Thoughtso of halim

Thoughtso of halim Motivational Creator আমি গুরুত্বের লোভী গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই।আর তখন দ্রুত সেসব জায়গা থেকে নিজে সরে যাওয়াতেই শান্তি অনুভব করি।

14/06/2025

গনতন্ত্র শুধু ভোটের মাধ্যমে নয়,এটা ন্যায়বিচার। মতপ্রকাশের স্বাধীনতা ও শুসাশন প্রতিফলিত হওয়া দরকার। কারণ যেখানে প্রশ্ন করলেই দেশদ্রোহী বলা হয়। সেখানে সত্য বলাও কঠিন হয়ে পরে।

13/06/2025

উন্নয়নের বিভ্রান্ত চিত্র: প্রকল্প, পরিকল্পনা, ও উন্নয়নের গল্প কাগজে বা গণমাধ্যমে জোরেশোরে প্রচারিত হলেও বাস্তবতায় তার ছাপ পড়ে না — সড়ক আছে কিন্তু টেকসই নয়, স্কুল আছে কিন্তু মানসম্পন্ন শিক্ষা নেই, হাসপাতাল আছে কিন্তু সেবা নেই।

13/06/2025

আমার মনে হয় আর ভিডিও তৈরী করা হবে না । ভিডিও তৈরী করতে গেলেই অনেক সমস্যায় পড়তে হয়। I think the video will no longer be made There is a lot of trouble when you make video

ক্রেডিট বউ।
11/06/2025

ক্রেডিট বউ।

পরন্ত বিকেলের শুভেচ্ছা রইলো সবার জন্য।
10/06/2025

পরন্ত বিকেলের শুভেচ্ছা রইলো সবার জন্য।

অজান্তেই ক্লিক বউ।
09/06/2025

অজান্তেই ক্লিক বউ।

07/06/2025

“ঈদ আসে খুশির বার্তা নিয়ে, হৃদয় ভরে ভালোবাসায়। আসুন, সবাই মিলে ভাগাভাগি করি ঈদের আনন্দ। ঈদ মোবারক!”
“ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে শান্তি। সকল ভেদাভেদ ভুলে একসাথে হোক খুশির ঈদ। ঈদ মোবারক!”
“রাগ-অভিমান ভুলে, হৃদয়ের দরজা খুলে – চলুন হাসিমুখে বলি, ঈদ মোবারক!”
“আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে ঈদ। এই ঈদ হোক আপনার জীবনে সুখ ও শান্তির প্রতীক। ঈদ মোবারক!”

“হৃদয়ের সকল দুঃখ ভুলে, চল হাসি-আনন্দে মেতে উঠি। ঈদ আনন্দের দিন – সবাইকে জানাই ঈদ মোবারক!”
“ঈদের খুশি শুধু একার নয়, সবাইকে নিয়ে একসাথে খুশি হওয়ার নামই ঈদ। ঈদ মোবারক!”

05/06/2025

🌙
1. “কোরবানি শুধু পশু জবাই নয়, নিজের ভেতরের পশুত্বকে ত্যাগ করাই আসল কোরবানি।”
2. “যার হৃদয়ে দয়া নেই, তার কোরবানির পশু যত বড়ই হোক, ত্যাগের আসল অর্থ পূর্ণ হয় না।”
3. “কোরবানির মাংস মানুষের পেটে যায়, কিন্তু ত্যাগ যায় আল্লাহর দরবারে।”
– [সূরা হজ্ব, আয়াত ৩৭ ভিত্তিক ভাবানুবাদ]
4. “যার ঘরে অভাবী প্রতিবেশী ক্ষুধায় কষ্ট পায়, অথচ সে উৎসবে গরু কোরবানি দেয়—সে কোরবানির ত্যাগ নয়, লোক দেখানো আয়োজন করেছে।”
5. “কোরবানি শেখায়—নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও যদি দরকার হয়, আল্লাহর পথে ত্যাগ করতে হবে।”
6. “কোরবানি হল আত্মশুদ্ধির পথ, শুধু রক্ত নয়—নির্লোভ অন্তরের প্রমাণ দিতে হয়।”
7. “যে ব্যক্তি নিজের অহংকার কোরবানি দিতে পারে না, তার গরু কোরবানিও নিছক রেওয়াজ মাত্র।”

আম্মু অনেক রাগ করছে।
03/06/2025

আম্মু অনেক রাগ করছে।

কোন এক সন্ধ্যায় খুলনায়।
01/06/2025

কোন এক সন্ধ্যায় খুলনায়।

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।
31/05/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।

Address

Bangladesh German Technical Mirpur 2 Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Thoughtso of halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category