Md Shimon Mia

Md Shimon Mia লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, (সা:)

"আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই,
হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল।"
(9)

14/08/2025

Good Morning

13/08/2025

সকাল থেকে বৃষ্টির হচ্ছে।
কারকার এলাকায় বৃষ্টি হচ্ছে
কমেন্ট বলে জাও

28/07/2025

রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…
এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।
গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

শহর জীবন গুলো অনেক ব্যস্তময় এবং অনিরাপদজনক। যতটুকু সচেতন থাকা যায় সেটাই মঙ্গল।

25/07/2025

বন্ধু ছাড়া আনন্দের মুহূর্তও অপূর্ণ লাগে।

23/07/2025

রাত 3.00 থেকে প্রচুর প্ররিমাণ বৃষ্টি হচ্ছে
কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট বলে জাবে

23/07/2025

রং ঢং ভালো লাগে না
তাই প্রেম টেম করি না

22/07/2025

এই জুলাই মাস টা Student দের জন্য অভিশপ্ত..! 🥺😔

21/07/2025

দেহ ব্যবসায়ী নারীর চেয়ে

মন ব্যবসায়ী নারী অনেক ভয়ংকর।

19/07/2025

🥰🥰🥰

19/07/2025

সময় সাথে সাথে মানুষ
বদলে যায়

19/07/2025

আলহামদুলিল্লাহ্

19/07/2025

বিসমিল্লাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Shimon Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share