07/10/2025
“সবাই ভাবে পুরুষের কোনো কষ্ট নেই, সে শক্ত, সে নির্দয়।
কিন্তু কেউ বোঝে না — সেই হাসির আড়ালে কতটা ক্লান্তি,
কতটা চাপা কান্না লুকিয়ে থাকে।
পুরুষ কাঁদে না, কারণ কাঁদলে তাকে দুর্বল বলা হয়।
তবুও প্রতিদিন নিজের ভেতরের যুদ্ধটা সে একাই লড়ে যায়
কোনো অভিযোগ ছাড়াই, কোনো সান্ত্বনা ছাড়াই।”