07/09/2025
চন্দ্রগ্রহণ: বিরল মহাজাগতিক ঘটনা শুরু হয়ে গেছে, চলবে ৮২ মিনিট।
বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের আকাশে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণের সূক্ষ্ম ছায়া বা পেনামব্রাল পর্ব। রাত ১০টা ৩০ মিনিটের দিকে আংশিক গ্রহণ শুরু হয়। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। রাত সাড়ে ১১টার পর থেকে দেশের আকাশে এই বিরল দৃশ্য দেখা যাবে। মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম ও বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ গ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট-সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ।