক্ষণ পদ্ধতি / ১৩৪
সকল আমলে সমতা বিধান / ১৩৭
অন্তরের ব্যাধির চিকিৎসা / ১৩৮
নবীগণের দায়িত্বের বিষয়বস্তু / ১৪০
উম্মতের দায়িত্ব / ১৪২
কিতাব এবং ব্যক্তিসত্তা উভয়ই আবশ্যক / ১৪৪
সাহাবায়ে কেরাম এবং আল্লাহর ওলীগণ কি সত্যের মাপকাঠি / ১৪৬
সাহাবায়ে কেরামের তাকওয়ার পূর্ণতা / ১৪৯
তালিম ও তারবিয়াতের স্তর / ১৫১
সন্তানের তারবিয়াত / ১৫২.............
বয়ান ৪
ইলমী মুজেযা / ১৫৪
কথার গুরুত্বের মাপকাঠি / ১৫৬
নারীদের কথার গুরুত্বহীনতার কারণ / ১৫৮
কথার মাধ্যমেই ব্যক্তিপ্রকৃতির প্রকাশ ঘটে / ১৫৯
চরিত্র মাধুর্যের আবশ্যকতা / ১৬০
রূপ কেন গুরুত্বহীন / ১৬১
কালামুল্লাহর মহামাহাত্ম্য / ১৬৩
মুজেযার স্বরূপ / ১৬৪
পবিত্র কুরআন প্রকৃত অর্থেই আল্লাহর কালাম ও আল্লাহর কিতাব / ১৬৮
কুরআনের এক আশ্চর্য নমুনা / ১৬৯
আয়াতের উদ্দিষ্ট অর্থ আল্লাহ কর্তৃক নির্দিষ্ট / ১৬৯
কুরআনের কুরআন হওয়া হাদীসের উপর নির্ভরশীল / ১৭০
ফিকাহ-এর দলিল / ১৭২
আল্লাহর কালাম কেন বিলীন হবার নয় / ১৭৪
পূর্ববর্তী কিতাবসমূহ বিলীন হলেও
কুরআন বিলীন হবার নয় / ১৭৫
কুরআনের সনদের শুদ্ধতা / ১৭৭
কুরআনের সনদের উপর আপত্তির উত্তর / ১৭৮
কাফেররাও বার্তাবাহকের মিথ্যা বলাকে দোষ মনে করে / ১৮১
তিন বিশ্বস্ততা কালামুল্লাহকে ঘিরে রেখেছে / ১৮২
কুরআনের প্রমাণে রাসূল (সা.)-এর সত্তার মর্যাদা / ১৮২
কুরআনের সনদের উপর নীতিগতভাবেই
কোন আপত্তি করা যায় না / ১৮৫
দলিল-প্রমাণের ভিত্তিতে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি সম্ভব নয় / ১৮৬
হযরত নানুতবী (রহ.)-এর কুরআন হিফয করার ঘটনা / ১৮৮
হযরত মাদানী (রহ.)-এর কুরআন হিফয করার ঘটনা / ১৮৮
অমনোযোগীদের কাছ থেকে কুরআন দূরে চলে যায় / ১৮৯
কুরআন সংরক্ষণের পদ্ধতি / ১৮৯
কুরআন দ্বারা অমুসলিমরাও প্রভাবিত হয় / ১৯০
কুরআনের সংরক্ষকগণ আল্লাহর খলিফা / ১৯১
কুরআন সংরক্ষকগণের উপাধি ও মর্যাদা / ১৯২
কুরআনুল কারীম দীন ও দুনিয়ার উন্নতির সোপান / ১৯৪................
বয়ান : ৫
মূর্খ আরব থেকে সাহাবার মর্যাদা / ১৯৬
নবী-রাসূল প্রেরণের উদ্দেশ্য / ১৯৮
জাহেলী যুগের সংক্ষিপ্ত চিত্র / ২০০
নবী মুহাম্মদ (সা.)-এর আগমনের উদ্দেশ্য / ২০২
পশ্চাৎপদ আরব জাতির উত্থান কিভাবে হল / ২০৩
স্বভাবগত জ্ঞান দ্বারা মানুষের উৎকর্ষতা সাধিত হয় না / ২০৪
প্রাণীদেরও চিকিৎসা-জ্ঞান রয়েছে / ২০৫
একটি সন্দেহের জবাব / ২০৭
রাসূলগণ আনীত ইলম কোনটি / ২০৮
আরব জাতির মধ্যে ইলমে রব্বানীর প্রভাব / ২০৯
আখলাকের পবিত্রতার ভিত্তিতে পবিত্র কাজ সম্পাদিত হয় / ২১৩
সাধ্যমত প্রচেষ্টা করা আবশ্যক / ২১৪
অমুসলিমদের আপত্তি / ২১৬
মুসলমানরাই ইসলামের সর্বনাশের জন্য দায়ী / ২১৭
উন্নতির সোপান / ২১৮
তালিম ও তারবিয়াত লাভের সহজ পদ্ধতি / ২১৯
জাতীয় সমস্যাবলীর সংক্ষিপ্ত সমাধান / ২২০................
বয়ান : ৬
পবিত্র মানব জীবন / ২২২
জীবন একটি পবিত্র আমানত / ২২৪
জীবনের মূল উপাদান / ২২৪
মানব জীবনের প্রথম ধাপ : জৈবিকতা / ২২৫
মানব জীবনের দ্বিতীয় ধাপ : বুদ্ধি ও বিবেক / ২২৭
মানব জীবনে বিবেকের শাসন / ২৩০
মানব জীবনের তৃতীয় ধাপ : ঈমানের শাসন / ২৩১
মানব জীবনের চতুর্থ ধাপ : আধ্যাত্মিক জীবন / ২৪০
মানব জীবনের পঞ্চম ধাপ : ফানাফিল্লাহ / ২৪৫
শেষ কথা / ২৪৮...............
বয়ান : ৭
ইলমের দর্শন / ২৫০
ইলমের অন্বেষণ স্বভাবজাত / ২৫২
ইলম অর্জনের মাধ্যম অঙ্গ-প্রত্যঙ্গ / ২৫৩
আমলের অঙ্গ অপেক্ষা ইলমের অঙ্গ ফযিলতপূর্ণ / ২৫৪
ইলমের মর্যাদা রক্ষা করা / ২৫৫
দুনিয়া অন্বেষণকারীর দুনিয়াও মেলে না : দীন
অন্বেষণকারীর উভয় মিলে / ২৫৬
দুনিয়াবিমুখতা ও তাওয়াক্কুলের মাধ্যমে দুনিয়া অর্জিত হয় / ২৫৮
রিযিকের জিম্মাদারী বান্দার নয় আল্লাহর / ২৬১
ইলমের অমর্যাদা করার দ্বারা ইসলামের সৌভাগ্য
ছিনিয়ে নেয়া হতে পারে / ২৬৩
আমলের অঙ্গ দৌলতের অঙ্গ অপেক্ষা উত্তম / ২৬৪
দৌলতের অঙ্গের হাকীকত / ২৬৪
ইলম আল্লাহর গুণ এবং মাল উদরের গুণ / ২৬৫
আলেমগণ সংশোধন হওয়া ব্যতীত সাধারণ মানুষের
সংশোধন সম্ভব নয় / ২৬৫
তাওয়াক্কুলের মাধ্যমে সবকিছু পাওয়া যায় / ২৬৭
ইলম ও আবদিয়াতের বৈশিষ্ট্য / ২৬৮
আবদিয়াতহীন ইলম ও ইলমহীন আবদিয়াতের ফলাফল / ২৭০
উম্মতে মুহাম্মদীর মধ্যে পূর্ববর্তী উম্মতের অনুসরণের
আগ্রহ ও তার ফল / ২৭১
হকপন্থীদের পরিচয় / ২৭২
অল্প ইলমও আনুগত্যের দ্বারা দ্বিগুণ গ্রহণযোগ্যতা পায় / ২৭২
নৈকট্যশীলগণের সামান্য ত্র“টিও হাজারো
বরকত বয়ে আনে / ২৭৩
ইলমের দ্যুতি হল আদব / ২৭৪
আহলে ইলমের দায়িত্বশীলতা / ২৭৫................
বয়ান : ৮
ওয়াজে ইউসুফী / ২৭৮
হযরত ইউসুফ (আ.)-এর বৈশিষ্ট্য / ২৮০
ইউসুফ (আ.)-এর চারিত্রিক ও শারীরিক সৌন্দর্য / ২৮১
যুলাইখার শেষ প্রচেষ্টা / ২৮১
ইউসুফ (আ.)কে আল্লাহর পক্ষ হতে হেফাযত / ২৮২
ইউসুফ (আ.)কে কেন কারাগারে পাঠান হল / ২৮৪
স্বপ্নের তাবির একটি স্বতন্ত্র শাস্ত্র / ২৮৫
ইউসুফ (আ.)-এর কাছে তাবির জানতে চাওয়ার কারণ / ২৮৫
নবুওয়াতের হেকমত ও তাবলীগের পদ্ধতি / ২৮৬
নিজের পরিচিতি ও পরকাল ভাবনা / ২৮৭
উপদেশ দেয়ার জন্য মনোযোগ আকর্ষণ করা / ২৯০
হযরত ইউসুফ (আ.) কর্তৃক তাওহীদের পাঠদান / ২৯১
খৃষ্টানদের বিশ্বাস প্রতিহত করার একটি মজার ঘটনা / ২৯২
শিরকের সূচনা / ২৯৫
ছবির ব্যাপারে একটি সন্দেহের জবাব / ২৯৭
আল্লাহ কর্তৃক তাওফিক দেয়া প্রসঙ্গে একটি ঘটনা / ২৯৮
অহংকার আমলকে ধ্বংস করে দেয় / ২৯৯
স্বপ্নের তাবির / ৩০০
নসিহত কেমন হওয়া উচিত / ৩০০
নসিহতের সৌন্দর্য / ৩০২
লোক সমাবেশে নসিহতের পদ্ধতি / ৩০৩
নসিহত করা শুধু আলেমগণেরই দায়িত্ব নয় / ৩০৩
🎁 সূ চি প ত্র
খুতুবাতের হাকীমুল ইসলাম -২..............
বয়ান : ১
মাআরিফুল কুরআন / ২৩
কল্যাণের দু’টি ভিত্তি / ২৫
ভিত্তিদ্বয়ের কল্যাণসমূহ / ২৬
আল্লাহ তাআলার ইচ্ছা বান্দার ইচ্ছার অনুগামী / ২৭
আমলের কল্যাণময়তা ও শ্রেষ্ঠত্ব / ২৯
কুরআন মাজিদের হিফাযত / ২৯
কুরআন এবং তার ব্যাখ্যা / ৩১
কুরআনের উদ্দেশ্য এবং আভিধানিক অর্থ / ৩৪
রাসূলুল্লাহ (সা.)কে প্রেরণের উদ্দেশ্যাবলি / ৩৫
উত্তম আদর্শের আবশ্যকতা / ৩৭
কুরআনের সাথে কল্যাণের সম্মিলন / ৩৯
কালামুল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন / ৪০
কুরআনের বাতেন হল জান্নাত / ৪১
তাওরাত এবং হাশরের মাঠ / ৪৩
কুরআনুল কারীম এবং হাশরের ময়দান / ৪৪
আহলে কুরআনের অবস্থা / ৪৬
পবিত্র কুরআনুল কারীমের বরকত / ৪৯
আনন্দ প্রকাশের ক্ষেত্র / ৫২
আনন্দের দ্বিতীয় ক্ষেত্র / ৫২
ওলীর নিদর্শন / ৫৪
আনন্দ অনুষ্ঠান / ৫৫...............
বয়ান : ২
রহমাতুল্লিল আলামীন / ৫৭
নেয়ামতের প্রকারসমূহ / ৫৯
নেয়ামতের মাধ্যমে নয়, মুসিবতের মাধ্যমে ভালবাসার পরীক্ষা / ৬১
সর্বোত্তম নেয়ামত এবং সৃষ্টিজগতের উদ্দেশ্য / ৬৬
মুহাম্মাদ সা.-এর আবদিয়াতকে কেন্দ্র করে বিশ্বজগৎ সৃষ্টি / ৬৮
সকল আম্বিয়া আ.-এর ধর্ম হল ইসলাম / ৭০
দীনের পূর্ণতা একটি স্বতন্ত্র নেয়ামত / ৭২
তাওহীদের পূর্ণতা / ৭৪
শিরকের উপকরণকেও শরীয়তে মুহাম্মাদী ধ্বংস করে দিয়েছে / ৭৫
গুনাহের উপকরণাদিও হারাম / ৮৪
ফরযের আনুষঙ্গিক বিষয়ে সাওয়াব ও প্রতিদান / ৮৭
আল্লাহর পক্ষ হতে উপহার / ৮৯
সর্ববৃহৎ নেয়ামতের মর্যাদা অনুধাবনকারীগণ / ৯১
সর্ববৃহৎ নেয়ামতের অধিকারসমূহ / ৯৬................
বয়ান : ৩
বাইতুল্লাহিল কারিম / ১০১
আমাদের সকলের মূল হল বাইতুল্লাহ / ১০৫
বাইতুল্লাহকে ইবাদতের কেন্দ্র সাব্যস্ত করার হেকমত / ১০৬
বাইতুল্লাহর সীমা / ১০৭
বাইতুল্লাহর উপর আল্লাহর সত্তার নিকটতম তাজাল্লির প্রতিচ্ছবি / ১০৮
আমাদের মৌলিক উপাদান, রূহানিয়াত ও নূরানিয়াতের মূল বাইতুল্লাহ / ১১০
বাইতুল্লাহ জগতের মধ্যস্থিত হওয়ার হেকমত / ১১১
কেন্দ্রের স্থানান্তর / ১১২
বরকত ও হিদায়াতের ঘর / ১১৩
প্রকৃষ্ট নিদর্শন / ১১৪
দৈহিক প্রশান্তির সাথে আধ্যাত্মিক প্রশান্তি / ১১৫
পৃথিবীর মধ্যবর্তী স্থানে রাসূল সা.-এর জন্মগ্রহণের হেকমত / ১১৬
ইসলামী নীতিমালার বিশ্বজনীন স্বীকৃতি / ১১৮
সাহাবায়ে কেরাম ও অমুসলিম সম্প্রদায় / ১১৯
নবুওয়াতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া / ১২০
আন্তর্জাতিক তাবলীগের কেন্দ্র বিশ্বের কেন্দ্রে হওয়া উচিত / ১২২
সিরিয়া হল রাজনীতির কেন্দ্র / ১২৫
মিসর হল সামরিক কেন্দ্র / ১২৬
ইসলামের স্থায়িত্ব তাবলীগের মধ্যেই নিহিত / ১২৭................
বয়ান : ৪
ইবাদাত ও খেলাফত / ১২৯
মানুষের মধ্যে সকল সৃষ্টির নমুনা বিদ্যমান রয়েছে / ১৩২
মানুষের মধ্যে বিশ্বজগতের স্রষ্টার নিদর্শন / ১৩৬
সৃষ্টিজগতের নমুনা হওয়ার কারণে মানুষের করণীয় / ১৪১
আল্লাহর পূর্ণতার নমুনা হিসেবে মানুষের করণীয় / ১৪৫
ঈমানের পূর্ণতার জন্য ইবাদত ও খেলাফত উভয়ই আবশ্যক / ১৪৭
চারিত্রিক শক্তিতেই মানুষ উন্নত হতে পারে / ১৫৩
আল্লাহর কালিমাকে সমুন্নত রাখাই মুসলিম জীবনের উদ্দেশ্য / ১৫৫
ত্যাগের মাধ্যমে পৃথিবীতে মতাদর্শের বিস্তার ঘটে / ১৫৭................
বয়ান : ৫
ইখলাস ফিদ্দীন / ১৬১
সুন্নত অনুযায়ী আমল করার দ্বারা স্বভাবগত কাজও ইবাদতে পরিণত হয় / ১৬৪
ইসলামের প্রতিটি কাজ দুইভাবে ক্রিয়াশীল / ১৬৫
নির্দেশ পালন করাই ইবাদত / ১৬৬
মানব সত্তায় কোন উৎকর্ষতা নেই / ১৬৮
ইসলামের সহজ পথ / ১৬৯
আমল একমাত্র আল্লাহর জন্য হওয়ার ব্যাপারে দু’টি জিনিস আবশ্যক / ১৭০
কেন আল্লাহর ইবাদত করা হবে / ১৭২
গাইরুল্লাহর মধ্যে কার সম্মান করা কর্তব্য / ১৭৫
আমল কবুলের জন্য প্রয়োজন ইখলাস ও নবীর আনুগত্য / ১৭৬
নবীগণের মধ্যে একমাত্র মুহাম্মাদ সা.-এর সীরাতই সংরক্ষিত / ১৭৭
তাওহীদের শক্তি এবং শিরকের অসহায়ত্ব / ১৭৮
মুসলমানগণ বিশ্ব সম্প্রদায়ের সংশোধনের জিম্মাদার / ১৭৯
বান্দাকে স্বীয় ইচ্ছা বিসর্জন দেয়া উচিত / ১৮০
তিলাওয়াতকৃত আয়াত প্রসঙ্গে আলোচনা / ১৮১
নামের এবং কাজের মুসলমান / ১৮১................
বয়ান : ৬
সুহবাতে সালিহ / ১৮৩
ইলমের প্রাচুর্য সত্ত্বেও আমলহীনতার আধিক্য / ১৮৫
পরিবেশের প্রভাব / ১৮৮
বাইরের প্রভাব অন্তরের মধ্যে / ১৮৯
চরিত্র গঠনের ক্ষেত্রে পরিবেশের প্রভাব / ১৯২
কথা ও কাজে সামঞ্জস্যতার প্রভাব / ১৯৩
পরিবেশের প্রভাব রাষ্ট্রীয় আইনেরও ঊর্ধ্বে / ১৯৪
পরকালীন হিসাব-নিকাশের পার্থিব চিত্র / ১৯৭
সংশোধনের পদ্ধতি / ১৯৯
সংশোধনের দৃঢ় সংকল্প / ২০২...............
বয়ান : ৭
মুক্তির পথ / ২০৫
অভ্যন্তরীণ গুণের ভেতর মানুষের মুক্তি নিহিত / ২০৮
সত্তাগত উৎকর্ষতাই মানুষের প্রকৃত উৎকর্ষতা / ২০৯
অন্তর এক আশ্চর্য অপরূপ বস্তু / ২১২
হৃদয়ের দু’টি দরজা রয়েছে / ২১৪
জ্যোতির্ময়তা ও সফলতার মাধ্যম হল ইলম / ২১৫
মূর্খতা পরাজয়ের মাধ্যম / ২১৬
মানবীয় জ্ঞান ও প্রজ্ঞার শক্তি / ২২১
উম্মতে মুহাম্মাদীর নামে হযরত ইবরাহীম আ.-এর পয়গাম / ২২১
বিশ্বর সকল মানুষ স্থপতি / ২২৩
সর্বাধিক শ্রমসাধ্য হল ঈমানী ইলমের অন্বেষণ / ২২৬
শুধু ইলম উপকারী নয় / ২২৭
আন্তরিকতাহীন বড় আমলও গ্রহণযোগ্য নয় / ২২৯
ক্ষুদ্র আমলও ইখলাসের কারণে নাজাতের মাধ্যম হয় / ২৩২
অহংকার ইখলাসকে ধ্বংস করে / ২৩৭
একমাত্র আল্লাহর অনুগ্রহের উপর নাজাত নির্ভরশীল / ২৩৮
রূপক ইবাদত নিয়ে কিভাবে আমরা গর্ব করতে পারি / ২৪১
আল্লাহর কাছে ত্র“টি স্বীকার করাই শোকর / ২৪৩
আধ্যাত্মিক জীবনের চার উপাদান / ২৪৫
মূল বুনিয়াদী জিনিস হল সান্নিধ্য ও সাহচর্য / ২৪৬
সাহচর্য ও সান্নিধ্যের সুফল / ২৪৭
গুনাহ জমা হয়ে যাওয়া অত্যন্ত ক্ষতিকর / ২৪৯
মৃত্যুর নির্ধারিত সময় কারো জানা নেই / ২৫০
উপদেশ গ্রহণের ক্ষেত্র / ২৫২
পরকালীন জীবিকাও সংগ্রহ করা উচিত / ২৫৩
মুসলমানদেরকে চিন্তাশীল করে সৃষ্টি করা হয়েছে / ২৫৪
পরকাল চিন্তাকে শাণিত করা আবশ্যক / ২৫৫................
বয়ান : ৮
মধ্যম পথ / ২৫৭
শানে নুযুল / ২৬১
খ্রিস্ট আকীদা-বিশ্বাসের অসারতা প্রমাণ / ২৬১
আয়াত দুই প্রকারের / ২৬২
আল্লাহর গুণাবলি সম্পর্কীয় মুতাশাবিহ-এর হুকুম / ২৬৩
নবী আ.গণের ব্যাপারে মুতাশাবিহ নস-এর হুকুম / ২৬৮
সাহাবায়ে কেরাম সম্পর্কে মুতাশাবিহ শব্দের হুকুম / ২৬৮
আল্লাহর ওলীগণের কথাবার্তা সম্পর্কে আহলে হকের নীতি / ২৭০
হযরত নিজামী রহ.-এর একটি বিস্ময়কর ঘটনা / ২৭১
আল্লাহওয়ালাগণ দুই ধরনের / ২৭২
দীনের পথে অবিচলদের অবস্থা / ২৭৩
শুধু কুরআনের হরফই যথেষ্ট নয় / ২৭৫
শুধু বুদ্ধির মাধ্যম দীন বুঝতে চাওয়ার পরিণাম / ২৭৬
সঠিক দীন বোঝার জন্য ব্যক্তিরও প্রয়োজনীয়তা রয়েছে / ২৭৭
মানুষ দুই প্রকার / ২৭৯...............
বয়ান : ৯
জীবনের উদ্দেশ্য / ২৮৩
মানবীয় সফরের সুচনা ও সমাপ্তি / ২৮৬
আলমে বরযাখের অবস্থা / ২৮৯
জীবনের তাৎপর্য / ২৯৩
পানাহারই কি জীবনের উদ্দেশ্য / ২৯৪
রূহানী শক্তির বিস্ময়কর অবস্থা / ২৯৯
জীবনের উদ্দেশ্য কি সম্মান ও ক্ষমতা লাভ / ৩০৩
কুরআনের আলোকে জীবনের উদ্দেশ্য / ৩০৫
চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী উদ্দেশ্য / ৩০৬
পার্থিব জীবনের প্রাণ / ৩১০
একটি সন্দেহের অবসান / ৩১২
দ্বিতীয় সন্দেহের অবসান / ৩১৬
আল্লাহর ইবাদত কেন মানব জীবনের উদ্দেশ্য / ৩১৮
মানুষ শুধু আল্লাহর কাজের জন্য / ৩১৯
বিবেকের মানদণ্ডে আল্লাহর ইবাদতের আবশ্যকতা / ৩২০
ইবাদত ও আনুগত্যের ব্যাপকতা / ৩২২
ইসলাম পার্থিব কাজকর্ম থেকে বিরত রাখতে আসেনি / ৩২৪
আল্লাহ ও বান্দার মধ্যে চুক্তি / ৩২৬.................
বয়ান : ১০
মৃত্যু দর্শন / ৩২৯
বিশ্বের স্থায়িত্ব আধ্যাত্মিকতার স্থায়িত্বের দ্বারা সম্ভব / ৩৩২
প্রতিটি বস্তু তাসবীহ পাঠ করছে / ৩৩৩
নামায ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয় / ৩৩৫
নামাযের মাধ্যমে আল্লাহর দীদারের যোগ্যতা লাভ / ৩৩৬
আল্লাহর রূহ প্রত্যেক জিনিসে বিদ্যমান / ৩৩৬
মুসলিম জাতির সকল পেরেশানীর সমাধান / ৩৩৭
ইসলামী রূহ বেরিয়ে যাওয়ার ফল / ৩৩৮
বিশ্বের রূহ আল্লাহ তাআলার যিকির / ৩৩৮
রূহের বাহ্যিক কেন্দ্র / ৩৩৯
মৃত্যু-দর্শন ও উলামায়ে রব্বানীর শান / ৩৪০
আল্লাহ ও ফেরেশতাদের মধ্যকার কথোপকথন / ৩৪১
মৃত্যু একটি পার্থিব উপহার / ৩৪২
মৃত্যুর আকাক্সক্ষা করা ওলী হওয়ার লক্ষণ / ৩৪৩
একটি ছাত্রসুলভ সন্দেহ / ৩৪৪
মৃত্যু তরুণদের প্রতিভা বিকাশের মাধ্যম / ৩৪৫
মৃত্যু ইসলাহ ও তারবিয়াতের সংস্কার সাধনের মাধ্যম / ৩৪৬
যুগের চাহিদা অনুযায়ী সমসাময়িক আলেমগণ ইসলামকে উপস্থাপন করেছেন / ৩৪৬
কাফেরদের আকাক্সক্ষা / ৩৪৭
আল্লাহ বিমুখতার ভয়াবহ প্রভাব / ৩৪৮
মৃতের প্রতি হা-হুতাশ ব্যক্ত করা / ৩৫০
‘ইন্না লিল্লাহ’ আয়াতে সার্বিক সবরের শিক্ষা রয়েছে / ৩৫১
মুমিন ও কাফেরের মৃত্যুর তুলনা / ৩৫২
মুসলমান হিসেবে শরীয়তে বর্ণিত আদব গ্রহণ করুন / ৩৫৩................
বয়ান : ১১
ইসলামে পরকাল ভাবনা / ৩৫৫
পরকাল সম্পর্কে ইসলাম ও অন্যান্য ধর্মের মতপার্থক্য / ৩৫৮
পার্থিব কাজের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি / ৩৬১
ঈমানী আমলের সুগন্ধি / ৩৬৩
আল্লাহর দরবারে সর্বপ্রথম উপস্থিতি / ৩৬৪
আল্লাহর ব্যাপক বিস্তৃত মাগফিরাত / ৩৬৪
তওবার পথ যেন ছেড়ে দেয়া না হয় / ৩৬৫
তাওবার শক্তি / ৩৬৭.................
বয়ান : ১২
জুমার দিনের ফযিলত / ৩৬৯
একটি হাদীস / ৩৭২
ময়দানে মাযিদ / ৩৭২
ময়দানে মাযিদে জান্নাতবাসির উপস্থিতি / ৩৭৪
ময়দানে মাযিদে আলেমগণের মুখাপেক্ষিতা / ৩৭৬
পৃথিবীতে ময়দানে মাযিদের দৃষ্টান্ত / ৩৭৮
সাধারণ খুৎবার চেয়ে জুমার খুৎবার আদব অধিক / ৩৭৯
আল্লাহ তাআলার নির্বাচন / ৩৮০
জান্নাতের মওসুম / ৩৮২
সাইয়েদুল আইয়াম / ৩৮৩
জুমার মধ্যে একত্রিকরণ ও পরিপূর্ণতার শান / ৩৮৫
বর্তমানে সব মানুষ জাহান্নামে রয়েছেÑ এ থেকে উত্তোরণের পদ্ধতি / ৩৮৭
জুমা হল পরীক্ষার দিন / ৩৮৮
উমর ফারুক রা.-এর সাথে হক ঘুরতে থাকে / ৩৮৯
সমগ্র উম্মতের মধ্যে নবুওয়াতের চেতনা বিদ্যমান / ৩৮৯
উম্মতে মুহাম্মাদীর উদাহরণ / ৩৯০
উলামায়ে উম্মতে মুহাম্মাদীর খেদমত / ৩৯১
বিশ্বের আলোকোজ্জ্বল সূর্যের আগমন / ৩৯২
একই জ্যোতির বিভিন্ন রূপ / ৩৯৪
এ উম্মত হতে হক ও সত্য কখনো বিছিন্ন হবে না / ৩৯৫
হযরত শায়খুল হিন্দ রহ.-এর সোনালী উপদেশ / ৩৯৬
সুধারণা পোষণ করার প্রয়োজনীয়তা / ৩৯৭
সকল জায়গা থেকে মানুষ ভালটুকু গ্রহণ করে / ৩৯৮
সমগ্র উম্মতের মধ্যে কিভাবে কল্যাণ প্রকাশ পেতে পারে / ৪০১
সমষ্টিগতভাবে উম্মতও মাসুম / ৪০২
সর্বদা যেন আল্লাহর ধ্যান থাকে / ৪০৩
ইসলামে দুনিয়া বর্জনের অর্থ / ৪০৪
জুমার শিক্ষা / ৪০৫..................
বয়ান : ১৩
সুন্নাতে খলীল / ৪০৭
তিনটি প্রাকৃতিক মূলনীতি / ৪১০
শরীয়তের মূলনীতিত্রয় / ৪১২
নফসের প্রিয় বস্তুর কুরবানী / ৪১৩
কুরবানীর রূহ এবং সংশয়ের অবসান / ৪১৫
কুরবানীর তাৎপর্য / ৪১৯
কুরবানী ও সদকার মধ্যে পার্থক্য / ৪২০
কুরবানী বিরোধীদের প্রতিউত্তরÑ এক / ৪২১
কুরবানী বিরোধীদের প্রতিউত্তরÑ দুই / ৪২২
কুরবানী সংক্রান্ত বিষয়াবলির প্রতি আলোকপাত / ৪২৫..................
বয়ান : ১৪
বিবাহের হাকিকত / ৪২৯
বাস্তব অবস্থাসমূহ / ৪৩২
জান্নাত ও জাহান্নামের সমন্বয়ে পৃথিবী গঠিত / ৪৩২
অদৃশ্য জগতে ভাল-মন্দের সিলসিলা / ৪৩৩
শয়তানের প্রেরণায় কৃত নেকীও সঠিক নয় / ৪৩৬
পৃথিবীতে কল্যাণ ও অকল্যাণের দু’টি ধারা / ৪৩৮
কল্যাণ ও অকল্যাণÑ এ উভয় সিলসিলার কাজ / ৪৪০
মানবজাতিকে একত্রিত করণের সর্ববৃহৎ সিলসিলা / ৪৪১
নারীগণের মাধ্যমে গোত্রে গোত্রে ভালবাসা প্রতিষ্ঠিত হয় / ৪৪৩
বিবাহের লক্ষ্য ও উদ্দেশ্য / ৪৪৫
বিবাহ আল্লাহর কুদরতের নিদর্শন / ৪৪৬
পারিবারিক জীবনে সান্ত্বনা লাভের রহস্য / ৪৪৮
উত্তম স্ত্রী মানুষের সৌভাগ্যের লক্ষণ / ৪৫১
স্ত্রী নির্বাচনের মাপকাঠি / ৪৫২
স্বামী-স্ত্রীর মধ্যকার কলহ মহাফিৎনার পূর্বাভাষ / ৪৫৪
স্বামীর চরম আনুগত্য স্ত্রীর উপর ওয়াজিব / ৪৫৬
স্বল্প ব্যয়ের বিয়েতে বরকত দেয়া হয় বেশি / ৪৫৮
লেনদেনের মধ্যে বিবাহ সর্বাধিক সহজ বিষয় / ৪৬০
বিয়েতে নগণ্য দু’টি খরচ রয়েছে / ৪৬২
বিয়েতে অত্যধিক ব্যয়ের পরিণতি / ৪৬২
বিবাহের শুভফল কখন প্রকাশ পায় / ৪৬৩
বিবাহের আহকাম / ৪৬৫
স্বামীর অমর্যাদা করার পরিণাম / ৪৬৬
মহিলারা যেন পুরুষদেরকে পরিচালনা না করে / ৪৬৯
স্ত্রীর উপর স্বামী কিভাবে দয়াশীল হতে পারে / ৪৭২
স্ত্রীর অবাধ্যতার প্রতি শাসনের স্তরসমূহ / ৪৭৩
প্রয়োজনে তালাক প্রদানের পদ্ধতি / ৪৭৬
যারা আল্লাহ প্রদত্ত জোড়কে টিকিয়ে রাখেন তারাই নেককার / ৪৭৭
মোবারকবাদ / ৪৭৯
কিতাবটি ঘরে বসে দ্রুততম সময়ে পেতে মেসেজ করুন ইনবক্সে অথবা ফোন করুন ০১৭১৪৬৩৮৫৮০, ০২-৪৭১১০৭৪৯

Address

৪৩ ইসলামী টাওয়ার, ১১/১ বাংলাবাজার
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when বইঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category