Ahmad Abdullah Arman

Ahmad Abdullah Arman MPhil Researcher | Lecturer (Adjunct) at Manarat International University | Aviation Professional | Born and Brought up in a Respected Political Family

19/10/2025
19/10/2025

নোয়াখালীতে শিবিরের দারসুল কোরআন প্রোগ্রামে বিএনপি-যুবদলের হামলা। মসজিদে ভাঙচুর, ভাইদের রক্তাক্ত করা হয়েছে। কুরআন বিরোধিতা আসলে আওয়ামী ইসলামবিদ্বেষেরই রূপ। নতুন ইসলামবিদ্বেষী রাজনীতি শুরু, পুরোনো চেহারায়।

18/10/2025

বিমানবন্দরে অনিয়ন্ত্রিত আগুন। রানওয়ে বন্ধ। ২৬টি ইউনিট একসাথে কাজ করছে, তবুও আগুনের লেলিহান শিখা এখনো অনিয়ন্ত্রিত। নিজের কর্মক্ষেত্রে এমন দৃশ্য কোনোদিন কল্পনাও করিনি। সকলের কাছে নিরাপত্তার জন্য দোয়া কামনা করছি।

16/10/2025

আওয়ামী জাহেলিয়াতের নগ্ন চেহারা।

আমার ভাই ব্যারিস্টার আরমানকে কিভাবে তারা আয়নাঘরের জীবন্ত করবে বন্দি করে রেখেছিল এই ডকুমেন্টারিতেই তার প্রমাণ।

এই জুলুমের বিচার এই দুনিয়ায় না হলেও আসমানে হবেই, ইনশাআল্লাহ।

জালিমদের বিচার একদিন হবেই, এটাই আল্লাহর প্রতিশ্রুতি।

পথটা বাবার, ভারটা সন্তানেরও
09/10/2025

পথটা বাবার, ভারটা সন্তানেরও

১৯৯৪ সাল। খুলনা সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী হিসেবে আব্বু, মিয়া গোলাম পরওয়ারকে জনগণের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন তৎক...
06/10/2025

১৯৯৪ সাল। খুলনা সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী হিসেবে আব্বু, মিয়া গোলাম পরওয়ারকে জনগণের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন তৎকালীন আমিরে জামায়াত, প্রফেসর গোলাম আজম (রহ.)। এক ঐতিহাসিক দৃশ্য।

খুলনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম আজম। আব্বু তখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি। মহানগর জামায়াতের শুরা সদস্য।

খুলনার রাজনৈতিক অঙ্গনে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। শ্রমিক অঙ্গনে নিষ্ঠা, পরিশ্রম ও সততার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে ওঠা এক তরুণ নেতাকে সামনে নিয়ে আসা- এটাই ছিল জামায়াতের নেতৃত্ব নির্বাচনের অন্যতম সৌন্দর্য।

শ্রমিক কল্যাণের দায়িত্ব থাকাকালেই দুর্বৃত্তদের হামলায় আব্বুর চোখ রক্তাক্ত হয়েছিল। সে গল্প হয়তো আরেকদিন বলবো, ইনশাআল্লাহ।

আমার মনে পড়ে, আমাদের খুলনার বাড়িতে আব্বুর পুরোনো আলমারিতে এই ছবিটা খুব যত্নে রাখা ছিল। বড় করে লেমিনেট করা, যেন ইতিহাসের এক টুকরো। যখনই আব্বুর চোখে পড়তো, তিনি ইমোশনাল হয়ে যেতেন। গল্প শোনাতেন।

এই ছবির একটি বিশেষ গল্প আছে। সেই জনসভায় প্রফেসর সাহেবের সঙ্গে মুসাফাহা করতে গিয়ে আব্বু এক হাত বাড়িয়েছিলেন। প্রফেসর সাহেব তখন বলেছিলেন-
“পরওয়ার, আরেক হাত কই?”

সেই দিন থেকে আব্বু আর কখনো এক হাতে মুসাফাহা করেননি। আমাদেরও শিখিয়েছেন, মুসাফাহা মানে পুরো হৃদয় দিয়ে অভ্যর্থনা, দুই হাতে।

ছবিতে আব্বুর চোখে যেন সেই লাজুক কৃতজ্ঞতা, নম্রতা আর পরম আনুগত্যের ছাপ ফুটে উঠেছে। কি সুন্দর মোয়ামালাত! যেন প্রজ্ঞা ও শ্রদ্ধার অদৃশ্য সেতুবন্ধন।

ওস্তাদদের ওস্তাদ, প্রফেসর গোলাম আজম (রহ.)-কে আল্লাহ তুমি বেহেশতের মেহমান বানাও। তাঁর জানাযা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাযা। তখন আব্বু কাশিমপুর কারাগারে ছিলেন। আব্বুর পক্ষ থেকে আমার সুযোগ হয়েছিল সেই ঐতিহাসিক জানাযায় অংশ নেওয়ার।

আল্লাহ তুমি জামায়াতে ইসলামীকে সেই প্রজ্ঞাময় নেতৃত্ব দান করো, যারা ইতিহাস গড়ে।

কে জানতো- খুলনার শিরোমণি গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সেই সংগ্রামী তরুণ একদিন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন!

একজন গোলাম পরওয়ারকে, আল্লাহ তুমি এ জাতির মুকাব্বির হিসেবে কবুল করো।

জামায়াতের রাজনৈতিক কাঠামোতে সেক্টরভিত্তিক 'এক্সপার্ট' নিয়োগ সত্যিই জরুরি। তবে কোনো ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে আনার...
03/10/2025

জামায়াতের রাজনৈতিক কাঠামোতে সেক্টরভিত্তিক 'এক্সপার্ট' নিয়োগ সত্যিই জরুরি। তবে কোনো ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে আনার আগে তার ব্যাকগ্রাউন্ড, অতীত কার্যক্রম এবং ব্যক্তিগত ভাবমূর্তি যাচাই করা অপরিহার্য। অন্যথায় যোগ্যতার পরিবর্তে বিতর্কিত চরিত্রের মানুষ উঠে এলে পুরো সংগঠনের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয়।

এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

01/10/2025

ছাত্র-যুব সমাবেশ, ডুমুরিয়া উপজেলা
খুলনা-৫ 🇧🇩

শ্বাশত জীবনের বিধান কুরআন, আল্লাহর নামে জ্ঞানের প্রতীক কলম, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, নতুন ভোরের সূর্য, লাল-সবুজ পতাকা...
29/09/2025

শ্বাশত জীবনের বিধান কুরআন, আল্লাহর নামে জ্ঞানের প্রতীক কলম, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, নতুন ভোরের সূর্য, লাল-সবুজ পতাকার একটি চিরসবুজ বাংলাদেশ।

আগামী ২৬ সেপ্টেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।সকাল ৯টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকাল ৩টায় ফুলতলা স্বাধীনতা...
24/09/2025

আগামী ২৬ সেপ্টেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

সকাল ৯টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকাল ৩টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে, আব্বুর নির্বাচনী দুই উপজেলা খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র-যুব সমাবেশ।

বিশেষ অতিথি থাকবেন —
মাওলানা রফিকুল ইসলাম খান
ড. শফিকুল ইসলাম মাসুদ

সন্মানিত অতিথি থাকবেন —
জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

তরুণ ও যুবকদের অংশগ্রহণে এই সমাবেশ ইনশাআল্লাহ একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।

আল্লাহর কাছে দোয়া করি, যেন এই সমাবেশগুলো ব্যাপক সাফল্যমণ্ডিত হয় এবং সত্য-ন্যায়ের পথে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Abdullah Arman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share