
07/07/2025
আপনি কি একজন স্থানীয় প্রতিবেদক, নিউজরুম সম্পাদক কিংবা মাঠপর্যায়ের কর্মরত সাংবাদিক, যিনি দ্রুতগতিতে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ছেন?
তবে আপনার জন্য রয়েছে একটি নির্ভরযোগ্য সমাধান—বিশেষ ফ্যাক্ট-চেকিং হেল্পলাইন, যা গড়ে তোলা হয়েছে “Connecting Communities: Empowering Bangladesh Against Misinformation” উদ্যোগের আওতায়, সাংবাদিকদের জন্য একটি এক্সক্লুসিভ সহায়তা প্ল্যাটফর্ম হিসেবে।
🔍 আপনার জন্য কী থাকছে এই হেল্পলাইনে?
📞 সন্দেহজনক ও বিভ্রান্তিকর তথ্য যাচাইয়ে তাৎক্ষণিক সহায়তা
💡 প্রশিক্ষিত ও অভিজ্ঞ ফ্যাক্ট-চেকারদের কাছ থেকে বিশ্লেষণমূলক পরামর্শ ও দিকনির্দেশনা
🤝 স্থানীয় ও জাতীয় পর্যায়ের মিডিয়া পেশাজীবীদের নিয়ে গড়ে ওঠা একটি নির্ভরযোগ্য পেশাগত নেটওয়ার্ক
এই বিশেষ উদ্যোগটির মূল লক্ষ্য হলো—স্থানীয় সাংবাদিকতাকে আরও পেশাদার, তথ্যনির্ভর ও দৃঢ় করে তোলা। বিশেষত মফস্বল ও প্রান্তিক অঞ্চলে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের উৎস শনাক্ত করে, সেগুলো মোকাবিলায় সংবাদমাধ্যমকে সহায়তা প্রদান।
🔗 আমাদের সচেতন সাংবাদিকদের কমিউনিটিতে যুক্ত হোন আজই:
📘 Facebook Group: facebook.com/groups/empoweringbangladesh
🔗 LinkedIn: linkedin.com/showcase/empowering-bangladesh
আসুন, একসাথে গড়ে তুলি সত্যনিষ্ঠ, শক্তিশালী ও সহনশীল সাংবাদিকতার এক নতুন অধ্যায়।