Raqi Ibne Fulan

Raqi Ibne Fulan জ্বীন,যাদু,বদনজর এবং প্যারানরমাল সমস্যার চিকিৎসা করা হয়।
সিরিয়াল নিতে যোগাযোগ করুন।
https://wa.me/8801576772500

29/07/2025

খবিস জ্বীনে আক্রান্ত রোগীর রুকইয়া চলছে।

তুচ্ছ বিষয় নিয়ে মানুষ কুফরের আশ্রয় নেয় এবং অন্যের জীবন নষ্ট করে।
29/07/2025

তুচ্ছ বিষয় নিয়ে মানুষ কুফরের আশ্রয় নেয় এবং অন্যের জীবন নষ্ট করে।

29/07/2025

❌ কুফরি দিয়ে সংসার ধ্বংস করার ভয়াবহ পরিণতি ❌

একটি সুখের সংসার... ধীরে ধীরে ভেঙে পড়ছে।
একসময় যারা একে অপরের জন্য জীবন দিতে পারত, আজ তারা শত্রু!
কারণ কী?
🧿 হিংসা!
🧿 বদনজর!
🧿 কুফরি যাদু!

আজকাল তুচ্ছ কারণে মানুষ কুফরের আশ্রয় নিচ্ছে।
কেউ চায় প্রাক্তন প্রেমিকের ক্ষতি করতে,
কেউবা নিজের ভাইয়ের সংসার ভাঙতে —
তাদের হাতিয়ার একটাই: জাদু।

❗️ কিন্তু তারা জানে না, এই যাদু দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পায়,
কিন্তু আসলে ধ্বংস হয় আক্রান্ত ব্যক্তির জীবন।
মানসিক বিপর্যয়, অশান্তি, অশুভ শক্তির আধিপত্য — সবকিছু গ্রাস করে নেয়।

⚠️ মনে রাখবেন:
যাদু করা ও করানো— উভয়ই ইসলাম বিরোধী এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবার কারণ।

🕋 মুক্তি কোথায়?

✅ কুফরির বিরুদ্ধে কুরআনের রুকইয়াই একমাত্র হালাল ও কার্যকর পথ।
✅ নবি ﷺ প্রদত্ত দোয়া ও আমলই এনে দিতে পারে আসল মুক্তি।

📌 রুকইয়াহ, জাদু নির্ণয় ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
লোকেশন: ব্রাহ্মণবাড়িয়া।
📞 WhatsApp: +8801576772500
📘 page

আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন যাদু ও কুফরি থেকে। 🤲
#কুফরি #রুকইয়া

28/07/2025

বিচ্ছেদের যাদুতে আক্রান্ত রোগীর রুকইয়া চলছে।

28/07/2025

জ্বীন ও যাদুতে আক্রান্ত রোগীর রুকইয়া চলছে..
পারিবারিক সমস্যাকে পুঁজি করে রোগীকে সিহরুল কতল (মেরা ফেলার যাদু) করা হয়েছে।

আল্লাহ তায়ালা সকল যাদুগ্রস্থ ব্যক্তিকে শেফা দান করুন।

17/07/2025

জ্বীনে আক্রান্ত রোগীর রুকইয়া চলছে।

📞 যোগাযোগ করুন

🔹 📱 WhatsApp:

📩 Click to Chat (01576-772500)
+880 1576-772500

📌 📘 page:
🌐 facebook.com/RaqiIbneFulan

📌 📱 WhatsApp যোগাযোগ:
🌐 wa.me/8801576772500

📌 🔮 Ruqyah Channel (JinnXit):
🌐 youtube.com/

15/07/2025

জ্বীনে আক্রান্ত রোগীর রুকইয়া চলছে।
৪ বছরের বিবাহিত জীবনে কোন সন্তান নেই। অনেক হাস্পাতালে,ডাক্তারের কাছে দৌড়ে টাকা নষ্ট করেছে! কোন সমস্যা ধরা পড়েনা।
আমার সেন্টারে আসার পরে ডায়াগনোসিস করে দেখি, শরীরে জ্বীন আছে।

13/07/2025

🕋 আশিক জ্বীনে আক্রান্ত এক আলেম ভাই 🕋

আলহামদুলিল্লাহ।
আজকে এক আশ্চর্যজনক কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি।
এক ভাই আসলেন রুকইয়ার জন্য। তিনি একজন মাদ্রাসার শিক্ষক।
খুবই আমলী মানুষ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত – সবই ছিলো তার জীবনের অংশ। কিন্তু কিছুদিন ধরে হঠাৎই তার আমল-ইবাদত কমে গেছে। নামাজে মন বসে না, কুরআন খুলতে ইচ্ছে হয় না। শরীরে অলসতা, মাথায় চাপ, বুক ধড়ফড়, কখনো ভয়, কখনো কান্না।

🌑 সমস্যার মূল কারণ কী ছিলো?

রুকইয়া সেশন চলাকালীন দেখা গেলো, তার ওপর আশিক জ্বীনের প্রভাব।
জ্বীন তাকে ভুলিয়ে রাখতো, আলসিয়ে দিতো, আমল থেকে দূরে রাখতো।
সাথে এক অদৃশ্য ভয়, একাকীত্ব, বিষণ্ণতা – সবমিলিয়ে মানসিক ও শারীরিকভাবে সে খুবই বিপর্যস্ত ছিলো।

📚 কে এই ভাই?

তিনি একজন হাফেজ ও আলেম। মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ছাত্রদের পড়ান, কিন্তু নিজের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিদিন।
কিছুতেই এই অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলেন না।
আর্থিক অবস্থাও ভালো না। মাস শেষে বেতন পেলেই সংসার চলে। চিকিৎসা করার মতো সামর্থ্য নেই।
তবুও আল্লাহর উপর ভরসা করে চলে এসেছিলেন রুকইয়া নিতে।

💧 আমি কী করলাম?

আমি সিদ্ধান্ত নিলাম, এই চিকিৎসা তার থেকে কোনো অর্থ নেবো না।
কারণ, সে আল্লাহর পথে কাজ করছে।
তার জন্য এই সেবাই আমার পক্ষ থেকে সদকা।
তাকে রুকইয়া সেশন করিয়ে দিলাম সম্পূর্ণ ফ্রি।
আলহামদুলিল্লাহ, রুকইয়া চলাকালে তার শরীরে তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল।
শরীর কাঁপছিল, ঘামছিল। সেশন শেষে হালকা অনুভব করলো। ইনশাআল্লাহ, পরবর্তী সেশনগুলো এবং নিয়মিত আমল করার মাধ্যমে সে পুরোপুরি মুক্ত হবে, এই বিশ্বাস রাখি।

🤲 আপনাদের কাছে অনুরোধ

এই ধরনের রোগীদের জন্য দয়া করে নিয়মিত দোআ করবেন।
আশিক জ্বীন, যাদু, হাছাদ, নজর – এসব সত্য।
কিন্তু আল্লাহর ইলম, কুরআনের শিফা, এবং রুকইয়ার মাধ্যমে এসবের চিকিৎসা হয়।
কখনো হতাশ হবেন না।
আল্লাহই শিফাদাতা।

📝 যদি আপনার বা আপনার পরিচিত কারো এমন সমস্যা থাকে, তবে দয়া করে দেরি করবেন না। কুরআন ও সুন্নাহর পদ্ধতিতে রুকইয়া নিন।

> وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ “আমি যখন অসুস্থ হই, তিনিই আমাকে আরোগ্য দেন।” (সূরা আশ-শো’আরা: ৮০)

📞 [যোগাযোগ ও বিস্তারিত রুকইয়া গাইডলাইন পেতে ইনবক্স করুন]
🔮 Raqi Ibne Fulan
🕌 লোকেশন: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
📞 যোগাযোগ: +880 1576-772500
📌 ফেসবুক পেজ: JinnXit – Ruqyah & Healing
🎥 ইউটিউব চ্যানেল: JinnXit Official
💠 সেবা: কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়া চিকিৎসা | জ্বীন, যাদু, আশিক জ্বীন, নজর ইত্যাদি সমস্যা সমাধান।

🤲 দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং শিফা দান করেন।

09/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

🪬 যাদু করা কুফরি ও জঘন্যতম অপরাধ!
যে ব্যক্তি যাদু করে বা করায়, সে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় এবং দুনিয়া ও আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়।
❌ যাদুর আশ্রয় নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো।

#যাদু #কুফরি #কালোজাদু #জিন #রুকইয়া #রুহানিচিকিৎসা #ইসলামিকপোস্ট #তাওহিদ #আকিদা #জাদুরপ্রতিকার #ইলমে #কালোজাদুরপ্রতিকার

👤 পরিচয়:
Raqi Ibne Fulan | Ruqyah & Healing
✅ Ruqyah, Jinn, Black Magic Cure, Spiritual Healing

🔗 ফলো করুন ও যোগাযোগ করুন:
📌 Facebook: fb.com/profile.php?id=61573453457684
📌 YouTube: youtube.com/

রুকইয়ার সিরিয়াল নিতে চাইলে যোগাযোগ করুন:
📌 WhatsApp: wa.me/+8801576772500

08/07/2025

প্রথমে মেয়েটি কে প্রেমের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল। বারবার ব্যর্থ হয়ে অবশেষে এক ভয়ংকর পথ বেছে নেয়—যাদুর পথ। নিজের প্রেমের জালে ফাসাতে রাগ ও হিংসায় বশীভূত হয়ে যাদুকরের মাধ্যমে ঐ মেয়েকে সিহরুল মাহাব্বাহ (বশ - আসক্তির) যাদু করে।

দীর্ঘ সাধনার পর মেয়েটি যাদুতে আক্রান্ত হয়। অতপর মেয়েটি ঐ ছেলের প্রতি আসক্ত হয়ে পড়ে। এমন একটা সময় আসে
মেয়েটি তার প্রেমের ফাঁদে স্বীকারিতে পরিণত হয়। তার কিছুদিন পরেই এই মেয়ে কে বিয়ে করে ছেলেটি। বিয়ে হওয়ার পর ১৭ দিন পর থেকে মেয়েটি প্রায় বমি করে। আর বমির সাথে প্রচুর রক্ত বের হয়। জনৈক ভাই আবার ঐ যাদুকরের নিকট যায়। যাওয়ার পর যাদুকরে ১ লিটার দুধ পড়িয়ে দেয় মেয়েটা কে খাওয়ানোর জন্য। মূলত এই দুধে যাদু করে দেয়। যেটা পরবর্তী সময়ে সিহরুল মা"আকুল (খাওয়ানোর যাদুতে রূপান্তরিত হয়) এই মেয়ের পেটের কোলনে আটকে ছিলো। অতপর দুধ পুড়োটা ৭ দিনে খাওয়ানোর পর থেকে বমি বন্ধ হয়ে যায়। এরপর সেদিন থেকে ৩ মাস অতিবাহিত হওয়ার পর। এই মেয়েটি একটি বাচ্চা কন্সিভ করে। বাচ্চা কন্সিভ হওয়ার পর থেকে মেয়েটি অসুস্থ হয়ে পড়ছেন। একটার পর একটা রোগ তার শরিরের মাঝে বাসা বাধা শুধু করেন। এইভাবে বহু কষ্ট তার দিন গুলো অতিবাহিত করছেন। গর্ভধারনের সময় যত আগাচ্ছে ততই তার শারীরিক অসুস্থতার মাত্রা বৃদ্ধি হচ্ছে। অপরদিকে ঐ ছেলেটি মেয়ের পিছনে চিকিৎসা বাবত বেশ মোটা অংকের অর্থ কুঁড়ি খরচ করে ফেলেছেন। কিন্তুু কোনো রোগ নির্ণয় ব্যর্থ তারা। অনেক কষ্ট ও ত্যাগের বিনিময় বাচ্চা ডেলিভারী সময় আসার পর সিজার করতে হয়। তাদের ঘরে একটি মেয়ের আগমন হলো। শত কষ্ট দুঃখের পর একটি কন্যা সন্তানের চেহেরা দেখে তারা কিছুটা আনন্দিত। বাচ্চা হওয়ার পর দেখা যায় বাচ্চার রোগ। বিভিন্ন সময় অসুস্থতার বাহন এই ছোট্ট বাচ্চাকে ও বয়ে যেতে হচ্ছে। এই ভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর। জনৈক ভাইটি সিদ্ধান্ত গ্রহন করলেন তারা এবার রুকইয়াহ করাবে পুরো পরিবারকে। আমাদের রুকইয়াহ সেন্টার তারা শিডিউল নিয়ে আসে। রুকইয়াহ করার সময় আমি যখন সিহরের আয়াত গুলো পড়তেছিলাম। ঠিক তখনি মেয়েটি প্রচন্ড ভয়ঙ্কর সুরে চিৎকার দিয়ে উঠে! মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে মেয়েটির শরিরে দীর্ঘ দিনের যাদু নিয়ে প্রবেশ করা যাদুর খাদিম জ্বীন কন্ট্রোল নিয়ে ফেলে। অতপর প্রাথমিক ভাবে তাহাকে ইসলাম সংক্রান্ত দাওয়াহ দিয়ে। এই শরিরে কেনো প্রবেশ করেছে তার পিছনে কারণ কি!? জিজ্ঞাসাবাদ করার পর যা তথ্য দিয়েছে। তাহার বিবরণের বৃহত্তম একটি অংশ উপরে বর্ণনা করা হয়েছে।

আমি প্রশ্ন করলাম : এই মেয়েটি এতো অসুস্থ হওয়ার কারণ কি!? জ্বীন সোজা আঙ্গুল দিয়ে জনৈক ভাইকে দেখিয়ে বলে। হুজুর আপনি আমাকে না প্রশ্ন ওর স্বামীকে করেন!
কেননা আমি হইছি অমুক যাদুকরের পালিত শয়তান। আর এই মেয়েকে যত ধরনের হ্মতি স্বাধন করার দরকার! সব এই ভদ্রমশায় শয়তান স্বামী করেছে। এই ভদ্র ছেলেটি এই অবলা মেয়েটিকে বশীকরন যাদু করে বিয়ে করেছে। তার মাঝে অনেক যাদু তাহাকে খাওয়ানো হয়েছে। আমি এই মেয়ের মাথায় বাস করি। আর আমার সকল যাদু হলো মেয়েটির পেটে। আরেকেটা মুল যাদু আছে যেটা বশকরার জন্য করেছিলো সর্ব প্রথম। সেটা হলো এক কবুতরের পায়ে বেঁধে দিয়েছে বশের যাদুর নকঁশার তাবিজ দিয়ে। কবুতর যত উড়তো ততই মেয়েটি তার প্রতি পাগল হয়ে আসক্ত হয়ে উঠতো। কিন্তু মেয়েটি নামাজ ও পর্দশীল আমলি হওয়াতে অনেক যাদু নষ্ট হয়ে গেছে। মেয়েটি প্রায় সময় সুরা বাকরাহ তিলাওয়াত করে পানি পান করতো। আর যার জন্য আমার অনেক কষ্ট হতো। এই জন্য আমি তাহাকে আইনের গিট (বদ নজর) দিয়ে অসুস্থ বানিয়ে রাখতাম। বর্তমানে তার শরিরে অনেক গুলো যাদুর গিট আছে।তার মাঝে পেটে মূল একটি যাদু আছে। যেটা দুধের সাথে মিশ্রিত করে মেয়েটিকে খাওয়ানো হয়েছে। সব যাদু নষ্ট করে দেন হুজুর আমি বের হয়ে যেতে চাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে। আর আরেকটা কথা আমি মেয়েটির শরির থেকে বের হয়ে গেলে! তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। কেননা আপনি যখন যাদু নষ্ট করে দিবেন। যাদুর প্রতিক্রিয়া ধ্বংস হয়ে গেলে মেয়েটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর এই বিয়ে বা তার সন্তান সংক্রান্ত বিষয়ে তার কোনো জ্ঞান নেই। আমি যেদিন তার শরিরে প্রবেশ করেছি সেদিন থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত তার সৃতিশক্তি ও ব্রেইন আমার নিয়ন্ত্রনে ছিলো। এতোদিন যাহা কিছু ঘটছে সবকিছু তাহার জ্ঞানের বাহিরে......

আরেকটা কথা হুজুর তার গর্ভে জন্ম নেওয়া ছোট্ট মেয়েটি সিহরুল মাউরুস - তথা পারিবারিক যাদু যেটা তার মায়ের গর্ভ থেকে পেয়েছে। আর এই জন্যই ছোট্ট বাচ্চাটি অসুস্থতার ঘ্লানি টানতে হচ্ছে।

অতপর আমি পেশেন্ট কে টানা কয়েকদিন রুকইয়াহ করি।
সর্বশেষ তার পেট থেকে সিহরুল মা"আকুল(খাওয়ানো যাদু) টা ইস্তিফরাগ( বমির) মাধ্যমে বের করা হয়। আর বমির মাঝে একটি রক্তপৃন্ডের ন্যায় বের হয়ে আসে।যেটার ছবি সংযোজন করা হলো।

যাদুর জ্বীন ও বের হয়ে যায়। মেয়ে ও স্বাভাবিক জীবনে ফিরে আসে। অতপর তার মা কে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এতোদিন যাহা কিছুই ঘটছে তার কিছুই স্বরণ নেই। এমন কি বিয়ে তার সন্তান কিছুই সে বিশ্বাস করে না। দুই পরিবার এক সাথে হয়ে তারা পারিবারিক ভাবে সিদ্ধান্ত গ্রহন করেন। এই ছেলের সাথে তাদের মেয়ের সম্পর্ক আর রাখবে না। অল্প কয়েকদিনের ভিতরে তাদের দুই জনের এই বন্ধনে চিরদিনের জন্য "বিচ্ছেদ" হয়ে যায়।

মাঝখান থেকে ছোট্ট একটি মেয়ে এতিম হয়ে পড়ে। অপরদিকে মেয়েটি জুলুমে স্বীকার হয়ে, দীর্ঘ কয়েকটা বছর অতিবাহিত করে। ঐ ছেলে আর্থিক ভাবে বেশ দূর্বল হয়ে পড়ে। বউ বাচ্চা হারিয়ে ছেলে এখন রাস্তার পাগলে পরিনত হচ্ছে যেটা অভিশাপ বলা যায়।

_________________________________________
রিমাইন্ডার : হারাম সম্পর্ক, হারাম ভালোবাসা—চিরস্থায়ী হয় না। বরং তা হয় ধ্বংসের পূর্বাভাস। এটা তার জ্বলন্ত প্রমাণ।
_________________________________________

এই কেইস স্ট্যাডি থেকে আপনি কি বুঝলেন!?
কি শিখতে ও জানতে পারলেন !?
তাহা অবশ্যই কমেন্টবক্সে জানাবেন।?

যে কেউ যদি জ্বীন, জাদু, নজর, বা অন্য কোনো সমস্যা থেকে মুক্তির জন্য রুকইয়া করাতে চান,
অথবা সিরিয়াল বুক করতে চান –

🔗 যোগাযোগ করুন নিচের লিংকে –

📞 WhatsApp: wa.me/8801576772500
🌐 page: fb.com/JinnXit
📺 YouTube: JinnXit Channel

আল্লাহই শেফা দানকারী।
আমরা শুধু মাধ্যম।


✦ Raqi Ibne Fulan | JinnXit

#রুকইয়া #জ্বীন #মায়েরদোয়া #ইসলামিকপোস্ট #বাংলাদেশ

28/06/2025

“আফ*গা*নদের আতিথেয়তা মন ছুঁয়ে যায় ❤️

🇦🇫✨


✈️🔥


📈💥


❤️🌍

15/06/2025

পড়াশোনা নষ্টের যাদু, সৌন্দর্য নষ্ট করার যাদু এবং আশেক জ্বীনে আক্রান্ত ব্যক্তির রুকইয়া লাইভ চলছে।
🔹 যাদু, জিন, নজর — এসব সমস্যা নিয়ে কেউ কষ্টে থাকলে দেরি করবেন না। রুকইয়া একমাত্র হালাল ও কার্যকর চিকিৎসা।

— রাকি ইবনে ফুলান
+8801576-772500

Do you feel something is blocking your life?

Marriage not happening, rizq seems blocked, sudden distractions in study, or spiritual attacks by Ashiq Jinn?

There is healing in the Qur’an—by the will of Allah.

This is Raqi Ibne Fulan, sharing authentic Ruqyah for your protection and healing.

Address

Brahmanbaria
Dhaka
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Ibne Fulan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share