It’s me Nusu

It’s me Nusu

حسبنا الله ونعم الوكيل

— হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 💖🌸

– অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ ই যথেষ্ট 🖤😔


(3)

আমি তুমি ছাড়া আমি কিভাবে বাঁচি বলো,,তুমি বিনা..!!🥺🖤🦋
23/10/2025

আমি তুমি ছাড়া আমি কিভাবে বাঁচি বলো,,
তুমি বিনা..!!🥺🖤🦋

22/10/2025

"হাজার মানুষের ভিড়ে আমার চোখ খোঁজে শুধু তোমাকে,কারণ তুমি -ই আমার শান্তির ঠিকানা.. 🫶❤

22/10/2025

সংক্ষিপ্ত এই জীবনে কতো পাওয়া না পাওয়ার আক্ষেপ!❤️‍🩹

তুমি ছাড়া পৃথিবী অন্ধকার, চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম... শুধু চাই, তুমি সুখে থেকে।" "তুমি আমার হওনি, এ জন্...
22/10/2025

তুমি ছাড়া পৃথিবী অন্ধকার, চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম... শুধু চাই, তুমি সুখে থেকে।" "তুমি আমার হওনি, এ জন্য-আমি তোমার হতে পারলাম না।" "আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো।" "তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে... আজ দু'জনেই আলাদা- তুমি সুখে, আমি কষ্টে।" "তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে... তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই "আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল... কিন্তু ভাগ্য এমন লিখলো- তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।" "তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।" "তুমি সুখে থেকো, দোয়া করি- কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, কান্না শুধু তোমাকে চেয়েছিলাম... আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।" "আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।" "আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” "আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই-তুমি যেনো সব খেলায় জিতে যাও।" "আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।" "আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।" "তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।" "তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।" "হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।"
"আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।😌🙌🏻

21/10/2025

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,"বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো যদি সে তোমার হয় তবে সে ঠিকই ফিরে আসবে 😅🥀

21/10/2025

High on Her

21/10/2025

শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ আল্লাহর সব সিদ্ধান্ত'ই মঙ্গল'জনক।🖤🌸

21/10/2025

আমাকে একেবারে ভুলে যাইও না তুমি
আমি খুব অসহায় তোমায় ছাড়া 😅💔

যে যেতে চায় তাকে যেতে দাও, স্মৃতি ধরে রাখা যায় মানুষ নয়!!😊💔
16/10/2025

যে যেতে চায় তাকে যেতে দাও, স্মৃতি ধরে রাখা যায় মানুষ নয়!!😊💔

মানুষ বলে ভাগ্যে না থাকলে পাওয়া যায় না, But trust me dua can change our taqdeer;>>💗💯
16/10/2025

মানুষ বলে ভাগ্যে না থাকলে পাওয়া যায় না, But trust me dua can change our taqdeer;>>💗💯

15/10/2025

Love 🥰💕

সুখের জন্য যারা দূরত্ব বাড়িয়েছে" তাদের সুখ যেনো দীর্ঘ স্থায়ী হয়;>>😅💔
15/10/2025

সুখের জন্য যারা দূরত্ব বাড়িয়েছে" তাদের সুখ যেনো দীর্ঘ স্থায়ী হয়;>>😅💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s me Nusu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share