27/10/2025
কথার কাগজ বর্ষা সংখ্যা ১৪৩২ পৌঁছে গেলো যুক্তরাষ্ট্রের হিউস্টনে, মিনি আপা ও আতিয়ার ভাইয়ের পাঠ তালিকায়। উল্লেখ্য, এই পাঠক যুগল আমাদের কার্তিক সংখ্যা ১৪৩১ পড়েছেন, এবং সম্পাদনার প্রশংসা করেছেন (প্রধান সম্পাদকের লেখা গল্প "ঈশ্বর" তাঁদের খুবই ভালো লেগেছে)।
আমরা আগেও বলেছি,
সংবিধিবদ্ধ সতর্কীকরণ -
কথার কাগজ পাঠাভ্যাসের জন্য আসক্তিকর।
#কথার_কাগজ_বর্ষা_সংখ্যা_১৪৩২