Truth Mission সত্য মিশন

Truth Mission সত্য মিশন দেশ ,স্বাধীনতা, ইসলাম, রাজনীতি,অর্থনীতি, জাতীয় ও আন্তর্জাতিক, সব খবর সবার আগে!

বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে ...
04/11/2025

বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— সেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচি...
04/11/2025

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিবসহ অনেক সিনিয়র নেতার নাম নেই। দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে প্রথম পর্যায়ে মহাসচিবসহ ১০ জনের নাম রয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খানের পাশাপাশি সেলিমা রহমানের নাম প্রথম দফার তালিকায় নেই। এর মধ্যে জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের (পঞ্চগড়-১) নাম রয়েছে।

দলের ২১ জন ভাইস চেয়ারম্যানদের মধ্যে তালিকায় নাম রয়েছে সাতজনের। তবে আলোচনায় থাকা ভাইস চেয়ারম্যানদের মধ্যে শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে।

চেয়ারপারসনের ৮১ জন উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে দলের প্রার্থী তালিকায় রয়েছেন ২২ জন। মনোনয়নবঞ্চিতদের মধ্যে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আবদুস সালাম।

আলোচিত কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন। আর ছয় যুগ্ম মহাসচিবের মধ্যে তিনজন মনোনয়ন পেয়েছেন। প্রার্থী তালিকায় নেই অন্য তিন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবিরের নাম।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি। এছাড়াও দলটির মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকা জানা গ...
04/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকা জানা গেছে।

জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র নেতাদের নিয়ে গঠিত হয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর-৪ আসনে আখতার হোসেন এবং কুমিল্লা-৪ থেকে শাপলা কলি প্রতিকে লড়বেন হাসনাত আবদুল্লাহ।

এ ছাড়াও পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-১৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ থেকে তাসনিম জারা, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, নোয়াখালী-৬ থেকে আব্দুল হান্নান মাসউদ, ঢাকা-১৪ থেকে আরিফুল ইসলাম আদিব, সিরাজগঞ্জ-৬ থেকে এস এম সাইফ মোস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসন থেকে ডা. আতিকুর রহমানের নাম জানা গেছে। এদিকে, ৩০০ আসনেই প্রার্থী দেয়ার কথা জানিয়েছে এনসিপি।

সিলেট-৬ আসন : সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চান হাফিজ ফখরুল ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...
03/11/2025

সিলেট-৬ আসন : সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চান হাফিজ ফখরুল ইসলাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়ে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতিকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

সোমবার বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭ ও ৮ ওয়ার্ডের কাকরদিয়া-তেরাদল গ্রামবাসীর সাথে মতবিনিময়কালে মুখ্য অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা শুধু কথার নয়,কাজের প্রতিশ্রুতি।'

এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম তার বক্তব্য কাকরদিয়া-তেরাদলকে আলেম উলামা অধ্যুষিত এলাকা উল্লেখ করে বলেন, 'আমি উন্নয়নের ১০ দফা নিয়ে কাজ করছি। প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে বিশ্বাসী। আমি শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে থাকলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।'

মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিয়ানীবাজারের সন্তান প্রবীণ আলেমে দ্বীন শায়খ জিয়া উদ্দিন।

মতবিনিময় সভা পরিচালনা করেন আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খান , সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিম, বদরুল হক বদই, শামজুজ্জামান বেলাল, হাজী জিয়া উদ্দীন, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা রুহুল আমীন, বেলাল আহমদ, হাজী নাজিমুদ্দিন, ইকবাল আহমদ, মাস্টার আব্দুর রব, নাজিমুদ্দীন, জয়নাল আবেদীন, সাহেদ আহমদ, কামাল আহমদ, মাওলানা আব্দুস ছামাদ সাদিক, কবির আহমদ, কবির আহমদ (মেম্বার), আব্দুল হালিম ঠিকাদার, হুসন আহমদ ঠিকাদার, শামীম আহমদ, কামরুল আহমদ, মাওলানা আফজল আহমদ, বিলাল আহমদসহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছিল জামায়াত। এবার বিএনপিও আংশিক প্রা...
03/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছিল জামায়াত। এবার বিএনপিও আংশিক প্রার্থী ঘোষণা করেছে, দলটি আজ সোমবার (৩ নভেম্বর) জানালো ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থী কারা।

দুই দলের প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হচ্ছে ঢাকা-১৫ আসন থেকে। তার বিপরীতে ধানের শীষ নিয়ে লড়বেন শফিকুল ইসলাম খান মিল্টন।

শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

আসনটিতে শেষ পর্যন্ত দুইজনই প্রার্থী হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

/এমএন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্ব...
03/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রমতে, শিগগিরই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটির কেন্দ্রীয় অনেক নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করবেন।এর আগে রোববার সংবাদ সম্মেলনে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, তিনি ঢাকা থেকেই নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনের জন্য তার দল ৩০০ আসন ধরে এগোচ্ছে। কে কোন আসনে দাঁড়াবে, আমরা সেই প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদী মতবাদ কুফরি মতবাদ। মওদুদী ফিতনা কাদিয়ানী...
01/11/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদী মতবাদ কুফরি মতবাদ। মওদুদী ফিতনা কাদিয়ানী ফিতনার চেয়েও মারাত্মক। মওদুদীরা সাহাবাদের সত্যের মাপকাঠি হিসেবে মানেন না। অথচ আমরা সাহাবাদের কাছ থেকে কোরআন-হাদিস তথা দ্বীন সম্পর্কে জেনেছি। যদি সাহাবারা সত্যের মাপকাঠি না হন, তাহলে সাহাবাদের থেকে জানা দ্বীনও সত্য নয়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন।

তিনি মওদুদীদের সমালোচনা করে বলেন, আল্লাহর হাবিব রাসুল (সা.) বলেছেন, সাহাবাদের সমালোচনার পাত্র বানিও না। আমার সাহাবাদের মহব্বত করা মানে আমাকে মহব্বত করা। আমার সাহাবাদের দোষ গোপন করা মানে আমার দোষ গোপন করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি সাহাবাদের ওপর সন্তুষ্ট। আর সে জায়গায় মওদুদীরা বলেছেন, সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে নন এবং সত্যের মাপকাঠিও নন।

ওই তাফসিরুল কোরআন মাহফিলে ছিলেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার। এ ছাড়া ছিলেন মাওলানা রিজওয়ান আরমান, আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতি রাশেদ, মুফতি রাফি বিন মুনির, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।

খবর বেরিয়েছে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট  ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। এ নিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম...
31/10/2025

খবর বেরিয়েছে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। এ নিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ ব্যাপারে অবগত নয় মন্ত্রণালয়।

জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর গড়িয়েছে দিল্লি পর্যন্ত। ৩০ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান এই ইসলামিক বক্তা। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করে বিজেপি সরকার। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করেছে ভারত সরকার। বন্ধ করে দেয়া হয় তার পিস টিভির সম্প্রচার।

ফিরে যাওয়া প্রসঙ্গে একাধিকবার জাকির নায়েক বলেছেন, ভারতে ফিরতে চান না তিনি। সেদেশে ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত।

/এটিএম

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে। স...
30/10/2025

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়।

এদিকে নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, তারা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। আর ভোটের আগে গণভোটের পক্ষে অবস্থান করছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন।


এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

বিষয়টি নিয়ে সেদিন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়- এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে

তিনি বলেন, সংবিধানসংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ৪৮টি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এসব বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।

সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বৃহত্তর আমবাড়ী বাজারে তাওহীদি জনতার ব্যানারে এ...
25/10/2025

সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বৃহত্তর আমবাড়ী বাজারে তাওহীদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমডি এআই ইসহাক
সুনামগঞ্জ প্রতিনিধি

উক্ত মিছিলে নেতৃত্ব দেন পঞ্চগ্রাম আমবাড়ী হাজারীগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুজ্জামান আল হায়দর

আমবাড়ী গোপালপুর হেফাজতে ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে ও মো: মাছুম আহমদের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন আমবাড়ী গোপালপুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবুল ফজল ও গোপালপুর বড় জামে মসজিদের ইমাম মাওলানা শাহিন আলম মানসুরী।

বক্তারা বিক্ষোভ পরবর্তী সমাবেশে ৪ টি দাবি রাখেন।
১/ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
২/ যারা মাত্র ১৩ বছরের একটি ছোট্ট বাচ্চাকে তুলে নিয়ে ৩ দিন যাবৎ গনধর্ষণ ও নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
৩/ যারা মসজিদের খতিব কে দীর্ঘ নয়মাস যাবত চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে এবং পরবর্তীতে গোম করেছে তাদেরকে চিহ্নিত করে দৃশ্যমান বিচার করতে হবে
৪/ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে যারা তরুন আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ কে হ/ত্যা করেছে এবং যারা হত্যার সাথে জড়িত তাদের কে সর্বোচ্চ শাস্তি ফাসি দিতে হবে।

পরবর্তীতে মাওলানা সাজিদুর রহমানের দোয়ার মাধ্যমে বিক্ষোভ ও সমাবেশ সমাপ্তি করা হয়।

নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম ...
23/10/2025

নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে। এরআগে গতকাল বুধবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান আমার ছোট ভাইকে ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।

টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা এবং পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকির চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলার স্থানীয়রা সকালে ৯৯৯ এ জানালে পুলিশ তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

মুফতি মুহিব্বুল্লাহ মাদানী বলেন, গতকাল ভোরে ফজরের নামাজের পর হাটা হাটি করার সময় কযেকজন মানুষ এসে তার মুখ চেপে ধরে একটি এ্যাম্বুলেন্সে তোলে পরে আমি আর কিছু বলতে পারি না, আজ সকালে আমার হুস ফিরে এলে আমি দেখতে পারি আমাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ।

দ্রুতই এই ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে দুপরে পঞ্চগড় জেলা শহরে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সহ-সভাপতি কারী আব্দুল্লাহ।

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছ...
23/10/2025

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এই ঘটনা ঘটে। ফুল কুমারী গোমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুব আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)। তাঁদের মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং অন্যরা কর্মী হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই নারীর স্বামী মারা গেছেন। একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করেন। বাড়িতে ওই নারী একাই বসবাস করেন। মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে এসে দরজা খুলতে বলেন। দরজা খুলতে না চাইলে তাঁরা ভয়ভীতি দেখিয়ে ঘরে আগুন দিয়ে মারার হুমকি দেন। পরে ঘরের দরজা খুলে দিলে তাঁরা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার চেইন নিয়ে চলে যান।

ফুল কুমারী গোমেজ বলেন, ‘আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনে না। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেল। আমি এই ঘটনার বিচার চাই।’

অভিযুক্ত নিসান হাসান বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। ধারণা করছি, আমরা বাধা দেওয়ার কারণে এই ধরনের অভিযোগ করেছেন।’

নাম প্রকাশ না করার শর্তে চরগোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি বলেন, নিসান হাসান হত্যা মামলার আসামি। তবে তিনি এখন জামিনে আছেন। তাঁর বাবা গোলজার হোসেন ধর্ষণচেষ্টা মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

Address

Tamama
Dhaka
12271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Truth Mission সত্য মিশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share