05/07/2025
৮৫% মানুষের চেয়ে জীবনে এগিয়ে যেতে চান?
তাহলে খাতা-কলম নিয়ে নিজের গোল বা লক্ষ্যগুলো এখনই লিখে ফেলুন। আপনার চারপাশের বেশিরভাগ মানুষের দেখবেন জীবনে কোনো গোল বা লক্ষ্য থাকে না। শুধু গোল বা লক্ষ্যগুলা লিখে ফেললেই আপনি আশেপাশের অনেক মানুষের থেকে জীবনে এগিয়ে থাকবেন।
এরপর নিজেকে নিয়মিত ৫ টা প্রশ্ন করুন,
১/ আমার গোল বা লক্ষ্য আসলে কি?
২/ আমার গোল বা লক্ষ্যে পৌছাতে আমাকে কি করতে হবে?
৩/ আমার গোল বা লক্ষ্যে পৌছাতে কতদিন সময় লাগবে?
৪/ গোল বা লক্ষ্যে পৌছানোর জন্য নেক্সট ৩ মাসের প্ল্যান কি হবে?
৫/ আজকে আমি কি করতে পারি সেই গোল বা লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য?
এই প্রশ্নগুলো নিয়মিত নিজেকে করতে পারলেই আপনার গোল বা লক্ষ্যের দিকে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। তাই এখনই খাতা-কলম নিয়ে লিখতে বসে পড়ুন আর জীবনটাকে বদলে ফেলুন।
©️ Asadudzaman Joy