সারাহ্

সারাহ্ মানুষ আসলে দূরেই এবং অজানা তেই সুন্দর।

চিন্তা করা যায়? হালায় একজন সরকারি বন কর্মকর্তা যেখানে বদলি হয়েছে যে বনে গেছে সেই বনেই একটা করে বিয়ে করেছে। এখন ১৭ বউ...
12/09/2025

চিন্তা করা যায়?
হালায় একজন সরকারি বন কর্মকর্তা যেখানে বদলি হয়েছে যে বনে গেছে সেই বনেই একটা করে বিয়ে করেছে। এখন ১৭ বউ একসাথে তার বিরুদ্ধে মামলা দিয়েছে।
অবশেষে বলছি আমি কাউকে চিনি না। 🤣🤣🤣

চা কাইবা জনগন্স!
12/09/2025

চা কাইবা জনগন্স!

ফাহমিদা আলমকে গনধ/র্ষনের হুমকিদাতা আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা। সার্জেন্ট জহুরুল হক হল,২০-২১ সেশন (সমাজব...
01/09/2025

ফাহমিদা আলমকে গনধ/র্ষনের হুমকিদাতা আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা।
সার্জেন্ট জহুরুল হক হল,২০-২১ সেশন (সমাজবিজ্ঞান বিভাগ)
জেলা: গোয়াইনঘাট, সিলেট।
শুধুমাত্র মতের ভিন্নতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিবির নেতা গণধ/র্ষণের পদযাত্রা করতে চায়।

নোট:
সে যে শিবির সেটা কমেন্টে দেখুন।

র কে নিয়োগ দিয়েছে প।
01/09/2025

র কে নিয়োগ দিয়েছে প।

ডাক্তারনি যেহেতু বলেছে.. তাহলে যাচাই-বাছাই করেই বলেছে হয়তো। 🤣
01/09/2025

ডাক্তারনি যেহেতু বলেছে..
তাহলে যাচাই-বাছাই করেই বলেছে হয়তো। 🤣

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার পিছনের ঘটনা আমি সংক্ষেপে বলছি। তখন আপনারাই বিচার করতে পারবেন এই ঘটনার  দায়ভার কার। চট্...
01/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার পিছনের ঘটনা আমি সংক্ষেপে বলছি। তখন আপনারাই বিচার করতে পারবেন এই ঘটনার দায়ভার কার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভাড়া থাকেন। ভবনের নিয়ম অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটের পর মূল গেট বন্ধ হয়ে যায়। কিন্তু ওই ছাত্রী প্রায়ই অনেক রাত করে বাসায় ফিরে। এ নিয়েই তার সঙ্গে দারোয়ানের দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়েছে।

ঘটনার দিনও তিনি গভীর রাতে ফিরে আসেন। তখন গেট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং দারোয়ান ঘুমিয়ে পড়েছেন। নিয়ম অনুযায়ী গেট খোলার কথা না থাকলেও ছাত্রীটি জোরে চিৎকার-চেঁচামেচি ও গেট ধাক্কাধাক্কি শুরু করেন। এতে পুরো ভবনের বাসিন্দারা ঘুম থেকে জেগে ওঠেন। পরে গেট খোলা হলে তিনি উত্তেজিত হয়ে দারোয়ানের সঙ্গে শারীরিকভাবে দুর্ব্যবহার করেন।

অন্যদিকে দারোয়ানও চুপ থাকেননি, তিনিও পাল্টা হাত তোলেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন ছাত্রীটি তার হলে থাকা বন্ধুদের ফোনে ডেকে আনে। বন্ধুরা এসে দারোয়ানের ওপর চড়াও হয়। এ সময় আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসলে ছাত্ররা তাদের উপরও হামলা চালায়।

তবে এলাকাবাসীরাও চুপ করে বসে থাকেনি; তারা প্রতিবাদে এগিয়ে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ফলে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ রূপ নেয় এবং সংঘর্ষ চলমান থাকে… cp


মূল লেখা: Nurul Alam Sohel ভাইয়ের।

ইউনুস স্যারকে নিয়ে কে যেন বাজে কথা বলেছিল বিএনপি'র এক কর্মী তার নামে মামলা করেছিল। সেই লোক এখনো জেলের ভিতর। অথচ বিপ্লবী...
01/09/2025

ইউনুস স্যারকে নিয়ে কে যেন বাজে কথা বলেছিল বিএনপি'র এক কর্মী তার নামে মামলা করেছিল। সেই লোক এখনো জেলের ভিতর। অথচ বিপ্লবীগুলো এখন কি ভাষা ব্যবহার করেছে দেখছেন।

স্যারের গোপন কথা এবং পদত্যাগের অপেক্ষায় রইলাম। 🤣🤣
01/09/2025

স্যারের গোপন কথা এবং পদত্যাগের অপেক্ষায় রইলাম। 🤣🤣

লাঞ্চ টাইম? সবাই খাইছো?
01/09/2025

লাঞ্চ টাইম? সবাই খাইছো?

আগামীর সংসদ। বলো নারায়ে তাকবির।
01/09/2025

আগামীর সংসদ।
বলো নারায়ে তাকবির।

Good morning
01/09/2025

Good morning

Good night
31/08/2025

Good night

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when সারাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share