Keya's Lifestyle

Keya's Lifestyle বিসমিল্লাহির রহমানির রহিম আসালামু আলাইকুম
❤️
,,জীবন শেখায় ধীরে ধীরে, আমিও শিখি একটু একটু করে…🖤
কথায় নয়, অনুভবে ছুঁয়ে যাক Keya Lifestyles❤️

"যাকে ভুলতে চাও, সে-ই সবচেয়ে বেশি মনে পড়ে…" শুভ সকাল   #শুভ  #সকাল
20/08/2025

"যাকে ভুলতে চাও, সে-ই সবচেয়ে বেশি মনে পড়ে…" শুভ সকাল #শুভ #সকাল

🌼 "সবকিছুই বদলায়, কিন্তু দোয়া আর ভালোবাসা বদলায় না।"শুভ সকাল প্রিয় বন্ধুরা  #শুভ  #সকাল
19/08/2025

🌼 "সবকিছুই বদলায়, কিন্তু দোয়া আর ভালোবাসা বদলায় না।"শুভ সকাল প্রিয় বন্ধুরা #শুভ #সকাল

"সবাই বলে সময় সব ঠিক করে দেয়,কিন্তু সময় শুধু ভুলতে শেখায়—কখনোই কষ্ট কমায় না 🌿শুভ সকাল     #শুভ  #সকাল
18/08/2025

"সবাই বলে সময় সব ঠিক করে দেয়,
কিন্তু সময় শুধু ভুলতে শেখায়—
কখনোই কষ্ট কমায় না 🌿শুভ সকাল #শুভ #সকাল

."যাকে মন থেকে চাই,তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পাই,, শুভ সকাল  #শুভ  #সকাল
17/08/2025

.
"যাকে মন থেকে চাই,
তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পাই,, শুভ সকাল #শুভ #সকাল

"মন খারাপের আসল কারণ…যাকে সবচেয়ে বেশি বুঝিয়েছো,সে-ই তোমাকে সবচেয়ে কম বুঝেছে🌿     #ভালোবাসা
12/08/2025

"মন খারাপের আসল কারণ…
যাকে সবচেয়ে বেশি বুঝিয়েছো,
সে-ই তোমাকে সবচেয়ে কম বুঝেছে🌿 #ভালোবাসা

."সময় মানুষকে বদলায় না, সময় মানুষকে চিনিয়ে দেয় 🌿  #ভালোবাসা
27/07/2025

.
"সময় মানুষকে বদলায় না, সময় মানুষকে চিনিয়ে দেয় 🌿 #ভালোবাসা

যেখানে ভালোবাসা আছে, সেখানে শান্তি থাকে।আর যেখানে শান্তি থাকে, সেখানেই থাকে প্রকৃত সুখ 🌿  #ভালোবাসা    #প্রকৃত
24/07/2025

যেখানে ভালোবাসা আছে, সেখানে শান্তি থাকে।
আর যেখানে শান্তি থাকে, সেখানেই থাকে প্রকৃত সুখ 🌿 #ভালোবাসা #প্রকৃত

14/06/2025

"আমি কাঁদি, কিন্তু সে বোঝে না… কারণ সে ব্যস্ত প্রমাণ করতে, আমি কতোটা ভুল!"

01/06/2025

“পাখিটার ডানা”

একটা ছোট পাখি প্রতিদিন উড়তে চাইত, কিন্তু ভয় পেত।
একদিন ঝড় উঠলো, গাছ কাঁপছিলো, সে বাধ্য হয়ে ডানায় ভর দিয়ে উড়লো…
আর সেদিনই সে বুঝলো —
সে আসলে উড়তেই পারত, শুধু সাহসটা করছিল না!

📌 শিক্ষা: অনেক সময় জীবন আমাদের ঠেলে দেয়, যেন আমরা নিজেদের শক্তি চিনতে পারি। তাই আজ হয়তো আপনি হেরে গেছেন, আবার আপনার নতুন এজটা সকাল আসবে আপনার জন্য সেই নতুন সকাল দিয়ে নতুন করে সুরু করবেন ইনশাআল্লাহ,,
শুভ সকাল প্রিয় বন্ধুরা

31/05/2025

শুভ রাএি
বন্ধুরা

🌸 গল্প: আকাশের মতো আত্মসম্মান 🌸একবার এক গ্রামে থাকতো এক ছেলে—নাম তার রাহাত। গরীব ঘরের সন্তান, কিন্তু চেহারায় আত্মবিশ্বাস...
31/05/2025

🌸 গল্প: আকাশের মতো আত্মসম্মান 🌸

একবার এক গ্রামে থাকতো এক ছেলে—নাম তার রাহাত। গরীব ঘরের সন্তান, কিন্তু চেহারায় আত্মবিশ্বাস আর চোখে স্বপ্ন ছিলো দীপ্ত। স্কুলে পড়তো মন দিয়ে, আর মানুষের উপকার করতো যতটা পারতো।

একদিন গ্রামের এক বড়লোক তার বাবাকে বললো,
— "তোমার ছেলেকে আমার দোকানে কাজ দাও, দিনে দুটো পয়সা দেব। তবে মাথা নিচু করে থাকতে হবে, যাতে সবাই বুঝে ও আমার কর্মচারী।"

রাহাত শুনে বললো,
— "আমি গরীব হতে পারি, কিন্তু আমার মাথা নিচু করার শিক্ষা পাইনি। কাজ করবো ঠিকই, তবে মাথা উঁচু করে।"

বড়লোক হেসে বললো,
— "তাহলে তোমার কিছুই হবে না জীবনে।"

কিন্তু রাহাত দমলো না। রাত জেগে পড়াশোনা করলো, টিউশন করলো, নিজের খরচ নিজেই চালালো। বছর দশেক পর সে হলো এক নামকরা শিক্ষক। মানুষ তাকে সম্মান করে, ছেলেমেয়েরা তাকে দেখে স্বপ্ন দেখে।

একদিন সেই বড়লোক অসুস্থ হয়ে তার ছেলের পড়ার ব্যবস্থা করতে এলো রাহাতের কাছে।
রাহাত মাথা নিচু করেনি, বরং হাসিমুখে বললো,
— "স্মরণ রাখবেন চাচা, গরীব হওয়া লজ্জার না, মাথা নিচু করে বাঁচা লজ্জার। আত্মসম্মানই একজন মানুষকে সত্যিকারের বড় করে।"

---

🌿 শিক্ষা:

আত্মসম্মান এমন এক আলো, যা গরীব ঘরেও সম্মানের সূর্য ওঠায়। মাথা উঁচু করে চলতে শেখো—সফলতা একদিন নিজেই কাছে আসবে ইনশাআল্লাহ #অপূরণীয়কষ্ট #ভালোবাসা #সফল

29/05/2025

শুভ সকাল
প্রিয় বন্ধুরা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keya's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category