বিন্দু প্রকাশ

বিন্দু প্রকাশ শিশু-কিশোরদের হাতে নৈতিক শিক্ষা মূলক ?
(1)

তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন...
25/10/2025

তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৫। প্রায় দুই হাজার হাফেজে কুরআন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হবে এখানে। এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। বিন্দু প্রকাশ এর পক্ষ থেকে হাফেজে কুরআনদের শুভেচ্ছা ও অভিনন্দন।

খ্যাতিমান লেখক অনুবাদক জনাব আলী আহমদ মাবরুর Ali Ahmad Mabrur  কে বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত নিজের লেখা প্রথম বই "ভোট এক...
15/10/2025

খ্যাতিমান লেখক অনুবাদক জনাব আলী আহমদ মাবরুর Ali Ahmad Mabrur কে বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত নিজের লেখা প্রথম বই "ভোট একটি পবিত্র আমানত যাকে খুশি তাকে দেওয়া যায় না" বইটি উপহার হিসেবে তুলে দিচ্ছেন লেখক জনাব মো: নূরুল ইসলাম বুলবুল। Nurul Islam Bulbul
এস সময় লেখক আলী আহমদ মাবরুর বলেন, “জাতীয় নির্বাচন পূর্ববর্তী এই সময়ে এরকম একটি বইয়ের প্রয়োজন ছিল। চলমান এত সব দায়িত্ব ও ব্যস্ততার মাঝে বুলবুল ভাই এই বইটি লিখে সেই প্রয়োজনীয়তা পূরণের উদ্যোগ নিয়েছেন বলে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বইটির ব্যাপক প্রচার ও সফলতা কামনা করছি। ”

মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত নিজের লেখা প্রথম বইটি উপহার হিসেবে তুলে দিচ্ছেন লেখক...
13/10/2025

মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত নিজের লেখা প্রথম বইটি উপহার হিসেবে তুলে দিচ্ছেন লেখক জনাব মো: নূরুল ইসলাম বুলবুল।

টঙ্গি, গাজীপুর থেকে আমাদের পাঠক রায়হান ইসলাম সজিব। পৌঁছে যাচ্ছে সারাদেশে। আপনার কপিটি সংগ্রহ করুন।
06/10/2025

টঙ্গি, গাজীপুর থেকে আমাদের পাঠক রায়হান ইসলাম সজিব।
পৌঁছে যাচ্ছে সারাদেশে। আপনার কপিটি সংগ্রহ করুন।

30/09/2025

নেতৃত্ব নির্বাচন শুধুই একটি প্রক্রিয়া নয়, বরং সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ভোট হলো মানুষের হাতে অর্পিত এক নৈতিক দায়িত্ব, যা সততা, ন্যায্যতা এবং দায়বদ্ধতার সঙ্গে প্রয়োগ করা উচিত।

এসব বিষয় নিয়ে বিন্দু প্রকাশের এবারের শিক্ষা মূলক প্রকাশনা:

📖 “ভোট একটি পবিত্র আমানত”
✍️ লেখক: মো. নূরুল ইসলাম বুলবুল

এই বইয়ে আলোচনা করা হয়েছে:

✔️ নেতৃত্ব নির্বাচনের নৈতিক দিক ও দায়িত্ব ।
✔️ ভোট প্রদানের সঠিক প্রক্রিয়া এবং এর নৈতিকতা।
✔️ ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের গুরুত্ব।
✔️ আধুনিক নির্বাচনী ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা।
✔️ পিআর (PR) পদ্ধতির বৈশিষ্ট্য ও উপকারিতা।

👉 বইটি পেতে ভিজিট করুন "binduprokash.com" ওয়েবসাইটে।

📞 বইটি অর্ডার করতে WhatsApp বা সরাসরি কল করুন "01791949857" নাম্বারে।

📌 যোগাযোগ:

👉ইসলামী বই মেলা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইট, স্টল নং ৫৮-৫৯

👉১১৩, গিয়াস গার্ডেন বুকস কমপ্লেক্স, ৩৭ নর্থব্রুক হল রোড, বাংলা বাজার, ঢাকা

📞 বিস্তারিত তথ্যের জন্য মোবাইল: ০১৭৯১৯৪৯৮৫৭, ০১৩২২৩০৭০০৩

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইট এ  আন্তর্জাতিক ইসলামী বই মেলায় বিন্দু প্রকাশের স্টল এসেছিলেন জাকসুর নব নির্বাচি...
29/09/2025

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইট এ আন্তর্জাতিক ইসলামী বই মেলায় বিন্দু প্রকাশের স্টল এসেছিলেন জাকসুর নব নির্বাচিত এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা।
এসময় তিনি নূরুল ইসলাম বুলবুল Nurul Islam Bulbul রচিত ”ভোট একটি পবিত্র আমানতঃ যাকে খুশি তাকে দেওয়া যায় না “ বইটি সংগ্রহ করেন।

একঝাক তরুণ নেতৃত্বকে 'ভোট একটি পবিত্র আমানত' বইটি উপহার প্রদান করছেন লেখক মোঃ নূরুল ইসলাম বুলবুল।
25/09/2025

একঝাক তরুণ নেতৃত্বকে 'ভোট একটি পবিত্র আমানত' বইটি উপহার প্রদান করছেন লেখক মোঃ নূরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রবের হাতে "ভোট একটি পবিত্র আমানত, যাকে খুশ...
24/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রবের হাতে "ভোট একটি পবিত্র আমানত, যাকে খুশি তাকে দেওয়া যায় না" বইটি তুলে দিচ্ছেন লেখক জনাব মো. নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি হাফেজ গোলাম রাব্বানীকে নিজের লেখা "ভোট...
24/09/2025

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি হাফেজ গোলাম রাব্বানীকে নিজের লেখা "ভোট একটি পবিত্র আমানত" বইটি তুলে দিচ্ছেন লেখক জনাব নূরুল ইসলাম বুলবুল।

23/09/2025

নিজের লেখা প্রথম বই, "ভোট একটি পবিত্র আমানত," বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের হাতে তুলে দিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল।

Address

113, Gias Garden Books Complex, 37 North Brook Hall Road, BanglaBazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বিন্দু প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিন্দু প্রকাশ:

Share