DAILY DCU

DAILY DCU শেখার আনন্দে পথ চলা,
নিত্য নতুন জ্ঞান আহরনেই জীবন।

10/09/2025

"নারায়ণ তাকবির" শ্লোগান ব্যাঙ্গাত্মক ভাবে দিচ্ছে ঢাকা কলেজ সাউদার্ন হলের ২২-২৩ সেশনের "মাসুম" নামের এবং একই হলের অর্ণব নামের দুই শিক্ষার্থী।

নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগানকে কটাক্ষ করে নারায়ণ তাকবীর বলেন দুই শিক্ষার্থী।

গতকাল রাতে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর মাসুদ নামে অভিযুক্ত শিক্ষার্থী ফেসবুকে ভিডিও আপলোড করেন।পরবর্তীতে চারদিকে চারদিকে শুরু হয় সমালোচনা।

📍সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছে।

09/09/2025

পুরো একটা জেনারেশন রাত জাগতেছে শুধুমাত্র মারামারি দেখার জন্যে।

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ...
09/09/2025

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ভিপি প্রার্থী'তে' জয়ী হয়েছেন! আপনাকে আজকে ভীষণ মিস করছি ভাই!🤍

02/09/2025

মামা শেষ-মেশ এই ছিল তোমার মনে।

০.২৫/১ মার্কের জন্য  মেডিকেলে চান্স না পাওয়ার কারন কি ছিলো আমার?তোমরা অনেকেই আমাকে চিনো আমি মো: রাজা কবির। আজকে আমার জীব...
31/08/2025

০.২৫/১ মার্কের জন্য মেডিকেলে চান্স না পাওয়ার কারন কি ছিলো আমার?

তোমরা অনেকেই আমাকে চিনো আমি মো: রাজা কবির। আজকে আমার জীবনের সব থেকে খারাপ সময়ের সব থেকে খারাপ অধ্যায়ের কথা বলবো, হ্যা আমি বলছি আমার মেডিকেল এডমিশন এর কথা। একটা মানুষ এর থেকে কতটুকু বেশি পড়াশোনা করতে পারে আমার জানা ছিলো না যতটা আমি পড়েছিলাম। আমার পক্ষে এর বেশি ১% পড়া সম্ভব ছিলো না। এখন আসি আমার Journey তে।

1st Time:
HSC শেষ করে চলে গেলাম এডমিশন প্রিপারেশন নিতে ভর্তি হলাম বড় একটা কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস+এক্সাম দিতাম এমন কি টপ করতাম সেইখানে সবাই বলতে শুরু করলো ছেলে টা শিওর চান্স পাবে কানে চলে আসে এইসব কথা তো যাই হোক। দিন রাতে ৫ ঘন্টার বেশি ঘুমাইতাম না (এইটা ভুল সিদ্ধান্ত ছিলো) কি করতাম তাহলে? পড়া তো কমপ্লিট করতে হবে। এইভাবেই চলতে থাকলো 1st টাইম। শুধু পড়তাম 12h+ কিন্তু আমাকে পড়া গুছিয়ে দেয়ার মতো কেও ছিলো না। অনুশীলন প্রশ্ন কে গুরুত্ব দিতাম না বেশি। প্রশ্ন practice করতাম না বেশি কিন্তু কোচিং এ ভালো করতাম নিজের প্রতি বিশ্বাস ছিলো হয়ে যাবে। এখন আসি মেডিকেল এক্সাম এর আগে কি করছি বার বার বই রিভাইস দিয়েছি+প্রশ্ন ব্যাংক পড়েছি+অনুশীলন পড়েছি অনেক বার রিভাইস দিয়েছিলাম। এখন আসি এক্সাম এর দিন, আমি এক্সাম দিতে গেলাম ঢাকা বাংলা কলেজে সেইখানে এক্সাম শুরু হলো যথারিতি সময়ে, আমি এক্সাম দিতে শুরু করলাম, মনে হইলো অন্য একটা জগতে চলে গিয়েছি, এক্সাম টাকে সিরিয়াসলি নিলাম না ভাবলাম এমনি চান্স পেয়ে যাবো কোচিং এ এক্সাম দিলেই ৯০+ পাই এইটা আবার কি যার কারনে আমি কিছু mcq দাগাবো একটা দাগায় ফেলছিলাম আর একটা যারা কারনে টানা ৪+ mcq আমার ভুল হইছে যার পরিনিতি হিসাবে আমার এই রেজাল্ট। এর পর আর কোনো varsity তে আমার আর এক্সাম দেয়ার মন ছিলো না।সোজা চলে গেলাম সেকেন্ড টাইম।

2nd Time::
এখন তো সব জানি যেই ভুল 1st time করছি এইসব তো আর করা যাবে না। শুরু করলাম অনেক অনেক পড়াশোনা HSC ব্যাচ আসতে না আসতেই সব রিভাইস দিয়ে ফেললাম কোচিং গুলো তে আবার টপ করতে শুরু করলাম এইবার ফুল জোসে।অনুশীলন প্রশ্ন একদম ছিড়াছিড়া করে দিলাম প্রশ্ন ব্যাংক পানি করে দিলাম। সব শেষ এইবার আমাকে আর কে আটকায়, এতো পড়ছি এতো পড়ছি আমার মধ্যে পড়া ছাড়া আর কিছুই ছিলো না কিন্তু মেডিকেল এক্সাম এর ১ মাস আগে আমি ডিপ্রেশনে যেতে থাকলাম একটু এইবার যদি আবার চান্স না হয়? আবার যদি হেরে যাই? তাও থামলাম না পুরো দমে পড়ছিলাম মেইন বই +এক্সট্রা ইনফো+অনুশীলন +বিগত বছর প্রশ্ন সব পড়েছিলাম। এখন আসি এক্সাম এর দিন সীট পড়লো রাজশাহী এর কোনো একটা কলেজে। আগের রাতে বেশি ঘুম হইলো না ব্যাপার না।কিন্তু প্রশ্ন হাতে পাওয়ার পর আমি কনফিডেন্স এর সাথে দাগাইলাম সব বাট প্রশ্ন টা এইবার কেমন জানি লাগলো মেডিকেল প্রশ্ন এমন হয়?? প্রথম দেখলাম তো যাই হোক ভাবলাম চান্স পাবো।রেজাল্ট এর দিন আবারও সেম অবস্থা প্রথম বার ০.২৫ এর জন্য এইবার ২ mark এর জন্য আবার ও চান্স হইলো না। এখন আসি কেনো এমন হইলো??

1st time:
১.কোচিং এর জন্য নিজের জেলা ছেড়ে যাওয়া।
২.পড়া গুছিয়ে উঠতে না পারা।
৩.অনুশীলন প্রশ্ন কে গুরুত্ব কম দেয়া।
৪.নিজের প্রতি ওভার কনফিডেন্স হওয়া।
৫.মেইন এক্সাম কে সিরিয়াসলি না নেয়া।
(চান্স মিস হওয়ার জন্য এইসব কারন যথেষ্ট)

2nd Time:
১.কোনো একটা varsity Or College এ admit হয়ে না থাকা,যার জন্য এক্সাম এর আগের ১ মাস হতাশায় ভুগছিলাম।

২.এইটা আমার ভাগ্যে ছিলো না।এর বেশি পরিশ্রম আমার দারা সম্ভব না আর। আল্লাহ এইটা ভাগ্যে রাখেনি তাই হয় নি।আমি আমার সর্বচ্চটা দিয়ে দিয়েছিলাম তাও পারি নাই কারন ভাগ্যে নাই।এইটাই মেনে নিতে হবে।আল্লাহ নিশ্চই উত্তম পরিকল্পনাকারী।💜

Md Raja kabir
Mentor(Medical Our Dream)
AMC(Rangpur)
HSTU-A-46th
GST-A-1256th

আপনারা যা মনে করেন
28/08/2025

আপনারা যা মনে করেন

আপনারা সবাই ধৈর্য ধরুনডিপ্লোমাদের কেন্দ্রীয় টেকনিশিয়ান কমিটি থেকে দ্রুত সলভ প্রদান করা হবে 😑
28/08/2025

আপনারা সবাই ধৈর্য ধরুন
ডিপ্লোমাদের কেন্দ্রীয় টেকনিশিয়ান কমিটি থেকে দ্রুত সলভ প্রদান করা হবে 😑

Winner dilpoma injiniar 💀Sorry to say : কপি করতেও মেধা লাগে। 🙂
27/08/2025

Winner dilpoma injiniar 💀

Sorry to say : কপি করতেও মেধা লাগে। 🙂

27/08/2025

সাবজেক্ট চয়েস শুরু হবে ১৫ সেপ্টেম্বর সাবজেক্ট চয়েস দিতে টাকা লাগেনা। ঢাকেবির কোন ক্যাম্পাসে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? বলে যাও?

ডিপ্লোমাধারীদের √tanx এর ইন্টিগ্রেশন সলভ করার চ্যালেঞ্জ দিলো বুয়েট শিক্ষার্থীরা।
27/08/2025

ডিপ্লোমাধারীদের √tanx এর ইন্টিগ্রেশন সলভ করার চ্যালেঞ্জ দিলো বুয়েট শিক্ষার্থীরা।

27/08/2025

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন
বিজ্ঞান বিভাগে র‍্যাংক অনুযায়ে

ঢাকা কলেজে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা-
0-400 - রসায়ন
0-700 - পদার্থবিজ্ঞান
0-1000 - গনিত
0-1200 - পরিসংখ্যান
0- 1500+ - প্রাণীবিজ্ঞান
0- 1900+ - উদ্ভিদবিজ্ঞান
0- 2500+ - মনোবিজ্ঞান
0- 4700+ - ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
0- 4700+ - মৃত্তিকা বিজ্ঞান
0-4700+ - গার্হস্থ অর্থনীতি

এই বছরের সিট সংখ্যা, পরিক্ষার সময় এবং পাশের হারের তারতম্য বিবেচনা করে র‍্যাংকিংটি করা হয়েছে।

25/08/2025

সম্ভব হলে ল পড়েন, জুডিশিয়াল মাজিস্ট্রেট হতে পারলে যোগদান ৬ষ্ঠ গ্রেডে। প্রথম প্রমোশনে যাবেন চতুর্থ গ্রেডে।

বিচারক হিসেবে জীবনযাপনে মর্যাদা ত রয়েছেই।

এতোদূর না যেতে পারলে শুরু করে দেন ডিপ্লোমা, সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নামে একটা পদ আছে ১০ম গ্রেডে।

মোটামুটি ২২-২৩ বছর বয়সেই দ্বিতীয় শ্রেণীর চাকুরীজীবী হওয়ার সুযোগ পাবেন। এতোকিছু মন না চাইলে ভর্তি হয়ে যান নার্সিং-এ, এই পদের চাহিদা কভু শেষ হবেনা। বর্তমানে সরকারি চাকুরীজীবি হিসেবে নার্সের মর্যাদাও দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড)!

এর কিছুই সম্ভব না হলে এসএসসি/ইন্টারমেডিয়েট শেষ করে লেবার ভিসায় পারি দেন বিদেশে, হারভাঙ্গা পরিশ্রম করে হলেও যৌবন থাকতে টাকা-পয়সার মালিক হতে পারবেন।

অন্যদিকে, উচ্চশিক্ষার স্বপ্নে জেনারেল পড়াশোনা করবেন তো মরবেন, জীবন-যৌবনের রস-কষ সব বের করে কখনো ২০ তম গ্রেডের অফিস সহায়ক, কখনো ১৪তম গ্রেডের উচ্চমান সহকারী; কেউ কেউ ১৩তম গ্রেডে সহকারী শিক্ষক (খুব কমের কপালেই লাগতে পারে প্রথম-দ্বিতীয় শ্রেণী।) কেউবা এনটিআরসির প্রিলি-রিটেন-ভাইভা শেষ করে স্রেফ ১২,৫০০ টাকার মোট বেতনের সহকারী শিক্ষক। জীবন আর চলেনা তখন, বয়সও পেরিয়ে যায় ৩ বাচ্চার বাপ-মা হওয়ার।

উচ্চশিক্ষার কোনো মর্যাদাই বাস্তবিকপক্ষে থাকেনা, যদি না আপনার নামের পিছনে চাকুরীর পদমর্যাদা ভারী হয়।

#সম্রাট_দাদু

Address

Newmarket
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when DAILY DCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DAILY DCU:

Share