24/07/2025
বরাবর
পুলিশ কমিশনার
ডিএমপি
ঢাকা।
বিষয়ঃ ওলামা লীগের প্রচার সম্পাদক, মানব পাচারকারী ও প্রতারকচক্রের হোতা প্রতারক ফারুকীর ফারুকীমালা।
জনাব,
ওলামা লীগের কেন্দ্রীয় প্রচার সস্পাদক, মানব পাচারকারী, প্রতারক আকতার হোসেন ফারুকী ওরফে প্রতারক ফারুকী এক সময় ছিলেন চাঁদপুরের চিচরে প্রতারক। মাদ্রাসা ছাত্র হওয়ার সুবাদে আলেম নামে পরিচিত হয়ে প্রতারনা করতে থাকেন। কোন চাকুরী নাই, কোন ব্যবসা নাই কিন্তু বিশাল বিষয় তার। এলাকায় প্রতারনার শাস্তি পেয়ে এলাকা ছাড়া হয়ে ঢাকায় আসেন তিনি। ফকিরাপুলের মেসে থেকে পল্টনের প্রতারক চক্রের সাথে হয়ে উঠে সক্ষতা। হয়ে পড়েন রাজধানীর ঢাকার প্রতারক চক্রের হোতা।
প্রতারনার এক পর্যায়ে সুবিধাপন্থী ও সুযোগসন্ধানী ফারুকী বনে যান ওলামা লীগের কেন্দ্রীয় নেতা, হয়ে যান কেন্দ্রীয় প্রচার সম্পাদক। শুরু হলো প্রতারনা ও আদম পাচারের নতুন ইতিহাস। ওলামা লীগের নাম বিক্রি করে ও প্রভাব কাটিয়ে একের একের এক প্রতারনা, মানব পাচার ও চাঁদাবাজি করতে থাকে। তাঁর ও তাদের সিন্ডিকেটের প্রভাবে অতিষ্ট ছিল ফকিরাপুল ও পুরানা পল্টন এর প্রেস ও ট্রাভেল এজেন্ট গুলো। সুযোগ বুঝে সক্ষতা করত পরে হুমকি, প্রভাব কাটানো ও প্রতারনার কাজ করত অনায়াসে। সহজে কেউ মুখ খোলার সাহস করত না।
পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক একজন প্রিন্টিং ব্যবসায়ী মাও: আমিনুল (ছদ্ধ নাম) ইসলাম বলেন, হেফাজতের বিশাল সমাবেশে শাপলা চত্তরে হত্যাযজ্ঞের পর ফারুকী সহ কিছু ওলামা লীগ নেতা আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকেন। এক পর্যায়ে তাদের কথামত আমাকে বিনা খরচে হেফাজতের বিরুদ্ধে লিফলেট ছাপিয়ে দিতে বাধ্য করেন। এক পর্যায়ে আমি তাদের ভয়ে প্রেস বন্ধ করে দিতে বাধ্য হয়। এরকম পুরানা পল্টনের একজন ট্রাভেস ব্যবসায়ী অভিযোগ করেন, তারা বিভিন্ন মানুষ থেকে ভিসা দিবে বলে টাকা নিতেন। পরিচয় সুত্রে আমার অফিসে আসত, গল্প গুজব করত। কিন্তু পরে জানতে পারি তারা আমার অফিস নিজেদের অফিস পরিচয় দিয়ে অনেক মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। লোকজন ভিসা না পেয়ে আমার অফিসে আসলে ফারুকী সহ তাদের জানালে তারা আমাকে বিভিন্ন হুমকি দমকি দিতে থাকেন, এক পর্যায়ে আমি অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এভাবে অনেক মানুষ পথের ফকির হয়েছে এই ফারুকী সিন্ডিকেটের কারনে। পল্টনের একজন চোট ব্যবসায়ী জানান পরিচয় সুত্রে সে আমার নিকট থেকে টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলে সে বিভিন্ন হুমকি দিতে থাকেন, পরে টাকা আর দেয় নি।
এই প্রভাবশালী চাঁদাবাজ ওলামা লীগ নেতা প্রতারক ফারুকীর প্রতারনার ফিরিস্থীর শেষ নেই। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। এই বিষয়ে তাহার মন্তব্য জানতে চাইলে তিনি প্রতিবেদনের বিষয় জেনে লাইন কেটে দেন এবং আর কল রিসিভ করেন না।
ফারুকীমালার ইতিহাস এখনও শেষ হয়নি। এই ডেভিল গণঅভ্যূন্থানের পরে কিছু গা ঢাকা দিলেও এখন পুরোধমে পল্টন ফকিরাপুল এলাকায় প্রভাব বিস্তারের চেষ্ঠা করে যাচ্ছেন। এখন নতুন নতুন আইডিয়া নিয়ে প্রতারনার ফাঁদে ফেলতে চেষ্টা করা এই ডেভিল বাইতুল মোকারমে হামলার আসামী, ছাত্র আন্দোলনে হামলার সক্রিয় অঃশ্রগ্রহনকারী, ছাত্র হত্যার ইন্ধনদাতা ও ওলামা লীগের সাধারন সম্পাদক এর সাথে থেকে ছাত্রদের উপর গুলিবর্ষনের গুরুতর প্রমানও আছে। এত কিছুর পরও এই ডেভিল কিসের শক্তিতে এখনও প্রতারনা ও হুমকিবাজি করছে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং ওলামা লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রতারক ফারুকীকে গ্রেফতার পূর্বক উপযুক্ত শাস্থি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবী ভূক্তভোগিগন সহ জনসাধারনের।
(এটি দৈনিক ভোরের আওয়াজ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের হুবহু কপি)
বিনীত
বিশেষ প্রতিনিধি
BBC News BD