CTV CTV — জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরার এক নিরপেক্ষ প্ল্যাটফর্ম। স্থানীয় থেকে জাতীয় সবার

23/05/2025

নওয়াপাড়ায় পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

সিটিভি সংবাদ প্রতিনিধি যশোর

জাতীয়তাবাদী কৃষকদল যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি খুন হন। মাছের ঘের নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা। ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা মাছের ঘেরের কয়েকটি টং ঘরে আগুন দেন। খুনিদের ধরতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু

করেছে। স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম সরদার অভয়নগর উপজেলার ডহর

মশিয়াহাটি এলাকায় অংশীদারদের সঙ্গে মাছের ঘেরের ব্যবসা করতেন।

ঘেরের ডিড করে দেওয়ার কথা বলে পিন্টু বিশ্বাস নামে একজন অংশীদার বৃহস্পতিবার তরিকুলকে ঘেরের কাছে ডেকে নেন। তরিকুল ইসলাম মিষ্টি নিয়ে সেখানে যান। তখন তরিকুলের সঙ্গে সুমন নামে একজন সহকারী ছিলেন।

সুমন জানান, কথাবার্তার এক পর্যায়ে অংশীদাররা প্রায় এক কিলোমিটার দূরে তরিকুলকে ডেকে নিয়ে পিন্টু বিশ্বাসের ঘরে গুলি করে। এসময় সুমন জীবন বাঁচাতে পালিয়ে যান। সুমন জানিয়েছেন, ওই ঘরে মোট ছয়জন ছিলেন। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয়রা জানান, তরিকুলের মাথায় তিন রাউন্ড গুলি করা হয়েছে, শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলের বাড়িটি পিন্টু বিশ্বাসের বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আশপাশে মাত্র চারটি বাড়ি আছে। রাত ৮টার দিকে বাড়িগুলো ফাঁকা ছিল।

যে ঘরে তরিকুলকে খুন করা হয়েছে, সেখানে দুটি পাসপোর্ট পেয়েছেন স্থানী-য়রা। একটি অমর বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাসের, অন্যটি ধীরেশ্বর বিশ্বাসের স্ত্রী দুর্গারানী বিশ্বাসের। স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, দুর্গারানী হলেন পিন্টু বিশ্বাসের মা।

কৃষকদল নেতা খুনের খবর পেয়ে অভয়নগর থানার ওসি আব্দুল আলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। রাত আটটা দশ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ মর্গের উদ্দেশে নিয়ে যায়।
সকাল ১১ টায় অভয়নগর ও বাঘারপাড়ার বিএনপির মননীত প্রার্থী, ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আয়য়ুব উপস্থিত হন। কিছুক্ষণ পর যশোর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,বিএনপি'র জাতীয় নির্বাহী খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্যে ইসলাম অমিত উপস্থিত হন সাথে যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শহীদ সাবেরুল হক সাবু উপস্থিত হন।
এ সময় নেতারা এই ঘটনার বিচার দাবি করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ওসি আব্দুল আলিম বলেন, খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

সন্দেহভাজন দুইজনকে পুলিশ আটক করেছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান,

ঘটনাস্থলের নিরাপত্তা জোরদারে অভয়নগর থানা, দামুখালি ও গাজীপুর ক্যাম্প এবং যশোর পুলিশলাইন থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়েছে।

কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

17/05/2025

খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ছাত্রদল , যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ ২০২৫। খুলনা সার্কিট হাউজ মোড়।

16/05/2025

১২৫ বছরের ঐতিহ্য.......বিস্তারিত ভিডিও তে

29/04/2025

থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি হলেন জনাব সুলভ বিস্বাস।

27/04/2025

বিদ্যুৎভৃষ্ট হয়ে ঝরে গেল আরও একটি তাজা প্রাণ!যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের,
দলেরনগর গ্রামের বাপ্পীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম।বিস্তারিত ভিডিও তে.....

22/04/2025

এন সি পি নেত্রী সমন্বয়ক রুবইয়া ইয়াসমিন মদ্যপান সিগারেট নিয়ে মোজ মাস্তিতে ব্যস্ত।
এইসব ফ্যাসিস্ট হাসিনার মদত দাতা, আওয়ামী বংশদূত নিয়েই পরিচালিত হচ্ছে।ছাত্র বৈষম্য গণঅভ্যুত্থানের যে অর্জন তাই আওয়ামী পশুরাই নষ্ট করে দিচ্ছে।

22/04/2025
যশোরে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে যশোর সদর ...
21/04/2025

যশোরে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার রামনগর দক্ষিনপাড়ার চাররাস্তার মোড়ে। আটক জিন্নাত আলী মোল্লা ওই গ্রামের মৃত মোহাব্বত আলী মোল্লার ছেলে। সোমবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, জিন্নাত আলীর চার রাস্তার মোড়ে চায়ের দোকান আছে। গত ১৯ এপ্রিল সকালে তার মেয়ে ওই দোকানের পাশে খেলা করছিলো। এমন সময় জিন্নাত আলী খাবার দেয়ার কথা বলে দোকানে নিয়ে যান। দোকানে নিয়ে ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এছাড়া বিভিন্ন ভাবে যৌননিপীড়ন করতে থাকে। বাদী তার মেয়েকে খোজাখুজির এক পর্যায় দোকানে যেয়ে দেখেন তার মেয়ে জিন্নাতের কোলে বসে আছে। জিন্নাত তার শিশুর স্পর্শ কাতর স্থানে হাত বুলিয়ে দিচ্ছে। এসময় বাদীকে দেখেই জিন্নাত দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানালে সোমবার বিকেলে জিন্নাতের নিজ এলাকা থেকে পুলিশ জিন্নাতকে আটক করে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দোহারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত........দোহারের লটাখোলা উচ্চ বিদ্যালয়ে সহপাঠীর ছুরিকা...
21/04/2025

দোহারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত........

দোহারের লটাখোলা উচ্চ বিদ্যালয়ে সহপাঠীর ছুরিকাঘাতে ২ জন আহত
দোহার প্রতিনিধি : মনির হোসেন
আজ সোমবার (২১ এপ্রিল) উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী রাব্বি ও ইউসুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে ঢাকা প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেঞ্চে বসাকে কেন্দ্র করে লটাখোলা এলাকার মশিউর নামে এক সহপাঠী এই দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন। আসামীকে গ্রেফতারে কাজ করছে দোহার থানা পুলিশ।

Address

Dhaka, Bangladesh
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share