Me & mew

Me & mew Welcome to my new official page of “Me & mew”🐈‍⬛🐈‍⬛- please like👍comment 🔤 and share📲.. Tnq🥰😛

21/09/2025

কোথায় গিয়ে মাথা গুঁছবো মাথা গোজার ঠাই কোথাও নেই! মা চলে যাওয়ার পর গত সাড়ে তিন বছরের অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি। যেমনটা ঠকেছি ভালোবাসার মানুষের কাছে ঠিক তার থেকেও বাজে ভাবে ঠকেছি নিজের আপন বড় ভাইয়ের কাছে।কাকে বিশ্বাস করবো ? বাবা মার রেখে যাওয়া সম্পত্তির অধিকার বুঝে নিতেও অনেক খেসারত দিতে হয়েছে। নিজের অধিকারের পাওনা টাকা আদায় করার জন্য মানুষের হাত পা ধরে অনুরোধ করতে হচ্ছে তারপরও নিজের অধিকারের পাওনা টাকা টুকু পাচ্ছি না। সবকিছু মিলিয়ে মানসিক অবস্থা এত টা পরিমানে খারাপ যে চাকরিটা ও ঠিকমতো করতে পারছি না? সবদিক থেকে পাওয়া কষ্ট একাকীত্ব সবকিছু মিলিয়ে মনে হয় নিজের জীবনটা নিজেই দিয়ে ফেলি! বাবা মা মারা যাওয়ার পর যে ভাইয়ের আমার বাবা মায়ের মত করে দায়িত্ব নেয়ার কথা ছিল সে ভাই শুধুমাত্র সম্পত্তির কারণে আমার সাথে সম্পর্ক ভালো না। আর যে ভালোবাসার মানুষ আমার আম্মুর কবরের পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল আমাকে নাকি সে কখনো মাটিতে পরতে দিবে না আসলে সেই আমাকে মাটিতে পিষে ফেলেছে অথচ সেই আমার মার জানাজায় এবং কবর দেয়ার সময় শরিক হয়েছিল। এত বছর সম্পর্কের পর বিয়ের বন্ধনে নিজেকে বাঁধতে চাইছিলাম কিন্তু সে বিয়ে করে নাই এটাও নাকি আমার দোষ! সেই বিয়ে নিয়ে আজকে আমার ভাবির কাছে আমি খোটা শুনি মানুষের কাছে খোটা শুনি ভালবাসা মানুষের কাছে খোটা শুনি। আসলে বিয়ের যে ব্যাপারটা এটা কি আমি ইচ্ছাকৃত করি নাই নাকি আমার সাথে প্রতারণা করা হইছে ,নাকি আল্লাহ আমার ভাগ্যে লিখে নাই তাই হয় নাই। কি বুঝ দিয়ে নিজের মনকে শান্ত করব?আমিও তো খুব করে চাই একাকিত্বের লাইফ থেকে বের হয়ে সংসার করতে! আমি তো আর বুঝি নাই তিন বছরে আমার লাইফের এত পরিবর্তন হয়ে যাবে বাবা মা ছাড়া একা সময় পার করতে হবে । মা থাকার সময় কখনো চিন্তাই করি নাই বিয়ে করে সংসার করতে হবে । মা বেঁচে থাকার সময় অনেক চেষ্টা করেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য ,আমি করি নাই ..কেন জানি কখনো এর প্রয়োজন মনে হয় নাই কিন্তু আজ আমি অনেক একা ,নিজেকে অনেক ভাবে সামলিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু এখন আর মন শরীর সঙ্গ দেয় না , মনে হয় এত কষ্টের মাঝে জীবনে বেঁচে থাকা অনেক কষ্ট এর থেকে মনে হয় মরে যাওয়া অনেক সহজ।আমি তো ঠিকমত কোন আত্মীয়-স্বজনের বাসায় যাই না। দিন দিন আমার ভিতরে অনেক অস্থিরতা কাজ করে। আমি বাহিরে কোথাও নিজেকে শান্ত করতে পারি না অফিসের কাজ ঠিকমতো করতে পারি না আমি বাসায় ফিরে বাসায় শান্তি খুঁজে পাই না। কারো কাছে নিজের শরীর খারাপ মন খারাপের কথা বলতে পারি না। শুধু মনের মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই কিন্তু কোথায় যাব সেই জায়গাটাও তো খুঁজে পাই না। আমার নিজের লাইফের প্রতি আমার অনেক অভিযোগ 😔। যে কষ্টগুলো আমার রুহু অব্দি পৌঁছে গিয়েছে সেই কষ্টের সমাধান নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমেই হয়তো সমাধান হবে। ভালো থাকার আর কোনো অস্তিত্ব খুঁজে পাই না😔

09/09/2025

Aktu skin care routine shear korlam ..🥰🥰 products gulo purchase korechi The Mall theke

ভেবেছিলাম , একদিন সব মিথ্যা নাটক আর অবহেলার হিসাব সুদে আসলে চুকিয়ে দিবো । আমি তোমাকে ভালবাসি এই কথা শুনতে ইচ্ছে করে তোমা...
09/09/2025

ভেবেছিলাম , একদিন সব মিথ্যা নাটক আর অবহেলার হিসাব সুদে আসলে চুকিয়ে দিবো । আমি তোমাকে ভালবাসি এই কথা শুনতে ইচ্ছে করে তোমার, কিন্তু শুনতে পারবা না । যে ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে , আমাকে অনেক ভাবে ছোট করে কথা বলেছিলে তার চেয়ে নিকৃষ্টভাবে ভাবে মুখ ফিরিয়ে নিয়েছি।
এখন তুমি যে পথে অপেক্ষা করো ছলছল চোখে, সেই একই পথে আমি ও ছিলাম কিন্তু সে সময় গুলোর মুল্য দেও নি, সে একই পথে দিয়ে নির্দ্ধিধায় সব মায়া ত্যাগ করে স্মৃতি জড়ানো স্কুটিতে করেই বাসায় যাওয়া আসা করি, হ্যাঁ আমি সেই মেয়েটাই যে মেয়েটা প্রতিদিন অফিস শেষে তোমার সাথে দেখা করে বাসায় ফিরত , এখন আমি দেখেও দেখি না,
ফিরে তাকানোর সময় নেই ।
তুমি মরে গেছো মনে, স্মৃতি হারানো মস্তিষ্কে ।
আমি তো পুরোপুরি তোমার নিয়ন্ত্রনে ছিলাম এখন যে তোমার নিয়ন্ত্রণ থেকে সরে এসেছি বুঝতে পারো তো?
কতটা পোড়ায় দূরে যাওয়ার আঁচ ??

রাস্তার ভিক্ষুককেও আমি ফিরাই না, ৫/১০ টাকা দিয়ে খুশি করি । তাও তোমাকে দেবার কিছুই নেই, তুমি স্বভাবের ভিক্ষুক, স্বভাবের ভিক্ষুক পূর্ণতার আমার কাছে নেই🙃

একই পাড়ায় থাকি, একই পথ চলা আমাদের কিন্তু আমাদের গন্তব্য ভিন্ন ভিন্ন।
ক্ষমায় খুনিরা থাকলেও, মন খুনির ক্ষমা নেই ।

New Skincare Arrivals 🌸🌸
08/09/2025

New Skincare Arrivals 🌸🌸

Ami Aii post ta dekhe vacchilam jee ami oo akta Breakup ceremony dibo 😄😄😄 bt bt bt … Kivabe dibo ? Amr dik theke too  f...
08/09/2025

Ami Aii post ta dekhe vacchilam jee ami oo akta Breakup ceremony dibo 😄😄😄 bt bt bt … Kivabe dibo ? Amr dik theke too  final separation kintu Oii beyadob bedar natok akn oo sesh hoy nai … kichu na kichu bahana tar acheii 😑… permanently solution hoile akta date fixed kore Breakup ceremony dibo 😄😄😄

অনুষ্ঠানে সকলের দাওয়াত রইলো...

05/09/2025

"আজকে ছিলো আমার বিড়ালদের স্পা ডে! 🛁 "নখ কাটা ✔️গোসল ✔️চিল মোড অন 😻আজ আমার বাচ্চাদের প্যাম্পারিং ডে! বাচ্চা দের ধরে ধরে গোসল করিয়ে দিলাম , নখও কেটে দিলাম! বাচ্চারা বলছে “টর্চার” আমি বলি 'প্যাম্পারিং'🤭😜! ওরা একটু বিরক্ত হলেও, আমি তো ভীষণ খুশি! 😹🐾❤️

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Me & mew posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category