কবিতা - Kobita

কবিতা - Kobita বাংলা সাহিত্যের রুপ-রস

"নীরব প্রান্তরের বুক চিরে নেমে এলো জলধারার গীত; খড়ের ছাউনিতে প্রকৃতির নৃত্য, সবুজের ক্যানভাসে এক অমলিন একাকীত্ব।"
18/04/2025

"নীরব প্রান্তরের বুক চিরে নেমে এলো জলধারার গীত; খড়ের ছাউনিতে প্রকৃতির নৃত্য, সবুজের ক্যানভাসে এক অমলিন একাকীত্ব।"

ক্লান্ত প্রকৃতির বুকে একরাশ সজীবতা।
16/04/2025

ক্লান্ত প্রকৃতির বুকে একরাশ সজীবতা।

কাঠগোলাপের সৌরভ হালকা কিন্তু গভীর—এক ধরনের নির্মলতা এনে দেয় পরিবেশে। এই ফুল সাধারণত সকালে ফোটে ও দিনের আলোয় আরও বেশি উ...
21/03/2025

কাঠগোলাপের সৌরভ হালকা কিন্তু গভীর—এক ধরনের নির্মলতা এনে দেয় পরিবেশে। এই ফুল সাধারণত সকালে ফোটে ও দিনের আলোয় আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। অনেক সংস্কৃতিতে কাঠগোলাপকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং উপাসনালয়ে ব্যবহার করা হয় পূজার ফুল হিসেবে। আবার কিছু দেশে এটি প্রেম, বন্ধুত্ব এবং শান্তির প্রতীক। কাঠগোলাপ গাছের কাঠ যেমন মজবুত, তেমনি এর ফুল নরম ও কোমল—এই দ্বৈততা প্রকৃতির অনন্য ভারসাম্যের প্রতিফলন। বর্ষায় অথবা গ্রীষ্মের তাপে, এই ফুল সবসময় এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি এনে দেয়। শহরের কোলাহলেও যদি কোথাও কাঠগোলাপ ফুটে থাকে, সেখানে যেন প্রকৃতির এক টুকরো ছোঁয়া মেলে। এই ফুল শুধু একটি গাছের অঙ্গ নয়, বরং আমাদের আবেগ ও নান্দনিক অনুভূতির এক অপূর্ব বাহক।

"নিসঙ্গতা মানেই একাকীত্ব নয়, বরং নিজেকে জানার এক অপার সুযোগ। যখন প্রকৃতি কথা বলে, বাতাস আলতো করে ছুঁয়ে যায়, আর হৃদয় ...
17/03/2025

"নিসঙ্গতা মানেই একাকীত্ব নয়, বরং নিজেকে জানার এক অপার সুযোগ। যখন প্রকৃতি কথা বলে, বাতাস আলতো করে ছুঁয়ে যায়, আর হৃদয় মুক্তির স্বাদ পায়—তখন নিসঙ্গতাও আনন্দদায়ক হয়ে ওঠে। নিজের সঙ্গে সময় কাটানো মানেই আত্মার এক নতুন জগতে প্রবেশ।"

https://chithi.me/Kobitabdমন খুলে লিখুন এখানে.....
25/11/2024

https://chithi.me/Kobitabd
মন খুলে লিখুন এখানে.....

Let's go back a few decades and send @{data.user .username} anonymous messages with handwritten styles!

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেস্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি!
26/09/2024

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি!

এই পানি লাগবে কারো পানি?ভাই পানি, পানি???
02/08/2024

এই পানি লাগবে কারো পানি?
ভাই পানি, পানি???

পানি লাগবে পানি !মীর মুগ্ধ ❤
02/08/2024

পানি লাগবে পানি !
মীর মুগ্ধ ❤

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটারে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। অনেক চেষ্টা করছি বিদেশ নিয়ে যাইতে; কিন্তু ও যায় নাই...
02/08/2024

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটারে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। অনেক চেষ্টা করছি বিদেশ নিয়ে যাইতে; কিন্তু ও যায় নাই।

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যতএ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার ✊🏼
02/08/2024

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার ✊🏼

তুমি, আমি, বৃষ্টি বিলাস, আর সাথে চা 😊💜
04/07/2024

তুমি, আমি, বৃষ্টি বিলাস, আর সাথে চা 😊💜

ভাঙ্গা আর ভুলে ভরা হৃদয় আবার জেগে উঠুক ফুল হয়ে!ল
27/06/2024

ভাঙ্গা আর ভুলে ভরা হৃদয় আবার জেগে উঠুক ফুল হয়ে!ল

Address

Dhaka

Telephone

+8801736770036

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Kobita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Kobita:

Share

Category