09/07/2025
আমরা বলি এটার অভাব, ঐটার অভাব, টাকা নাই, শান্তি নাই!
আসলে আল্লাহ আমাদের সবই দিয়েছেন, তারপরও কিছু মানুষ শান্তিতে নাই! কারন আমাদের যা আছে তা নিয়ে আমরা খুশি না! আমরা অন্যেরটা দেখে জ্বলি, আফসোস করি! আর সমস্যাটা ঐখানেই!
রিজিকের মালিক যে আল্লাহ আমরা প্রায়ই ভুলে যাই. প্রকৃত সুখ পেতে চাইলে কিচ্ছু না! ভালো একটা মনমানসিকতার প্রয়োজন. সবাই চাহিদাটা একটু কন্ট্রোল করি, মনটাকে সুন্দর করি, দেখবেন যেই অবস্থানেই থাকি না কেন, মনে অনেক শান্তি আসবে ইনশাআল্লাহ 🤲🏼