
19/08/2025
আজ বিশ্ব আলোকচিত্র দিবস 💚 আমি কোনো ফটোগ্রাফার নই, এগুলো সব শখের বশে করি, আমার এই পেইজটাও শখের বশে খুলছিলাম কিছুদিন আগে নিজের ফোনের স্টোরেজ ফাঁকা করা আর কিছু মেমোরি রেখে দেওয়ার উদ্বেশ্যে 📷😌, আমার কাছে এমন কোনো বিশেষ দিন নেই, আমার যখন যে জিনিস ভালো লাগে, সেটা ফ্রেম বন্দি করে রাখি 🌸 তাই আমি একজন সুখি মোবাইল ফটোগ্রাফার। এর মধ্যে ছবি কিছু হয়ত ঝাপসা আছে কিছু হয়তো ফ্রেম ঠিক নেই, তবে আমার এখানে সুখ মেলে তাই ছবি তুলি ☺💚
Happy World Photography day 🖤📷