বিন্দু প্রকাশ

বিন্দু প্রকাশ শিশু-কিশোরদের হাতে নৈতিক শিক্ষা মূলক ?
(1)

শীঘ্রই আসছে বিন্দু প্রকাশের নতুন বই “ভোট একটি পবিত্র আমানতঃ যাকে খুশি তাকে দেওয়া যায় না।”লেখকঃ Nurul Islam Bulbul
26/08/2025

শীঘ্রই আসছে বিন্দু প্রকাশের নতুন বই
“ভোট একটি পবিত্র আমানতঃ যাকে খুশি তাকে দেওয়া যায় না।”
লেখকঃ Nurul Islam Bulbul

24/08/2025
বুদ্ধিবৃত্তিক মোকাবেলার ক্ষেত্রে প্রতিপক্ষের ক্ষতিসাধনের জন্য সুযোগের অপেক্ষায় থাকা, চক্রান্ত করা এবং জুলুম-নিপীড়নের মাধ...
20/08/2025

বুদ্ধিবৃত্তিক মোকাবেলার ক্ষেত্রে প্রতিপক্ষের ক্ষতিসাধনের জন্য সুযোগের অপেক্ষায় থাকা, চক্রান্ত করা এবং জুলুম-নিপীড়নের মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা- এটি একটি ব্যর্থ নীতি এবং মানবতাবিরোধী কাজ। তাছাড়া এ নীতি বুদ্ধিজীবী ও চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে হঠকারিতা ও সীমালঙ্ঘনের মাত্রা বৃদ্ধি করে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো, অতীতে এমনটি ঘটতে দেখা গেছে।

মুস্তফা সাদেক রাফেয়ি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি তোমার বিরোধী মতের লোককে ফাঁসিকাষ্ঠে ঝোলাও, তাহলে আমি বলব, তোমার মাথায় রশি নামক একটি আকল রয়েছে। যদি তুমি তোমার বিরোধী মতের লোককে কারারুদ্ধ করো, তাহলে আমি বলব, তোমার মাথায় প্রাচীর নামক একটি আকল রয়েছে। যদি তুমি তোমার বিরোধী মতের লোককে হত্যা করো, তাহলে আমি বলব, তোমার মাথায় ছুরি নামক একটি আকল রয়েছে। আর যদি তুমি অন্যের মতামত গ্রহণ করো, নিজেও মতামত প্রদান করো, যদি তুমি বিরোধী মতের লোক থেকে শ্রদ্ধা অর্জন করো এবং নিজেও শ্রদ্ধাশীল হও, তাহলে আমি বলব, তোমার মাথায় 'আকল' আছে; আর তা হচ্ছে প্রকৃত আকল ও বুদ্ধিমত্তা।

বইঃ আমরা দাঈ বিচারক নই

সাধারণত বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছনে মৌলিক যে কারণগুলো থাকে সেগুলো হল, স্বামী-স্ত্রী একে অপরের হক যথাযথ আদায় না...
12/08/2025

সাধারণত বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছনে মৌলিক যে কারণগুলো থাকে সেগুলো হল, স্বামী-স্ত্রী একে অপরের হক যথাযথ আদায় না করা।
একজন অন্যজনকে গুরুত্ব না দেওয়া। কথায়-কাজে অযথা দ্বিমত পোষণ করা।
একে অন্যের প্রতি আস্থা না রাখা, বিশ্বাস না করা। এ সকল কারণে একসময় তাদের মাঝে হিংসা-বিদ্বেষ চরমে পৌঁছে এবং দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার উপক্রম হয়।
সুতরাং উভয়ের কর্তব্য হল, পরস্পরের হকগুলো যথাযথভাবে জানা এবং তা আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করা। কোনো ক্ষেত্রে দোষ-ত্রুটি হয়ে গেলে তা অকপটে স্বীকার করে নেওয়া এবং অতি দ্রুত তা সংশোধন নেওয়া। এভাবে সবকিছুকে সহজভাবে মেনে নেওয়ার অভ্যাস গড়ে তোলা। তাহলে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
পারিবারিক জীবন ও ইসলাম
লেখকঃ Ali Ahmad Mabrur
পৃষ্ঠাঃ ১৮২ পৃষ্ঠা
নির্ধারিত মূল্য ২০০ টাকা

কাফিরদের সাথে তাঁদের সকল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু এতে তাঁদের ঈমানী শক্তিতে কোন রকম তারতম্য সৃষ্টি হয়নি। ম...
12/08/2025

কাফিরদের সাথে তাঁদের সকল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু এতে তাঁদের ঈমানী শক্তিতে কোন রকম তারতম্য সৃষ্টি হয়নি। মহিলা সাহাবীগণের অবস্থা এ ব্যাপারে পুরুষ সাহাবীগণের চেয়ে বেশী নাজুক ছিল।
মানুষ যদিও তার সকল আত্মীয়-বন্ধুর সহযোগিতার মুখাপেক্ষী হয়ে থাকে, তবে একজন নারীর জীবনে সকল নির্ভরশীলতা স্বামীকে কেন্দ্র করে গড়ে উঠে। জীবনের কোন অবস্থায়ই সে স্বামীর উপর নির্ভরতা ছাড়া চলতে পারে না।
পিতা পুত্রের সাথে, পুত্র পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে চলতে পারে। কিন্তু একজন নারী স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারেই অসহায় হয়ে পড়ে। তা সত্ত্বেও মহিলা সাহাবীগণ দীনের জন্য এমন এক স্পর্শকাতর সম্পর্ককেও ছিন্ন করে ফেলেছেন এবং বিছিন্ন হয়ে গেছেন।
আয়েশা (রা.) বলেছেন-
“আমরা এমন কোন মুহাজির মহিলার কথা জানি না। যে ঈমান এনে আবার মুরতাদ হয়েছে।” পুরুষদের ক্ষেত্রে মুরতাদ হওয়ার দৃষ্টান্ত আছে।
বইঃ "ইসলামী দাওয়াত ও রাসূলুল্লাহর (সাঃ) মহিলা সাহাবাগণ"
লেখকঃ ড. রাশীদাহ্
পৃষ্ঠা ৩৬৮
নির্ধারিত মূল্যঃ ৩৮০ টাকা

সাইমুম আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্ট জুলাই জাগরণের বিন্দু প্রকাশ এর স্টলে আজ উপস্থিত ছিলেন ইতিহাস...
03/08/2025

সাইমুম আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কালচারাল ফেস্ট জুলাই জাগরণের বিন্দু প্রকাশ এর স্টলে আজ উপস্থিত ছিলেন ইতিহাসবিদ, লেখক, সাহিত্যিক Dr. Sayeed Wakil। এসময় ছিল পাঠকদের উপচে পড়া ভীড়।

সাইমুম আয়োজিত কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" এ বিন্দু প্রকাশ এর স্টলে আজ সপরিবারে এসেছিলেন UP Bangladesh এর সম্মানিত আহ্বা...
02/08/2025

সাইমুম আয়োজিত কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" এ বিন্দু প্রকাশ এর স্টলে আজ সপরিবারে এসেছিলেন UP Bangladesh এর সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহসান মোহাম্মদ জুনায়েদ এবং বিন্দু প্রকাশ এর সম্মানিত লেখক জনাব Ali Ahmad Mabrur। চমৎকার এ আয়োজন চলবে ৪ আগস্ট পর্যন্ত।

সাইমুম আয়োজিত কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" এ বিন্দু প্রকাশ এর স্টল পাঠকদের ভালোবাসায় সিক্ত।
02/08/2025

সাইমুম আয়োজিত কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" এ বিন্দু প্রকাশ এর স্টল পাঠকদের ভালোবাসায় সিক্ত।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ "।...
01/08/2025

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ "। বিন্দু প্রকাশ এর স্টল পাঠকদের পদচারণায় মুখরিত প্রথমদিন থেকেই।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ "।...
01/08/2025

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ "। বিন্দু প্রকাশ এর স্টলে আজ প্রথম দিনে সপরিবারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর জনাব ড. মু. রফিকুল ইসলাম স্যার। আপনারা সকলে সপরিবারে ঘুরে যেতে পারেন সোহরাওয়ার্দী উদ্যানের চমৎকার এ আয়োজন থেকে।

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাপুস এবং বাংলা একাডেমীর উদ্যোগে বাংলা একাডেমী প্রাঙ্গনে ৫ দিনব্যাপী  বই মেলার আ...
31/07/2025

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাপুস এবং বাংলা একাডেমীর উদ্যোগে বাংলা একাডেমী প্রাঙ্গনে ৫ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। চলবে ৩১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত। অংশগ্রহণ করেছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বিন্দু প্রকাশ ।
স্টল নং-২৪

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৪ দিনব্যাপী কালচারাল...
31/07/2025

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৪ দিনব্যাপী কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" এর আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত জনসাধারণের জন্য বইয়ের স্টলের ব্যবস্থা থাকবে। অংশগ্রহণ করবে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বিন্দু প্রকাশ ইনশাআল্লাহ।
স্টল নং-১১

Address

113, Gias Garden Books Complex, 37 North Brook Hall Road, BanglaBazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বিন্দু প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিন্দু প্রকাশ:

Share