সারাহ্

সারাহ্ মানুষ আসলে দূরেই এবং অজানা তেই সুন্দর।

জামাতের আমি শফিক নানু। এক মাসে ১৭ বার তার কথা পরিবর্তন করেছে।
08/07/2025

জামাতের আমি শফিক নানু।
এক মাসে ১৭ বার তার কথা পরিবর্তন করেছে।

Good morning
08/07/2025

Good morning

শুভ রাত্রি 🥱🥱🥱
07/07/2025

শুভ রাত্রি 🥱🥱🥱

07/07/2025

দশ মাসেও চাকরি ফেরত মেলেনি — প্রতিশ্রুতি শুধু ছিল ‘ডায়লগবাজি’?

হাসিনার পতনের পর ইউনুসসহ সরকারের উপদেষ্টা, ছাত্র সমন্বয়করা প্রতিদিনই বড় বড় ডায়লগ মারতেন —
বলতেন, শেখ হাসিনা নাকি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার জন্য বিজিবি'র ভিতরেই বড় বড় অফিসারদের চাকরি খেয়ে ফেলেছিলেন।

শুধু তাই না —
✅ তাদের নাম পর্যন্ত বদলে ফেলা হয়েছিল
✅ “বাংলাদেশ রাইফেলস (BDR)” এর নাম পাল্টে দেওয়া হয়েছিল
✅ বলেছিলেন, এই নাম ফেরত আসবে
✅ এবং যাদের চাকরি গিয়েছে, সবার চাকরি ফেরত দেওয়া হবে — এই ছিল তাদের জুলাই ওয়াদা।

কিন্তু দশ মাস পার হয়ে গেল, কোথায় সেই প্রতিশ্রুতি?

আজও হাজার হাজার পরিবার অপেক্ষায় —
চাকরি হারানো বিডিআর সদস্যরাও সেই আশায় যমুনার পাড়ে গিয়েছিল তাদের ন্যায্য অধিকারের কথা জানাতে।

কিন্তু এই সরকার কি করল?

🟥 তাদের উপরে ছোড়া হলো গরম জল
🟥 ব্যবহার হলো সাউন্ড গ্রেনেড
🟥 ভরিয়ে দেওয়া হলো কাঁদানে গ্যাসে

চাকরি ফেরত চাওয়াটাই কি এখন অপরাধ?

যারা মুখভরে বলেছিলেন —
👉 “ভারতের নির্দেশে জাতীয় নিরাপত্তা বলি দেওয়া হয়েছে”
👉 “আমরা বিজিবিকে পুনরুদ্ধার করব”
👉 “শেখ হাসিনার অন্যায়ে যারা চাকরি হারিয়েছেন, তারা ফিরবেন” —
আজ তারা কোথায়?

🔻 ডায়লগবাজি আর ফেসবুক পোস্ট দিয়েই কি দেশ চলে?
🔻 নাকি প্রতিশ্রুতি ছিল শুধু অপপ্রচার আর আবেগের খেলা?

আজ উত্তর চায় মানুষ। কথা দিলে রাখেন—নাহলে স্পষ্ট করে বলেন, দিচ্ছেন না।

হাসিনা এজিদ, আর তুমি নবীজীর রাস্তায় কাটা বিছিয়ে রাখা সেই বুড়ি  #সুবাইয়া বিনতে হারব। 😚😚😚
07/07/2025

হাসিনা এজিদ, আর তুমি নবীজীর রাস্তায় কাটা বিছিয়ে রাখা সেই বুড়ি #সুবাইয়া বিনতে হারব। 😚😚😚

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে ...
07/07/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি আমি ! 🙂

মালেশিয়ার গোয়েন্দা রিপোর্ট এবং তাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট অনুযায়ী ৩৬ বাংলাদেশি আইএস জঙ্গি মাল...
06/07/2025

মালেশিয়ার গোয়েন্দা রিপোর্ট এবং তাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট অনুযায়ী ৩৬ বাংলাদেশি আইএস জঙ্গি মালয়েশিয়াতে ধরা পড়েছে। তাদের ভেতরে কিছু জঙ্গিকে বাংলাদেশে লাথি মেরে পাঠিয়ে দিয়েছে।
_এদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তারা কেউ জঙ্গি নয়।

তাহলে আমার কিছু কথা.. স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর..

স্যার আপনি যদি মনে করেন —
ওরা খুব ভালো মানুষ, ওরা জঙ্গি নয়
ওদের আদর্শ ঠিক, চিন্তা বিশুদ্ধ, চরিত্র মহান...

তাহলে এক কাজ করেন
আপনার অথবা যেকোন উপদেষ্টার মেয়েদের কে মালয়েশিয়া ফেরৎ আদর্শ ব্যক্তি বিশুদ্ধ চিন্তাধারী মহান চরিত্র সম্পন্ন অজঙ্গী দের মধ্য থেকে যেকোনো একজনের সঙ্গে বিয়ে দিয়ে প্রমাণ করুন তারা জঙ্গি নয় তারা আদর্শ ব্যক্তি এবং সমাজে গ্রহণযোগ্য।
দেখি কেমন পারেন। তবে এটা পারবেন না। জানি।

যাই হোক সবাইকে আজকের মত বিদায়। শুভ রাত্রি।🥱🥱🥱

তালাকের আগে ও পরে....🤣🤣🤣
06/07/2025

তালাকের আগে ও পরে....🤣🤣🤣

Where the jungle meets the sky 🐘🌿
06/07/2025

Where the jungle meets the sky 🐘🌿

এবার নিশ্চয়ই ভারত ভয় পাবে!! আমরা ঠিক ঠিক সেভেন সিস্টার্স দখল করেই ছাড়বো। ইনশাআল্লাহ। 😜😜😜😜আমার কিন্তু মেঘালয় টা চাই ই চা...
06/07/2025

এবার নিশ্চয়ই ভারত ভয় পাবে!! আমরা ঠিক ঠিক সেভেন সিস্টার্স দখল করেই ছাড়বো। ইনশাআল্লাহ। 😜😜😜😜
আমার কিন্তু মেঘালয় টা চাই ই চাই! 😎

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when সারাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share