দোহার-নবাবগঞ্জ এর আপডেট নিউজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দোহার-নবাবগঞ্জ এর আপডেট নিউজ

দোহার-নবাবগঞ্জ এর আপডেট নিউজ Thank you for visiting hare

26/08/2025
দিঘীরপাড় ফুটবল টুর্নামেন্টে  বাহ্রা মোল্লা কান্দা -0 হাসনাবাদ মৌলভীডাঙ্গী -3গোলে হারিয়ে  বিজয় হাসনাবাদ মৌলভীডাঙ্গী একত...
20/08/2025

দিঘীরপাড় ফুটবল টুর্নামেন্টে
বাহ্রা মোল্লা কান্দা -0
হাসনাবাদ মৌলভীডাঙ্গী -3
গোলে হারিয়ে বিজয় হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘের

১৮ আগস্ট (সোমবার) সকালে উপজেলা সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নীর সভাপতিত্বে প্র...
18/08/2025

১৮ আগস্ট (সোমবার) সকালে উপজেলা সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

18/08/2025

১৮/০৮/২০২৫ ইং; রোজঃরবিবার।

নিখোঁজ বিজ্ঞপ্তি
_________________
মোঃ আশিকুজ্জামান ওরফে জামান।
পিতাঃমোঃ জয়নাল আবেদীন চেয়েরম্যান (;প্যানেল)
৬ন; ন্ত্রাইল ইউনিয়ন পরিষদ, নবাবগঞ্জ, ঢাকা।

যন্ত্রাইল ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যানের ছেলে আশিকুজ্জামান গতকাল থেকে নিখোঁজ রয়েছে।

তার খোঁজ পাওয়া গেলে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 যোগাযোগ: 01886602091
01866883363
01867859559
01836-341968

👉 দয়া করে সবাইকে জানিয়ে সহযোগিতা করুন।
যন্ত্রাইল ইউনি আশিকুজ্জামান গতকাল থেকে নিখোঁজ রয়েছে।

তার খোঁজ পাওয়া গেলে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 যোগাযোগ: 01886602091
01866883363
01867859559
01836-341968

👉 দয়া করে সবাইকে জানিয়ে সহযোগিতা করুন।

দীর্ঘ প্রতীক্ষার পর গত শনিবার থেকে শুরু হয়েছে দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস এসি বাসের গুলিস্তান কাউন্টার। এখন থেকে বান্দুরা-গ...
18/08/2025

দীর্ঘ প্রতীক্ষার পর গত শনিবার থেকে শুরু হয়েছে দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস এসি বাসের গুলিস্তান কাউন্টার। এখন থেকে বান্দুরা-গুলিস্তান এসি বাসের সুবিধা পাবে দোহার নবাবগঞ্জবাসী।
বাস কতৃর্পক্ষ জানান খুব শীঘ্রই দোহার থেকে গুলিস্তান ও দোহার-নবাবগঞ্জ থেকে কক্সবাজার রুটে এসি সিটিং বাস চালুর পরিকল্পনা চলছে।
দোহার নবাবগঞ্জ পরিবহন খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে এমনটাই জানান দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস এসি বাস কতৃপক্ষ।

*দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস*
নতুন ভাড়ার তালিকাঃ
*আপ*
(১) বান্দুরা টু গুলিস্তান - ১৪০/-
(২) মাঝিরকান্দা টু গুলিস্তান-১৩০/-
(৩) নবাবগঞ্জ টু গুলিস্তান -১২০/-
(৪) টিকরপুর টু গুলিস্তান -১০০/-
*ডাউন*
(১) গুলিস্তান টু টিকরপুর - ১০০/-
(২) গুলিস্তান টু নবাবগঞ্জ - ১২০/-
(৩) গুলিস্তান টু মাঝির কান্দা - ১৩০/-
(৪) গুলিস্তান টু বান্দুরা - ১৪০/-

কোমরগঞ্জ হাটের বেহাল দশা। সংস্কারের জন্য দাবি জানাচ্ছি....
18/08/2025

কোমরগঞ্জ হাটের বেহাল দশা। সংস্কারের জন্য দাবি জানাচ্ছি....

Address

Dhaka Nawabgonj Bandura Bazar Road
Dhaka
1321

Alerts

Be the first to know and let us send you an email when দোহার-নবাবগঞ্জ এর আপডেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share