21/04/2025
🛑 আজকের প্রতিবাদ - ২১ এপ্রিল ২০২৫ 🛑
বনানী ১১ নম্বরে আজ অটো রিকশাচালক, সাধারণ মানুষ এবং বাইক চালকদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই ধরনের সহিংসতা আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?
⚠️ সেই সাথে, এলন মাস্কের বাংলাদেশে আসা নিয়ে যে ভুয়া খবরটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, তারও তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের গুজব মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করে দেয়।
📢 আসুন, গুজবের বিরুদ্ধে দাঁড়াই — সত্য প্রকাশ করি।
👉 বালের কণ্ঠ-এ আমরা ঠিক এই কাজটাই করি। সত্য বলি, গুজব ফাঁস করি।
#বালের_কণ্ঠ #গুজব_প্রতিরোধ #বাংলাদেশ