06/06/2025
কোরবানি ঈদে জ্বলে হৃদয়ের প্রদীপ,
ভাই-বোন একসাথে, সুখে মেলে ধীপ।
পশুর ত্যাগে গড়ে ওঠে মানবতা,
ভাগ করে সবাই পাই আনন্দের ছাতা।
মিলনের বন্ধনে বন্ধুত্বের আলো,
ঈদের দিনে ফোটে খুশির পালকাও।
প্রেম আর স্নেহে ভরে ওঠে প্রাণ,
কোরবানি ঈদে নতুন করে জান।