21/09/2025
কোথায় গিয়ে মাথা গুঁছবো মাথা গোজার ঠাই কোথাও নেই! মা চলে যাওয়ার পর গত সাড়ে তিন বছরের অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি। যেমনটা ঠকেছি ভালোবাসার মানুষের কাছে ঠিক তার থেকেও বাজে ভাবে ঠকেছি নিজের আপন বড় ভাইয়ের কাছে।কাকে বিশ্বাস করবো ? বাবা মার রেখে যাওয়া সম্পত্তির অধিকার বুঝে নিতেও অনেক খেসারত দিতে হয়েছে। নিজের অধিকারের পাওনা টাকা আদায় করার জন্য মানুষের হাত পা ধরে অনুরোধ করতে হচ্ছে তারপরও নিজের অধিকারের পাওনা টাকা টুকু পাচ্ছি না। সবকিছু মিলিয়ে মানসিক অবস্থা এত টা পরিমানে খারাপ যে চাকরিটা ও ঠিকমতো করতে পারছি না? সবদিক থেকে পাওয়া কষ্ট একাকীত্ব সবকিছু মিলিয়ে মনে হয় নিজের জীবনটা নিজেই দিয়ে ফেলি! বাবা মা মারা যাওয়ার পর যে ভাইয়ের আমার বাবা মায়ের মত করে দায়িত্ব নেয়ার কথা ছিল সে ভাই শুধুমাত্র সম্পত্তির কারণে আমার সাথে সম্পর্ক ভালো না। আর যে ভালোবাসার মানুষ আমার আম্মুর কবরের পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল আমাকে নাকি সে কখনো মাটিতে পরতে দিবে না আসলে সেই আমাকে মাটিতে পিষে ফেলেছে অথচ সেই আমার মার জানাজায় এবং কবর দেয়ার সময় শরিক হয়েছিল। এত বছর সম্পর্কের পর বিয়ের বন্ধনে নিজেকে বাঁধতে চাইছিলাম কিন্তু সে বিয়ে করে নাই এটাও নাকি আমার দোষ! সেই বিয়ে নিয়ে আজকে আমার ভাবির কাছে আমি খোটা শুনি মানুষের কাছে খোটা শুনি ভালবাসা মানুষের কাছে খোটা শুনি। আসলে বিয়ের যে ব্যাপারটা এটা কি আমি ইচ্ছাকৃত করি নাই নাকি আমার সাথে প্রতারণা করা হইছে ,নাকি আল্লাহ আমার ভাগ্যে লিখে নাই তাই হয় নাই। কি বুঝ দিয়ে নিজের মনকে শান্ত করব?আমিও তো খুব করে চাই একাকিত্বের লাইফ থেকে বের হয়ে সংসার করতে! আমি তো আর বুঝি নাই তিন বছরে আমার লাইফের এত পরিবর্তন হয়ে যাবে বাবা মা ছাড়া একা সময় পার করতে হবে । মা থাকার সময় কখনো চিন্তাই করি নাই বিয়ে করে সংসার করতে হবে । মা বেঁচে থাকার সময় অনেক চেষ্টা করেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য ,আমি করি নাই ..কেন জানি কখনো এর প্রয়োজন মনে হয় নাই কিন্তু আজ আমি অনেক একা ,নিজেকে অনেক ভাবে সামলিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু এখন আর মন শরীর সঙ্গ দেয় না , মনে হয় এত কষ্টের মাঝে জীবনে বেঁচে থাকা অনেক কষ্ট এর থেকে মনে হয় মরে যাওয়া অনেক সহজ।আমি তো ঠিকমত কোন আত্মীয়-স্বজনের বাসায় যাই না। দিন দিন আমার ভিতরে অনেক অস্থিরতা কাজ করে। আমি বাহিরে কোথাও নিজেকে শান্ত করতে পারি না অফিসের কাজ ঠিকমতো করতে পারি না আমি বাসায় ফিরে বাসায় শান্তি খুঁজে পাই না। কারো কাছে নিজের শরীর খারাপ মন খারাপের কথা বলতে পারি না। শুধু মনের মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই কিন্তু কোথায় যাব সেই জায়গাটাও তো খুঁজে পাই না। আমার নিজের লাইফের প্রতি আমার অনেক অভিযোগ 😔। যে কষ্টগুলো আমার রুহু অব্দি পৌঁছে গিয়েছে সেই কষ্টের সমাধান নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমেই হয়তো সমাধান হবে। ভালো থাকার আর কোনো অস্তিত্ব খুঁজে পাই না😔