হৈমন্তী ০১

হৈমন্তী ০১ তুমি যদি আমাকে একটু ভালবাসো..আমি তোমাকে এক সমুদ্র ভালোবাসা দিব।❤️❤️
(2)

11/11/2025

ঠগ সবচেয়ে বেশি ঠকে

কেউ যদি আপনাকে অতি গোপনেও ঠকায়, পৃথিবীর কেউ যদি তা না জানে—এমনকি আপনিও না জানেন—তবুও সেই অন্যায় বিনিময়হীন যায় না। কাউকে ঠকানো, হৃদয় খুঁড়ে ব্যথা দেওয়া, কিংবা কারো অধিকার কেড়ে নেওয়া—সবকিছুরই প্রতিদান এই আলোর দুনিয়াতেই দিতে হয়। আপনি হয়তো দেখবেন না, কিন্তু প্রকৃতির বিচার ন্যায্যতার নীতির বাইরে যায় না। কোথাও ঠকালে, কোথাও না কোথাও ঠকতেই হবে। অন্তত এমন অনুশোচনা আসবে যা হৃদয়ের প্রশান্তি কেড়ে নেবে—তবুও প্রায়শ্চিত্তের পথ মিলবে না। এই অনন্ত দহনের মর্মজ্বালা সাংঘাতিক; যে পুড়েছে, সে-ই জানে!

আপনি যদি কারো দীর্ঘশ্বাসের অংশ হয়ে যান, তবে আপনার পতন ঠেকাতে পারবে কে? ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া, প্রাপ্য থেকে বঞ্চিত করা—এসব আপনার বিরুদ্ধে জমে থাকা পুঁজির মতো। আপনি পৃথিবীর বদ্ধতম কুঠুরিতেও বসে কারো ক্ষতি ভাবলে, আপনার ক্ষতির জন্য আরও শক্তিশালী প্রতিক্রিয়ার আয়োজন শুরু হয়। এই দুনিয়ায় ঠগ সবচেয়ে বেশি ঠকে! সরাসরি শাস্তি না পেলেও ভাবার সুযোগ নেই যে কিছুই হবে না—বহুকিছু হবে, বহুপথে পাবেন। একসময় দেখবেন, সম্ভাবনা ফুরিয়ে গেছে, পথ রুদ্ধ হয়ে গেছে, মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন।

"এটা না পেয়ে যদি ওটা পেতাম..."—এই অস্থির চিন্তাটাই কখনও কখনও আমাদের ভুলের প্রতিশোধ। মানসিক প্রশান্তির অনুপস্থিতির চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? সর্বদা দুশ্চিন্তায় থাকা, হতাশায় নিমজ্জিত হওয়া, কারো হাসির কারণ না হতে পারা—এসবই ভেতরের আগুন। আপনি যাকে কষ্ট দিয়েছেন, তার কান্নার ঢেউ একদিন উল্টোদিক থেকে আপনাকেই ভেজাবে। যতোটা ভেজাবেন, অন্তত ততোটাই ভেজার প্রস্তুতি রাখুন—হয়তো আরও বেশি, হয়তো ডুবেও যাবেন।

ক্ষমতা, শক্তি কিংবা সুযোগ আছে বলে যা খুশি করা যায় না। অন্যের অধিকার গিলে খাওয়া মানে নিজের জন্য পাপের বৃক্ষ রোপণ করা। আর সে বৃক্ষের পতনেই একদিন আপনাকে চাপা পড়তে হবে। এমন অনেক অপরাধ আছে, যার পরিতাপেরও সুযোগ থাকে না। কারো মনে প্রচণ্ড আঘাত দিলে সেই ক্ষতিপূরণ কী দিয়ে মেটে? তাই জিহ্বাস্ত্র বা হস্তাস্ত্র ব্যবহারের সময় সাবধান থাকতে হবে; মনের গোপন অস্ত্র দমন করে রাখুন—শুধু ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ আর সম্মানটুকু প্রকাশ করুন।

কারো উপকার করতে না পারাটা অপরাধ নয়; কিন্তু কারো ক্ষতি করা নিঃসন্দেহে অপরাধ। এমন কিছু বলা বা করা উচিত নয় যা কাউকে ব্যথা দেয়। নীরবতার মধ্যেও মঙ্গল আছে, সুচিন্তার মধ্যেও কল্যাণ! আপনার পা এই মাটিতে চিরস্থায়ী নয়—তবু এমন কিছু পদচিহ্ন রেখে যান, যা আলোয় পৃথিবী ভরিয়ে দেবে। আপনাকে স্মরণ করাবে।

পৃথিবী ঠিক ততোটাই সুন্দর, যতোটুকু সুন্দর আপনি নিজে। তাই ক্ষতির নয়, ভালো রাখার মানসিকতা গড়ুন। কারণ ভালো রাখার সঙ্গেই ভালো থাকা জড়িয়ে।

11/11/2025

কাপুরুষের কখনো ও বিয়ে করা উচিত নয় ।
কেনো বল্লাম ?
একটা ছেলে ভালোবাসার হাত নিয়ে আসে ঠিকই কিন্তু ,
সেই ভালোবাসার পূর্ণতা চেয়ে বসলেই আসল রুপ এ ফেরত চলে আসে,
মা- বাবার অজুহাত, মেয়ে স‍্যুটেবল না ,
ফ‍্যামিলির সাথে যায় না , আরো অনেক কথা। ভালোবাসা কাপুরুষদের জন‍্য নয় ,
চার দেয়ালের ভিতর শরীর এর ভালোবাসা দিয়ে নিজেকে পুরুষ দাবি করতে যাবেন না ।

একটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছেন ,
গ্রাম এর ভার্জিন মেয়ে দেখে বিয়ে করে সুখী হবেন? বোকা মানুষ রুহ এর হায় আপনার গায়ে না লাগলে ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম এর গায়ে কিন্তু ঠিকই লাগবে। এখন বলতে পারেন তাহলে পুরুষ কারা?
সেই প্রকৃত পুরুষ যে কিনা ,
ভালোবেসেছি মানে সে আমার ,
জোর গলায় ও বলবো সে আমার ।

আমার মায়ের পর যদি কাউকে খুব করে চাই ভালোবাসি সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী,
এই বল যাদের থাকে তাঁরাই হচ্ছে পুরুষ ।
ছেলেরা মন দিয়ে ভালোবাসলে তার শখের নারীর এলো মেলো চুল, ব্রন ভরা মুখে ও রুপ খুঁজে পায়।
তার নারী ছাড়া পৃথিবীর সকল নারী তার কাছে হারাম হয়ে যায়।
তোহ ২/৪ টা প্রেমের কথা বলে পুরুষ দাবি করো না । পুরুষ আগে হতে শেখো ।
নিজের সব টা দিয়ে আগলে রাখো নিজের শখের নারী কে ।
হও একে অন্যের পরিপূরক ।
ভালোবাসা অনেক দামী একটা জিনিস।
আর দামি জিনিস যোগ‍্য জায়গায় ই মানায়...❤️❤️

Hmm😭😭
08/11/2025

Hmm😭😭

04/11/2025

'সম্পর্ক' শেষ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফিল করবেন আপনাকে আসলে 'ঠকানো হয়েছে!'

একদিন,দুই দিন না, বহুউউউ দিন ধরে ঠকানো হয়েছে। আপনি এতোই 'অন্ধ' ছিলেন যে, আপনি কিচ্ছু দেখেন নাই! কিচ্ছু বুঝেন নাই! খুউউউব ভালোবাসলে এই এক ঝামেলা, চোখে কিচ্ছু ধরা পড়েনা! শুধুই মনে হয় 'ওর মতো ভালো মানুষ আর নাই!'

আপনি যতোদিনে বুঝবেন,ততোদিন আপনাকে ঠকানো মানুষ টা আপনাকে ছেড়ে সুখেই আছে! কষ্টে থাকবেন আপনি একাই!

এরপরেই আপনার 'কষ্ট" টা বেড়ে যাবে! একটু পর পর আপনার দীর্ঘনিঃশ্বাস বের হবে! আপনি শুধু ভাবতে থাকবেন 'ও কি সব সময় আমার সাথে মিথ্যা ই বলে গেলো? আমাকে এতোই বোকা বানিয়ে রেখেছিলো!'

আপনি বারবার নিজেকেই প্রশ্ন করবেন, 'আমাকে কেনো ঠকালো? আমি তো ওরে ভালোবাসতাম! ঠকানোর জন্য ও আমাকেই পেলো? আমি ওর অভিনয় টা একটুও বুঝলাম না?! আমি এতো বোকা?'

আপনার সেই মানুষ টার প্রতি রাগ জিদ কিচ্ছু কাজ করবেনা আর! আপনি শুধু নিজের চোখ, কান কেই অবিশ্বাস করবেন! এতো সুনিপুণ ভাবে আপনাকে ঠকানো হয়েছে, আপনি টের ই পান নাই! মানুষ এত্ত সুন্দর অভিনয় করতে পারে?!

চরম শত্রু ঠকালেও গায়ে লাগেনা,কিন্তু সবচেয়ে কাছের মানুষ যাকে ভেবেছেন;সে ঠকালে সেইটা মেনে নেওয়া যায়না। নিজেকে খুব অসহায় লাগে, দিন দুনিয়া অন্ধকার হয়ে যায়!

Good Morning everyone ❤️❤️
29/10/2025

Good Morning everyone ❤️❤️

এই হচ্ছে আমার পেইজের অবস্থা সবি লালে লাল😭😭Good morning everyone ❤️❤️
27/10/2025

এই হচ্ছে আমার পেইজের অবস্থা সবি লালে লাল😭😭
Good morning everyone ❤️❤️

ছেড়ে গেছে মানে মরে গেছে 😃😃😃😡😡
26/10/2025

ছেড়ে গেছে মানে মরে গেছে 😃😃😃😡😡

Good morning everyone ❤️❤️ fans
26/10/2025

Good morning everyone ❤️❤️
fans

শুভ সকাল সবাইকে ❤️❤️চলে আসলাম শিবচর, মাদারীপুর ❤️❤️ fans
24/10/2025

শুভ সকাল সবাইকে ❤️❤️
চলে আসলাম শিবচর, মাদারীপুর ❤️❤️
fans

শুভ দুপুর সবাইকে ❤️❤️
23/10/2025

শুভ দুপুর সবাইকে ❤️❤️

23/10/2025

মন খারাপ থাকলে কাজ করতেও ভালো লাগে না😭
সবাই একটু দোয়া কইরেন 🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৈমন্তী ০১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share