
04/08/2025
সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মনন মুকুর মিডিয়া প্রকাশনা যার যাত্রা শুরু হয়েছে এবছর মে মাসে, গত তিন মাসে (মে-জুলাই) প্রকাশ করেছে ২৪টি সাহিত্যকর্ম। মনন মুকুরের প্রতিটি সাহিত্যকর্ম আপনারা পাবেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
নির্বাহী সম্পাদক হিসেবে আমার যাত্রাও শুরু হয়েছে মনন মুকুর মিডিয়া প্রকাশনা থেকে। কাজটি ভীষণরকমের চ্যালেঞ্জিং হলেও আমি দারুণভাবে উপভোগ করেছি। কারণ একজন সাহিত্যকর্মী হিসেবে সাহিত্য নিয়ে কাজ করতে পারাকে আমি নিজের সৌভাগ্য হিসেবে মনে করি।
এই আনন্দলগ্নে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই আমাদের প্রধান সম্পাদক কেতন শেখ সহ আমাদের পুরো টিম অয়ন আবদুল্লাহ, ফারাহ জেহির, বনোমিতা ঘোষ ও তানজীনা ফেরদৌসকে।
ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা সকল কবি, লেখক, সম্পাদক, প্রচ্ছদ শিল্পী, অলংকরণ শিল্পী, শুভানুধ্যায়ী ও অবশ্যই আমাদের সকল সাবস্ক্রাইবড পাঠকদেরকে।
মনন মুকুর মিডিয়া প্রকাশনা থেকে সারা বছরে প্রকাশিত হবে ৯৬টি সাহিত্যকর্ম বাংলা এবং ইংরেজিতে। তাই প্রতিমাসেই রয়েছে নতুন নতুন সংযোজন। আর এই সাহিত্যকর্ম গুলোর সবই আপনারা পড়তে পারবেন shobdomukur.com এ সাবস্ক্রাইব করার মাধ্যমে। shobdomukur.com বাংলাদেশে প্রথম দোভাষিক সাহিত্য ওয়েব পোর্টাল।
সাহিত্য হোক সকল প্রাণের স্পন্দন।
সবার জন্য ভালোবাসা অফুরান ❤️
ড. নাঈমা পারভীন
নির্বাহী সম্পাদক
মনন মুকুর মিডিয়া প্রকাশনা
০৩/০৮/২০২৫
এ্যাল্সবেরী, যুক্তরাজ্য
I am very happy to inform everyone that Monon Mukur Media Publication, which started its journey in May this year, has published 24 literary works in the last three months (May-July). You will find every literary work of Monon Mukur in both Bangla and English.
My journey as a managing editor also started from Monon Mukur Media Publications. Although the work is very challenging, I’m enjoying it immensely. Because as a literary worker, I consider it my privilege to be able to work with literature.
On this happy occasion, I would like to express my thanks and love to our editor-in-chief Ketan Sheikh and our entire team Ayon Abdullah, Farah Zahir, Bonomita Ghosh and Tanzina Fardoush.
Thank you, best wishes and love to all the poets, writers, editors, cover artists, decoration artists, well-wishers and of course all our subscribed readers.
Monon Mukur Media Publication will publish 96 literary works in Bangla and English throughout the year. So there are new additions every month. And you can read all these literary works by subscribing to shobdomukur.com. shobdomukur.com is the first bilingual literary web portal in Bangladesh.
Let literature be the pulse of all lives.
Boundless love for everyone ❤️
Dr. Naima Parvin
Managing Editor
Monon Mukur Media Publication
03/08/2025
Aylesbury, United Kingdom
#শব্দমুকুর
#নাঈমাপারভীন