Didar Bhai

Didar Bhai �ভ্রমণের মাধ্যমেই নতুন দিগন্ত আবিষ্কার!"
�অজানা স্থান, নতুন অভিজ্ঞতা এবং স্মৃতি শেয়ার করছি।�
(1)

প্রত্যেকটা বান্দার সুখ কিংবা দুঃখ নির্ধারিত হয় আল্লাহর তরফ থেকে, তাইধৈর্য ধরুন আল্লাহ তার বান্দাকে শ্রেষ্ঠ টা  দান করেন...
03/08/2025

প্রত্যেকটা বান্দার সুখ কিংবা দুঃখ নির্ধারিত হয় আল্লাহর তরফ থেকে, তাইধৈর্য ধরুন আল্লাহ তার বান্দাকে শ্রেষ্ঠ টা দান করেন, আমিন!

Good morning everyone ❤️❤️
02/08/2025

Good morning everyone ❤️❤️

Good evening ❤️❤️
01/08/2025

Good evening ❤️❤️

Good night ❤️❤️
30/07/2025

Good night ❤️❤️

Good afternoon everyone ❗
26/07/2025

Good afternoon everyone ❗

Good morning everyone ❤️
25/07/2025

Good morning everyone ❤️

জীবনের প্রত্যেকটা মুহূর্তে  সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশা সবারই প্রতি।  ❤️❤️good morning
22/07/2025

জীবনের প্রত্যেকটা মুহূর্তে সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশা সবারই প্রতি। ❤️❤️good morning

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রে...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব। সংগৃহীত।।



21/07/2025

📍🚓 বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ – সর্বশেষ ভর্তি তালিকা (দগ্ধ রোগীদের নাম)

এই ২৮ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন।

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:

1. শামীম ইউসুফ (১৪)

2. মাহিন (১৫)

3. আবিদ (১৭)

4. রফি বড়ুয়া (২১)

5. সায়েম (১২)

6. সায়েম ইউসুফ (১৪)

7. মুনতাহা (১১)

8. নাফি (বয়স অনির্দিষ্ট)

9. মেহেরিন (১২)

10. আয়মান (১০)

11. জায়েনা (১৩)

12. ইমন (১৭)

13. রোহান (১৪)

14. আবিদ (৯)

15. আশরাফ (৩৭)

16. ইউশা (১১)

17. পায়েল (১২)

18. আলবেরা (১০)

19. তাসমিয়া (১৫)

20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)

21. অয়ন (১৪)

22. ফয়াজ (১৪)

23. মাসুমা (৩৮)

24. মাহাতা (১৪)

25. শামীম (বয়স অনির্দিষ্ট)

26. জাকির (৫৫)

27 নিলয় (১৪)

28 . সামিয়া (বয়স অনির্দিষ্ট)

⚠ অনুরোধ: দয়া করে এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন। কারও পরিচিত কেউ তালিকায় থাকলে দ্রুত পরিবারকে জানান।
📞 বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন

বাহিক সৌন্দর্য দিয়ে  মানুষ বিচার করা যায় না!
21/07/2025

বাহিক সৌন্দর্য দিয়ে মানুষ বিচার করা যায় না!

শুভ দুপুর,!
20/07/2025

শুভ দুপুর,!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Didar Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category