13/07/2025
🕋 আশিক জ্বীনে আক্রান্ত এক আলেম ভাই 🕋
আলহামদুলিল্লাহ।
আজকে এক আশ্চর্যজনক কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি।
এক ভাই আসলেন রুকইয়ার জন্য। তিনি একজন মাদ্রাসার শিক্ষক।
খুবই আমলী মানুষ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত – সবই ছিলো তার জীবনের অংশ। কিন্তু কিছুদিন ধরে হঠাৎই তার আমল-ইবাদত কমে গেছে। নামাজে মন বসে না, কুরআন খুলতে ইচ্ছে হয় না। শরীরে অলসতা, মাথায় চাপ, বুক ধড়ফড়, কখনো ভয়, কখনো কান্না।
🌑 সমস্যার মূল কারণ কী ছিলো?
রুকইয়া সেশন চলাকালীন দেখা গেলো, তার ওপর আশিক জ্বীনের প্রভাব।
জ্বীন তাকে ভুলিয়ে রাখতো, আলসিয়ে দিতো, আমল থেকে দূরে রাখতো।
সাথে এক অদৃশ্য ভয়, একাকীত্ব, বিষণ্ণতা – সবমিলিয়ে মানসিক ও শারীরিকভাবে সে খুবই বিপর্যস্ত ছিলো।
📚 কে এই ভাই?
তিনি একজন হাফেজ ও আলেম। মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ছাত্রদের পড়ান, কিন্তু নিজের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিদিন।
কিছুতেই এই অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলেন না।
আর্থিক অবস্থাও ভালো না। মাস শেষে বেতন পেলেই সংসার চলে। চিকিৎসা করার মতো সামর্থ্য নেই।
তবুও আল্লাহর উপর ভরসা করে চলে এসেছিলেন রুকইয়া নিতে।
💧 আমি কী করলাম?
আমি সিদ্ধান্ত নিলাম, এই চিকিৎসা তার থেকে কোনো অর্থ নেবো না।
কারণ, সে আল্লাহর পথে কাজ করছে।
তার জন্য এই সেবাই আমার পক্ষ থেকে সদকা।
তাকে রুকইয়া সেশন করিয়ে দিলাম সম্পূর্ণ ফ্রি।
আলহামদুলিল্লাহ, রুকইয়া চলাকালে তার শরীরে তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল।
শরীর কাঁপছিল, ঘামছিল। সেশন শেষে হালকা অনুভব করলো। ইনশাআল্লাহ, পরবর্তী সেশনগুলো এবং নিয়মিত আমল করার মাধ্যমে সে পুরোপুরি মুক্ত হবে, এই বিশ্বাস রাখি।
🤲 আপনাদের কাছে অনুরোধ
এই ধরনের রোগীদের জন্য দয়া করে নিয়মিত দোআ করবেন।
আশিক জ্বীন, যাদু, হাছাদ, নজর – এসব সত্য।
কিন্তু আল্লাহর ইলম, কুরআনের শিফা, এবং রুকইয়ার মাধ্যমে এসবের চিকিৎসা হয়।
কখনো হতাশ হবেন না।
আল্লাহই শিফাদাতা।
📝 যদি আপনার বা আপনার পরিচিত কারো এমন সমস্যা থাকে, তবে দয়া করে দেরি করবেন না। কুরআন ও সুন্নাহর পদ্ধতিতে রুকইয়া নিন।
> وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ “আমি যখন অসুস্থ হই, তিনিই আমাকে আরোগ্য দেন।” (সূরা আশ-শো’আরা: ৮০)
📞 [যোগাযোগ ও বিস্তারিত রুকইয়া গাইডলাইন পেতে ইনবক্স করুন]
🔮 Raqi Ibne Fulan
🕌 লোকেশন: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
📞 যোগাযোগ: +880 1576-772500
📌 ফেসবুক পেজ: JinnXit – Ruqyah & Healing
🎥 ইউটিউব চ্যানেল: JinnXit Official
💠 সেবা: কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়া চিকিৎসা | জ্বীন, যাদু, আশিক জ্বীন, নজর ইত্যাদি সমস্যা সমাধান।
🤲 দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং শিফা দান করেন।