Akhi Shafins Reflection

  • Home
  • Akhi Shafins Reflection

Akhi Shafins Reflection Assalamu Alaikum. This is Akhi & Shafin.Welcome to our couple blogging page.Follow & support us.

13/05/2025

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে রোজা মনিকে। মেয়ের এ বীভৎস অবস্থা দেখে ঘটনাস্থলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মা টা।

একটা বাচ্চা মেয়ে, ৫ বছর বয়স মাত্র। যৌনতার কিছুই বুঝেনি এখনো। হাড়ি পাতিল নিয়ে খেলার বয়স তার। সেও শিকার হলো হায়নাদের।

দেশের বিচার ব্যবস্থা এতটাই ঠুনকো যে ধ*র্ষণের এ বিচার পাবে কি-না তা নিয়েও দুঃখিনী মায়ের মনে সন্দেহ।

অথচ আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত করে ফেলে। বুঝাতে চায় দেশে উন্নয়ন হবে, ব্রীজ হবে।

দয়া করে এ বুলি বাদ দিন। দরকার হলে দুইটা ব্রীজ কম হোক, তবুও আর দুইটা বাচ্চা মেয়ে ধ*র্ষণ না হোক, লাঞ্চিত না হোক।

জনগণ হাজার কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি নিশ্চিন্তে বাঁচতে চায়, নিরাপত্তা চায়।

মিথ্যা বুলি না আওড়িয়ে নিরাপত্তা জোরদার করুন যাতে আর একটা মাও তার ধ*র্ষিত মেয়ের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান না হয়।

বিচার ব্যবস্থা কঠোর করুন যাতে আর কোন মাকে ধ*র্ষিত মেয়ের লা*শের পাশে বসে অসহায়ভকবে জিজ্ঞেস করতে না হয়- আমার বাচ্চা মেয়েটার ধ*র্ষণের বিচার কি পাব.?

লেখা- Ibrahim Khalil Shawon

#দ্রুতবিচারচাই



বাচ্চাদের লুকিয়ে যখন আইস্ক্রিম খেতে হয়😁ধন্যবাদ স্বামীজান😊❤️🥀Shaimum Hasan Shafin  ゚viralシfypシ゚viralシalシ
13/05/2025

বাচ্চাদের লুকিয়ে যখন আইস্ক্রিম খেতে হয়😁

ধন্যবাদ স্বামীজান😊❤️🥀

Shaimum Hasan Shafin

゚viralシfypシ゚viralシalシ


Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shaimum Hasan Shafin, Raisa Islam, Md Sa...
13/05/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shaimum Hasan Shafin, Raisa Islam, Md Sabbir, Sunaira Suhaira

শুভ সন্ধ্যা ❤️ ゚viralシfypシ゚viralシalシ
13/05/2025

শুভ সন্ধ্যা ❤️

゚viralシfypシ゚viralシalシ






স্বামীকে বশ করে রাখার টোটকা!দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা, অনু...
12/05/2025

স্বামীকে বশ করে রাখার টোটকা!

দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা, অনুভূতি এবং একে অপরকে বোঝার সূক্ষ্ম সেতুবন্ধনে। একজন পুরুষ সারাজীবন খুঁজে ফেরে এমন এক সঙ্গিনীকে, যার কাছে সে কেবল স্বস্তি ও নিরাপত্তাই পাবে না—পাবে ভালোবাসার প্রশ্রয়, স্বপ্নের আশ্রয়। যাঁর ভালোবাসার আঁচল ধরেই সে পাড়ি দেবে জীবনের ক্লান্তিকর সব পথ।

পুরুষদের মানসিক গঠন অনুযায়ী ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো—শারীরিক ঘনিষ্ঠতা। অনেক সময় তারা চায়, তাদের প্রিয়তমাও যেন ভালোবাসার এই সংজ্ঞাটিকে নিজের অন্তরে ধারণ করে নেয়—ভালবাসার প্রকাশ যেন শুধু মুখের ভাষায় নয়, হৃদয়ের অনুভব ও স্পর্শে হয়ে ওঠে জীবন্ত।

তাই স্বামীর মন জয় করতে চাইলে স্ত্রীদের জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন:

১. আবেদনময়ী উপস্থিতি:
পুরুষেরা সাধারণত তাদের স্ত্রীর মাঝে আকর্ষণীয়তা খোঁজে। স্নিগ্ধতা, রুচিশীলতা আর হালকা উষ্ণতার মিশেলে গড়া নারীর উপস্থিতি তাদের মনে দাগ কাটে গভীরভাবে।

২. উৎসুক মনোভাব:
স্বামী-স্ত্রীর সম্পর্ক কেবল দৈনন্দিন কথোপকথনের মধ্যে নয়, বরং একে অপরের প্রতি আগ্রহ, যত্ন ও উচ্ছ্বাসের মধ্যেও গড়ে ওঠে। স্বামী চায় তার স্ত্রী যেন তাকে নিয়ে আগ্রহী থাকে—তার কথা, কাজ, ভাবনা এবং স্বপ্নে।

৩. ব্যক্তিগত মুহূর্তের যত্ন:
একান্তে সময় কাটানোর সময় উদ্দীপনামূলক, সুন্দর ও স্বামীর প্রিয় পোশাক পরা অনেক সময় সম্পর্ককে রাঙিয়ে তোলে। গবেষণায় দেখা গেছে, লাল রঙের পোশাক অনেক বেশি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মনে হয় পুরুষদের কাছে।
(Journal of Experimental Psychology: General, পৃষ্ঠা ৩৯৯–৪০১)

৪. অন্তরঙ্গতা ও সচেতনতা:
বিশেষ কিছু অন্তর্বাস, সুগন্ধি বা কোমল আচরণ—এসব ছোট ছোট জিনিসও গভীর প্রভাব ফেলতে পারে স্বামীর মনে। কিন্তু তা যেন হয় ভালোবাসা ও আন্তরিকতার ছায়াতলে, কৃত্রিমতা বা অতিরিক্ত প্রদর্শনের বাইরে।

৫. সম্পর্কের যত্ন ও পুণর্গঠন:
বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই পারিবারিক চাপ, সন্তান, কাজের ব্যস্ততা ইত্যাদিতে দাম্পত্য সম্পর্কের কোমল রংগুলো ফিকে হয়ে যেতে পারে। এ সময় স্ত্রীর উচিত নিজে থেকে আগ্রহ দেখানো, ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা এবং স্বামীকে তার প্রাপ্য মানসিক ও শারীরিক ভালোবাসা দেওয়া।

৬. সম্মান ও প্রশংসার অভ্যাস গড়ে তোলা:

পুরুষেরা চায় তাদের স্ত্রী যেন তাকে শ্রদ্ধা করে। সে যদি ছোটখাটো কিছু অর্জন করে বা কোনো দায়িত্ব পালন করে, তাহলে তা আন্তরিকভাবে স্বীকৃতি দেওয়া—তার আত্মবিশ্বাস বাড়ায় এবং স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর করে।

→ যেমন: “তুমি না থাকলে আমার কী যে হতো!” — এমন একটা লাইন পুরুষের হৃদয়ে দিনের পর দিন গেঁথে থাকে।

---

৭. অভিযোগ নয়, বোঝানোর কৌশল:

দিনশেষে ক্লান্ত এক স্বামী যদি বাসায় ফিরে শুধু অভিযোগই শোনে, তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। তাই অভিযোগ না করে মধুরভাবে বোঝানো, অনুভবকে ভাগ করে নেওয়া সম্পর্ককে সুন্দর রাখে।

→ যেমন: “তুমি একটু বেশি সময় দিলে আমার দিনটা আরও ভালো কাটে।” — এভাবে বলা অনেক বেশি প্রভাব ফেলবে।

---

৮. তার 'ছোট ছেলে'টা খেয়াল রাখো:

প্রত্যেক পুরুষের মাঝেই একটা ছোট, আবেগী 'ছেলেসুলভ মন' লুকিয়ে থাকে। তার পছন্দের রান্না করে দেওয়া, হঠাৎ একটা ছোট গিফট দেওয়া বা খেয়াল করে জিজ্ঞেস করা—"আজ তোমার মনটা কেমন?"—এই সহজ জিনিসগুলোও তাকে স্ত্রীর প্রতি গভীরভাবে টেনে রাখে।

---

৯. দ্বীনি সম্পর্কের ভিত শক্ত করা:

যদি স্বামী-স্ত্রী একসাথে নামাজ পড়ে, দোয়া করে, কুরআন বা হাদীসের কথা শোনে—তাহলে তাদের মধ্যে আত্মিক সংযোগ আরও দৃঢ় হয়। এই সংযোগ অনেক বড় "স্পিরিচুয়াল বন্ড" তৈরি করে, যা চেহারা বা শরীরের চেয়ে অনেক গভীর।

---

১০. নিজের মানসিক প্রশান্তি বজায় রাখা:

স্ত্রী যদি নিজের ভিতরেই অশান্ত থাকেন, নিজের যত্ন না নেন—তাহলে সে চাইলেও পুরোপুরি ভালোবাসা দিতে পারে না। তাই আত্মসচেতন থাকা, নিজের মনের যত্ন নেওয়াও স্বামীকে ভালোবাসায় বেঁধে রাখার এক অনন্য টোটকা।

---

শেষ কথা

স্বামীকে ভালোবাসায় বেঁধে রাখা কোনো জাদুবিদ্যার টোটকা নয়, বরং এটি হলো সচেতনতা, অনুভব আর পরস্পরের চাহিদা বুঝে নেওয়ার এক চিরন্তন প্রক্রিয়া। একজন নারী যখন ভালোবাসা, সৌন্দর্য, লজ্জাশীলতা আর বুদ্ধিমত্তার এক মোহন রূপে ধরা দেন, তখন তিনি হয়ে ওঠেন তাঁর স্বামীর চোখে অমূল্য এক ধন।

゚viralシfypシ゚viralシalシ

"With you, every day feels like an adventure, and every moment feels like home." Mention your Love ❤️                   ...
12/05/2025

"With you, every day feels like an adventure, and every moment feels like home."

Mention your Love ❤️

゚viralシfypシ゚viralシalシ

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Gaffar, Mohammod Abdul Jabed, Md Shohidul Islam, So...
10/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Gaffar, Mohammod Abdul Jabed, Md Shohidul Islam, Sohel Hossain Opurbo, Md J Hussain Hussain, Md Arman Khan, Jbeth Rubi Rivero, Shahriar Badhon, Md Ekboll, Arif Al Marefi, Jaguar Vlo Ger, Shouid Mia, MdAlihasan NaimIslam, ইশকন মোদী, Md Nur Hossain Sagor

10/05/2025

আমার স্বামীর প্রতি আমার ল য়া লি টি দেখে এখন তারাও লজ্জা পায়,যারা গ লা বা জি করে নিজের খেয়ে আমার গান গায়তো মানে ব দ না ম করতো
লে বিনা বেতনের গো লা ম গুলি 🌹🌹🌹

゚viralシfypシ゚viralシalシ




#নীতিবাক্য

05/05/2025

"পায়ের তলার মাটি শক্ত হলে কাধে হাত রাখার মানুষের অভাব হয় না" 🥰

゚viralシfypシ゚viralシalシ


03/05/2025

আসসালামু আলাইকুম ☺️

শুভ সকাল 🌅




Address

Mirpur-1,Dhaka

1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Shafins Reflection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share