Maria Akter

Maria Akter "Assalamu Alaikum"- welcome! my little page�

ভালবাসার জগতে কিছু প্রাপ্তি  যদি থাকে, তার নাম বেদনা...!🙂     ゚viralシ
02/09/2025

ভালবাসার জগতে কিছু প্রাপ্তি
যদি থাকে, তার নাম বেদনা...!🙂

゚viralシ

02/09/2025

অল্পতে রাগ করি,, রাগ ভাঙ্গাবে বলে
তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি..!🙂

02/09/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো❤️

31/08/2025

‎এই শহরে মেয়ে মানুষের রূপ থাকাটা বড্ড জরুরি।
‎গল্প বা উপন্যাসে নায়ক হোক বা ভিলেন সবাই কিন্তু নায়িকার রূপের প্রেমেই পড়ে। প্রতিযোগিতা টা রূপ নিয়েই হয়।
‎কবিও কখনও কালো মেয়ের প্রেমে পড়ে নি। রুপহীন মেয়েকে নিয়ে ঠিক কবিতার লাইন সাজে না। কাব্য বা সাহিত্য হয় না।
‎বড়জোড় হরিণীর মতো টানা টানা কালো চোখের প্রশংসা থাকলেও গায়ের রঙটা দুধে আলতাই হয় কিংবা সোনা রঙের।
‎গায়ের রং কালো হলে জন্মের সময় বাবা-মা ও একবার নাক সিটকায় " মেয়ে কি কালো হবে?" অথবা বিয়ে কি করে দেবে?
‎মেয়ে মানুষের রূপ থাকাটা বড্ড জরুরি হোক বাপের ঘরে বা পরের ঘরে।

31/08/2025

সব কিছু ধীরে ধীরে শূন্যতায় মিলিয়ে যাচ্ছে।
আমি নিজেকেই আর চিনতে পারি না।

মনে হয় আয়নার ভেতরের মানুষটা আমার
নয়- একজন অপরিচিত দাঁড়িয়ে আছে সেখানে।

হৃদয়টা নিস্তব্ধ, স্পন্দন আছে কিন্তু কোনো
অনুভুতি নেই।

না ব্যাখা, না ভালোবাসা, না আশা-সবকিছু যেন
নিস্তেজ হয়ে পড়ে আছে..!🙂

আমার ভাগ্যটা এমন... আমি সুখের দিকে হাত বাড়ালে- দুঃখ এসে জড়িয়ে ধরে..!🙂     ゚viralシ
31/08/2025

আমার ভাগ্যটা এমন... আমি সুখের দিকে হাত বাড়ালে- দুঃখ এসে জড়িয়ে ধরে..!🙂

゚viralシ

মাইয়া মানুষ নিজের সব শখ-সুখ বিসর্জন দিয়াও কারো মন জিতবার পারে না..!🙂       ゚viralシ
30/08/2025

মাইয়া মানুষ নিজের সব শখ-সুখ বিসর্জন দিয়াও কারো মন জিতবার পারে না..!🙂

゚viralシ

—মুক্তি দিলাম ভালোবেসে,কিন্তু নিজেকে বন্দি করে ফেললাম স্মৃতির কারাগারে..!🙂শুভ সন্ধ্যা...! 🙂       ゚viralシ
30/08/2025

—মুক্তি দিলাম ভালোবেসে,কিন্তু নিজেকে বন্দি করে ফেললাম স্মৃতির কারাগারে..!🙂
শুভ সন্ধ্যা...! 🙂

゚viralシ

30/08/2025

জীবনের গতির কথা ভাবলে পা দুটোর
গতিও থেমে রয়,, নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!🙂

মনের মধ্যে যে একবার স্থান পায়।যাকে দুই নয়নে সবচেয়ে বেশি সুন্দর মানুষ মনে হয়। তার সাথে বাধা দূরত্ব করতে পারে কিসে?হাত...
30/08/2025

মনের মধ্যে যে একবার স্থান পায়।
যাকে দুই নয়নে সবচেয়ে বেশি সুন্দর মানুষ মনে হয়। তার সাথে বাধা দূরত্ব করতে পারে কিসে?
হাত বান্ধিয়া রাখা যায়, পাও বান্ধিয়া রাখা যায় কিন্তু মন তো আর বাঁধিয়ে রাখা যায় না। ভালোবাস মনের গহীন স্তর থেকে প্রকাশিত পায়...!🙂

সঠিক মানুষ জীবনে আসলে জীবন এমনি সুন্দর হয়ে উঠে...!🙂      ゚viralシ
29/08/2025

সঠিক মানুষ জীবনে আসলে জীবন এমনি সুন্দর হয়ে উঠে...!🙂

゚viralシ

মনে রেখো প্রিয়...!🙂🌸🌸🌸💔😭..........
29/08/2025

মনে রেখো প্রিয়...!🙂
🌸🌸
🌸
💔
😭..........

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maria Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category