Jummo Kontho-জুম্ম কন্ঠ

Jummo Kontho-জুম্ম কন্ঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jummo Kontho-জুম্ম কন্ঠ, News & Media Website, Dhaka.

08/05/2025

📌রোয়াংছড়ি
০৭মে২০২৫

চিংম্রা খেয়াং এর ধর্ষক এবং হত‍্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ-

দেড় বছরের শিশুটি মৃত মায়ের লাশের  পাশে গিয়ে কান্না করতে করতে দুধ খাওয়ার জন্য মা মা বলে ডাক দিচ্ছিলো এবং তখন তার মৃত মায়ে...
07/05/2025

দেড় বছরের শিশুটি মৃত মায়ের লাশের পাশে গিয়ে কান্না করতে করতে দুধ খাওয়ার জন্য মা মা বলে ডাক দিচ্ছিলো এবং তখন তার মৃত মায়ের মূখের উপরে মাছিরা ভন ভন করে উড়ছিলো-

৭ মে ২০২৫
রোয়াংছড়ি প্রতিনিধি:

আজ ৭ মে, ২০২৫ রোজ বুধবার বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোয়াংছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিল ও সমাবেশে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী চসিংথোয়াই মারমার সঞ্চালনায় বক্তব‍্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা,জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুম‍্যাশৈ মারমা,খেয়াং সম্প্রদায়ের প্রতিনিধি শ্রীজন খেয়াং,পিসিপি রোয়াংছড়ি থানা শাখার সভাপতি হ্লামংচিং মারমা,পিসিপি বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ‍্যা,হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা কমিটির সভাপতি উলিসিং মারমা,রোয়াংছড়ি আদিবাসী সচেতন জনতার পক্ষে মংয়ইচিং মারমা।

সৃজন খেয়াং বলেন, গত মার্চ মাসের ১০ তারিখে আমাদের রোয়াংছড়ির খামতাং পাড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে সড়ক মেরামত কাজে নিযুক্ত থাকা বহিরাগত বাঙালি শ্রমিক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু আমরা তখনো দেখতে পেয়েছি প্রশাসন নানা মহল নানাভাবে সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো। সেই ঘটনার ২ মাস পার না হতেই আবারো গত ৫ তারিখে থানচিতে আমাদের এক নিরীহ খিয়াং বোনকে ধর্ষকেরা ধর্ষণ করার পরে নৃশংসভাবে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে রাখে। ধর্ষণ ও হত্যার শিকার হওয়া আমাদের খেয়াং বোনটির একটা দেড় বছরের বাচ্চা শিশু রয়েছে। সেই অবুঝ বাচ্চা শিশুটি নাকি তার মৃত মায়ের লাশের মুখের পাশে গিয়ে কান্না করতে করতে দুধ খাওয়ার জন্য মা, মা বলে ডাক দিচ্ছিলো এবং তখনো তার মৃত মায়ের মূখের উপরে মাছিরা ভন ভন করে উড়ছিলো। কি এক মর্মান্তিক দৃশ্য। আমি এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই? যুগ যুগ ধরে এই বাংলাদেশ রাষ্ট্র আমাদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর কেন? এত নিপীড়ন নির্যাতন, ধর্ষণ ও হত্যা চালাচ্ছে। এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের সংখ্যাগুরু বাঙালিরা কি আমাদেরকে মানুষ হিসেবে গন্য করেনা? পরিশেষে তিনি চিংম্রা খেয়াং এর ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তার বক্তব্য সমাপ্তি করেন।

হ্লামংচিং মারমা বলেন,রাষ্ট্রটাই ধর্ষকদের রক্ষাকর্তা,রাষ্ট্র ধর্ষকদের পাহারাদার।তার কারণে দেশে ক্রমান্বয়ে নারীর প্রতি সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ এবং হত‍্যাকান্ড বৃদ্ধি পাচ্ছে।

তিনি থানছি উপজেলায় পর্যটকদের দ্বারা ধর্ষণ এবং নৃশংস হত‍্যাকান্ডের শিকার হওয়া চিংমা খেয়াং এর প্রসঙ্গ টেনে আরো বলেন,পার্বত‍্য চট্টগ্রামে আদিবাসী নারীর প্রতি সহিংসতা,যৌন নিপীড়ন,ধর্ষণ এবং হত‍্যা বৃদ্ধির প্রধান কারণ পার্বত‍্য চট্টগ্রামে বিচারহীনতার সংস্কৃতি।পার্বত‍্য চট্টগ্রামে আদিবাসীদের উপর সংঘটিত কোনো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায়,ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আদিবাসী নারীরা যৌন সহিংসতা,ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তীতে হত‍্যার শিকার হচ্ছে।

যখন আদিবাসীদের উপর নিপীড়ন,সহিংসতা হয়েছে,আদিবাসী নারীর প্রতি সহিংসতা,ধর্ষণ হয় তখন গণমাধ‍্যমগুলো নিরব ভূমিকা পালন করে।সমতলে ধর্ষণের ঘটনাগুলো যেভাবে প্রচার করা হয় পার্বত‍্য অঞ্চলে ধর্ষণের ঘটনা ঘটলে সেভাবে জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করতে দেখা যায়না।গণমাধ‍্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন না করে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে।পরিশেষে তিনি চিংমা খেয়াংয়ের ধর্ষণ এবং হত‍্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার বক্তব‍্য শেষ করেন।

উলিসিং মারমা বলেন, আজকে ৭২ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও প্রশাসন থানচির তিন্দুতে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া আমাদের বোন চিংম্রা খিয়াং এর ধর্ষক ও হত্যাকারীদের হদিস দিতে পারেনি। এখনো কেন আমার বোন হত্যাকারীদের ধরতে পারেনি?এর দায় কিন্তু প্রশাসনকেই নিতে হবে। আমরা বিগত সময়ে ও দেখেছি আমাদের আদিবাসী বোনদের ধর্ষিত হওয়ার পরেও বিচারহীনতার সংস্কৃতির কারণে সুষ্ঠু বিচার পায়নি। আমরা এখনো এই রাষ্ট্রের কাছ থেকে ন্যায় বিচার পায়নি। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এই দেশে নারী ও আদিবাসীদের উপর ধর্ষন, হত্যা,নির্যাতন বন্ধ হয়নি। আমরা সকাল হলেই শুনতে পাই যে, পাহাড়ে আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে। সমতলের বাঙালি বোনেরা ধর্ষণ,খুন ও নির্যাতনের শিকার হয়েছে। আমরা সকাল হলেই এখনো শুনি আমার এক আদিবাসী ভাই গুমের শিকার হয়েছে, অপহরণের শিকার হয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে এক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং আমরা আরো দেখেছি পাহাড়ে যখন কোন ধর্ষণ হত্যা,খুন ও অপহরণের মতো ঘটনা ঘটে তখন সেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়না। তিনি আরো বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের সমস্যা স্হায়ীভাবে সমাধানের জন্য এবং জুম্মদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে পার্বত‍্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়েছিলো সেই চুক্তি ও যথাযতভাবে বাস্তবায়ন করা হয়নি। এই চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হতো তাহলে আজকে পাহাড়ে ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো জঘণ্য ঘটনা সংঘটিত হতো না।

জামাধন তঞ্চঙ্গ্যা বলেন, আমরা আজকে সকলেই ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাড়িয়েছি। গত ৫ তারিখে আমাদের বোন চিংম্রা খিয়াং ধর্ষণ ও ধর্ষণের পরবর্তীতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। কিন্তু আমরা দেখেছি গতকাল এক সাংবাদিক ধর্ষিতা ও খুনের শিকার হওয়া তার স্বামীকে প্রশ্ন করছেন, কেন? তিনি তার স্ত্রীকে একা একা জুমের কাজে পাঠিয়েছেন। সম্ভবত সে হলুদ সাংবাদিক এই ঘটনার জন্য তার স্বামীর উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সকলে জানি আমাদের মা,বোনেরা পাহাড়ে স্বাধীন ভাবে চলাফেরা থেকে শুরু করে কাজ-কর্ম করে থাকেন। এবং আমাদের মেয়ে শিশুরাও স্বাধীন পরিবেশে নির্ভয়ে পাহাড়ে বেড়ে ওঠে। এছাড়াও পাহাড়ে আদিবাসীদের সমাজে ধর্ষণ ও হত্যার সংস্কৃতি খুবই বিরল এবং নতুন। এই ধর্ষণের সংস্কৃতি মূলত বাঙালিরাই পাহাড়ে আমদানি করেছে এবং এই ধর্ষণ ও হত্যার সংস্কৃতি আজকে যে পাহাড়ে বিরাজমান করছে সেটার জন্য এক মাত্র দায়ী এই রাষ্ট্র। কারণ এই রাষ্ট্রই পাহাড়ে ৮০ দশকের পর থেকে বহিরাগত সেটেলাররা বাঙালিদের সেটেলমেন্ট করেছে। আজকে পাহাড়ে ভূমি বেদখল থেকে শুরু করে হত্যা,ধর্ষণ,সহিংসতা ও সংঘাতের এক মাত্র কারণ হলো রাষ্ট্রের অপরিকল্পিত পর্যটন ও সেটেলার বাঙালি সেটেলমেন্ট। তিনি সবশেষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং চিংম্রা খিয়াং এর ধর্ষক ও হত্যাকারীদরে বিচারের দাবি করে তার বক্তব্য সমাপ্ত করেন।

মংয়ইচিং মারমা বলেন,১৯৯৭সালে বাংলাদেশ রাষ্ট্রের সাথে পার্বত‍্য চট্টগ্রামের অধিবাসীদের ঐতিহাসিক একটি পার্বত‍্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়।চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চুক্তির পর থেকে পার্বত‍্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ,নারীর প্রতি সহিংসতা হয়েছে কোনোটির সুষ্ঠু বিচার হয়নাই।বাংলাদেশে ধর্ষকদের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষকরা উৎসাহিত হয়ে বেশি ধর্ষণ করেন,উল্লাস করেন।রাষ্ট্রের শাসক পরিবর্তন হয়,সরকার পরিবর্তন হয় কিন্তু ধর্ষণের বিচার না হওয়ায় দেশ স্বাধীন হয়নাই,পরাধীন মনে করে বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে আরো বলেন,আমরা পাহাড়ের মানুষ সহজ-সরল,প্রতিবাদ করতে জানিনা মনে করে চিংমা খেয়াং এর ধর্ষণ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন।পরিশেষে তিনি চিংমা খেয়াং এর ধর্ষণ এবং হত‍্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে তার বক্তব‍্য শেষ করেন।

পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলার তঞ্চঙ্গ্যা ছাত্র সমাজের প্রতিনিধি মনিলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে,তার সমাপনী বক্তব‍্যের মধ‍্য দিয়ে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত হয়।

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদে...
07/05/2025

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোয়াংছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে।

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদে...
06/05/2025

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

06/05/2025

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল-

থানচিতে খিয়াং নারীকে গণধর্ষণের পর হত্যা: পিসিপি ও এইচডব্লিউএফের নিন্দা ও দোষীদের শাস্তি দাবিআজ ৫ মে ২০২৫, সোমবার বান্দরব...
05/05/2025

থানচিতে খিয়াং নারীকে গণধর্ষণের পর হত্যা: পিসিপি ও এইচডব্লিউএফের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি

আজ ৫ মে ২০২৫, সোমবার বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়ায় (খিয়াং পাড়া) তিন সন্তানের জননী চিংমা খিয়াং (বয়স: ২৯ বছর ) নামের একজন জুম্ম নারীকে তিনজন বাঙালি শ্রমিক কর্তৃক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তির দাবি জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে বলা হয়, চিংমা খিয়াং প্রতিদিনের মতো আনুমানিক সকাল ৭.০০ ঘটিকায় নিজেদের জুমে একা কাজ করতে যান। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় হলে তিনি না ফিরলে পরিবারের লোকজন ও গ্রামবাসী খোঁজাখুজি শুরু করেন। এসময় তারা জুমে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। তা অনুসরণ করে খুঁজতে খুঁজতে আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকার সময় চিংমা খিয়াং এর লাশ পাওয়া যায়।

চিমাং খিয়াং গত ৪ মে ২০২৫ তারিখে জুমে যাওয়ার পথে রাস্তা নির্মাণে কাজে নিয়োজিত তিনজন বাঙালি শ্রমিককে দেখতে পেয়ে ভয়ে বাড়িতে পালিয়ে আসেন। পরিবার ও গ্রামবাসীর ধারণা, চিংমা খিয়াং জুমে যাওয়ার পথে ঔৎপেতে থাকা তিনজন বাঙালি শ্রমিক জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসী নারীর উপর নিপীড়ন, শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যাসহ মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। প্রায়শই এসব ঘটনা সংঘটিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পার্বত্য চট্টগ্রামে এযাবৎ সংঘটিত জুম্ম নারীর উপর নিপীড়ন, ধর্ষণ, হত্যাকান্ডের ঘটনার বিচার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এসব ঘটনা ক্রমশ সংঘটিত হচ্ছে।

বিবৃতিতে ধর্ষণকারীদের অতিদ্রুত গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তি নিশ্চিতকরণে প্রশাসনের নিকট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) জোর দাবি জানিয়েছে।

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদে...
05/05/2025

বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বান্দরবান ও থানচিতে -

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সময়: বিকাল ৩.০০ ঘটিকা
স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়োজনে: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর

সময়: বিকাল ২.০০ ঘটিকা
স্থান: প্রেসক্লাব, বান্দরবান
আয়োজনে: বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজ

সময়: বিকাল ২.০০ ঘটিকা
স্থান: বাজার মাঠ, থানচি
আয়োজনে: থানচি আদিবাসী ছাত্র সমাজ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jummo Kontho-জুম্ম কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share