
31/08/2025
কোন এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।
একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।
তার কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে। তবুও আমি জেনে-শুনে, দেখেও না দেখার ভান করে কখনও তাকে বাধা দেইনি।
কারন, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়। সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশেপাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে দোয়া চায় যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে খেতে পারে।
এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি। বরং এটাও হতে পারে যে, আমিও কারো ভাগেরটা খাচ্ছি।
সময় করে পড়ার জন্য ধন্যবাদ 💞
ভাল লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন
Follow Be Positive 24/7
Positive 24/7