AyRa

AyRa Thank you!
(1)

যে আমাকে পেলে দ্বিতীয় কাউকে চাইবে না, তার প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা জন্মাক!🖤🌼🫶
30/08/2025

যে আমাকে পেলে দ্বিতীয় কাউকে চাইবে না, তার প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা জন্মাক!🖤🌼🫶

দীর্ঘ নয় মাসের অমানবিক কষ্ট। তার পর তীব্র প্রসব বেদনা। কিন্তু আল্লাহ একটিবারের জন্যও সন্তানকে দেখার সুযোগ দিলো না। মা চ...
30/08/2025

দীর্ঘ নয় মাসের অমানবিক কষ্ট। তার পর তীব্র প্রসব বেদনা। কিন্তু আল্লাহ একটিবারের জন্যও সন্তানকে দেখার সুযোগ দিলো না। মা চলে গেল পৃথিবী ছেড়ে। হায়রে নিয়তি 💔 হায়রে জীবন 💔

অবশ্যই আমি খারাপ.!🙂কারণ আমি কারো ইচ্ছেমতো নিজেকে বদলাই না। আমি কারো সুবিধার জন্য অভিনয় করি না, মুখোশ পরি না।যারা বহুরূপী...
28/08/2025

অবশ্যই আমি খারাপ.!🙂
কারণ আমি কারো ইচ্ছেমতো নিজেকে বদলাই না। আমি কারো সুবিধার জন্য অভিনয় করি না, মুখোশ পরি না।
যারা বহুরূপী হতে জানে তারা সমাজে ভালো সেজে থাকে।
আর আমি? আমি এক রূপে থাকি কঠোর, বাস্তব।
হ্যাঁ অনেকের চোখে আমি বিষ, অনেকের হৃদয়ে ব্যথা। কারণ আমি সত্য বলি, আর সত্য কষ্ট দেয়। আমি যেমন তেমনই থাকি, দিন বদলায়, আমি বদলাই না। কাউকে খুশি করার জন্য ভালো সাজি না। হয়তো আমি ভুল করি, কিন্তু প্রতারাণা করি না। হয়তো আমার আচারণ কারো সহ্য হয় না। কিন্তু আমি কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভাঙ্গি না।আর একবার বিশ্বাস ভাঙলে তার জীবনের পথ থেকেই সরে যায়। যে আমায় বুঝবে, সে পাবে আমায় পুরোটা। আর যারা বুঝবে না, তাদের চোখে আমি সারাজীবন খারাপই থাকব। তবুও আমি বদলাবো না, কারণ আমি বহু রুপের একজন নই,আমার একটাই রূপে আমি.!

😒
27/08/2025

😒

প্রাক্তন সবাই আছে,,❤️সম্পর্কের বিচ্ছেদ আমাদেরও হয়েছে। আমরাও কারো প্রাক্তন কারো অতীত। আমাদেরও একটা সময় একটা সম্পর্ক ছিল...
26/08/2025

প্রাক্তন সবাই আছে,,❤️সম্পর্কের বিচ্ছেদ আমাদেরও হয়েছে। আমরাও কারো প্রাক্তন কারো অতীত। আমাদেরও একটা সময় একটা সম্পর্ক ছিল। কেউ আমাদের অনেক কথা দিয়ে কথা রাখেনি। আমাদের সাথেও অন্যায় হয়েছে। কেউ ঠকেছে, কেউ ঠকিয়েছে! কিন্তু আমরা কখনও এই তথাকথিত এক্সপোজ করার পথ বেছে নেইনি।
সকলের সামনে দাঁড় করিয়ে অপমান করিনি, নিচে নামাইনি। কেনোই বা নামাবো? সম্পর্ক কী এতই ইউজলেস ভাই? যে, সম্পর্ক শেষ মানে গোপনীয়তা শেষ, অপনিয়তারও শেষ? তাকে অপমান করবো, সকলের সামনে তার দোষ শুনাবো?
গোপনীয়তা ধ্বংসই নীতি, তার শান্তি সে তার হিসেবেই পেয়ে যাবে। এক্সপোজ কোন সুস্থু প্রেমিক/প্রেমিকার কাজ না। আমি ব্যক্তিগতভাবে এক্ষেত্রের সমর্থন দিই না। ❤️

তৈহিদ আফ্রিদির উকিল লাগলে..রুমিন ফারহানা-কে ভা-ড়া নিতে পারো 🙂
25/08/2025

তৈহিদ আফ্রিদির উকিল লাগলে..রুমিন ফারহানা-কে ভা-ড়া নিতে পারো 🙂

ভাই কেউ গা-লি দিয়েন না..তবে সত্যি একটা কথা কই..তৌহিদ আফ্রিদির বউর লাইগা আসলেই খা-রা-প লাগলো..বেচারি বারবার তৌহিদরে ছাড়া...
25/08/2025

ভাই কেউ গা-লি দিয়েন না..তবে সত্যি একটা কথা কই..তৌহিদ আফ্রিদির বউর লাইগা আসলেই খা-রা-প লাগলো..বেচারি বারবার তৌহিদরে ছাড়াইতে গেছে..কা-ন্না-কা-টি করতেছে দেখলাম..অবশ্য কা-ন্না করাই কথা কারণ চোখের সামনে নিজের জামাইকে এভাবে নিয়ে গেলে খা-রা-প লাগবেই স্বাভাবিক কিন্তু এগুলো তৌহিদ আফ্রিদির নিজের কামাই..ওরে কিন্তু পোলাপান ভালোই পছন্দ করতো কিন্তু নিজের দো-ষে সে নিজেকে আজকে এ দিনে নিয়ে আসছে..

এজন্যেই সবসময় বলি..কর্মফল কঠিন একটা জিনিস..আপনি আজকে যা করবেন সেটা দশ বছর পর হলেও ফিরে আসবেই 🙂

- মুক্তি দিলাম ভালোবেসে, কিন্তু নিজেকে বন্দি করে ফেললাম স্মৃ'তি'র কারাগারে!'💔😊
23/08/2025

- মুক্তি দিলাম ভালোবেসে, কিন্তু নিজেকে বন্দি করে ফেললাম স্মৃ'তি'র কারাগারে!'💔😊

অদ্ভুত ! তুমি আমাকে ভালবাসতে শিখালে, অতপর আমি যখন তোমাকে ভালবাসতে শিখলাম, তখন তুমি হারিয়ে গেলে!💔😅
23/08/2025

অদ্ভুত ! তুমি আমাকে ভালবাসতে শিখালে, অতপর আমি যখন তোমাকে ভালবাসতে শিখলাম, তখন তুমি হারিয়ে গেলে!💔😅

- একটা মানুষ  তিলে তিলে শেষ হওয়ার পিছনে আরেটা মানুষের মায়াই যথেষ্ট!'💔😥
23/08/2025

- একটা মানুষ তিলে তিলে শেষ হওয়ার পিছনে আরেটা মানুষের মায়াই যথেষ্ট!'💔😥

ক'ষ্ট কখনো স্থায়ী না, সময়ের সাথে সাথে একদিন সবই বদলে যাবে ইনশাআল্লাহ।
23/08/2025

ক'ষ্ট কখনো স্থায়ী না, সময়ের সাথে সাথে একদিন সবই বদলে যাবে ইনশাআল্লাহ।

স্ত্রীকে ইদানিং অসহ্য মনে হচ্ছে — সবসময় কথা কাটাকাটি করে, শান্তি নেই সংসারে।আজ অফিস থেকে ফিরেই আবার ছোটখাটো ঝগড়া।রাগে গ...
23/08/2025

স্ত্রীকে ইদানিং অসহ্য মনে হচ্ছে — সবসময় কথা কাটাকাটি করে, শান্তি নেই সংসারে।
আজ অফিস থেকে ফিরেই আবার ছোটখাটো ঝগড়া।
রাগে গরম মাথা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে।

পথে হাঁটতে হাঁটতে গিয়ে ঢুকলাম একটা পার্কে।
বেঞ্চে বসে আছি— চারপাশে কোলাহল, কিন্তু মনে কেবলই গুমোট অন্ধকার।
মন বলছিল, “এভাবে আর চলতে পারে না। একসাথে থাকা মানেই যদি প্রতিদিন ঝগড়া হয়, তবে কি আর টিকে থাকা সম্ভব?”

এমন সময় পাশের বেঞ্চে বসে থাকা এক মহিলা হঠাৎ বললেন,
“ভাই, এত রাতে একা বসে আছেন? বাড়ি যাবেন না?”
মুখ তুলে দেখি, সাদা শাড়ি পরা একজন বয়স্কা মহিলা, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক শূন্যতা।

আমি বললাম, “বাড়ি যেতে ইচ্ছে করছে না। প্রতিদিন শুধু ঝগড়া, কথা কাটাকাটি। আর সহ্য হচ্ছে না।”

মহিলা মৃদু হেসে বললেন,
“আমারও তো একদিন সংসার ছিল। স্বামী ছিলেন, দুই ছেলে। প্রতিদিন ছোট ছোট অভিমান, কথা কাটাকাটি— সেগুলো তখন বড় সমস্যা মনে হতো।
কিন্তু আজ স্বামী নেই, ছেলেরা বিদেশে ব্যস্ত নিজের জীবনে।
ফাঁকা ঘরে দিনের পর দিন একা বসে থাকি।
এখন মনে হয়, যদি সেই ঝগড়াগুলোও ফিরে পেতাম, যদি কেউ আমার উপর রাগ করত, যদি কারও সাথে একটুখানি কথা কাটাকাটি হতো—
তাহলেই হয়তো জীবনটা এত ফাঁকা লাগত না।”

আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে।
হঠাৎ মনে হলো, যে মানুষটার সাথে আমি প্রতিদিন রাগ করি, সে-ই তো আমার জীবনের আসল সঙ্গী।
সে না থাকলে হয়তো এই শহর, এই সংসার, এই সবকিছুই ফাঁকা লাগবে।

চুপচাপ উঠে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম।
ফিরে এসে দেখি, স্ত্রী জানালার পাশে দাঁড়িয়ে আছে। চোখে অভিমান, কণ্ঠে চিন্তার ছোঁয়া—
“এতক্ষণ কোথায় ছিলে? ফোনও ধরছিলে না।”

আমি কিছু বললাম না।
শুধু আস্তে গিয়ে তার হাতটা ধরলাম।
চোখের ভেতর চোখ রাখতেই বুঝলাম—
ঝগড়ার চেয়ে সম্পর্ক বড়, অভিমানের চেয়ে ভালোবাসা গভীর।

জীবনে যতই রাগ হোক,
শেষমেষ ফিরে আসতে জানতে হয়।
কারণ একটি জীবন বড় নয়,
কিন্তু একটি মানুষকে হারালে সেই শূন্যতা কোনোদিন পূর্ণ হয় না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AyRa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share