AFF Burners

AFF Burners "We don’t just play—we ignite the battlefield. Welcome to AFF Burners, where every match ends in ashe

🔥 Breaking News! 🔥শুনছেন শুনছেন! বাজারে নাকি আগুন লেগেছে!কারণ এসেছে একেবারে AFF Burners Official Jersey 🏆এটা পরে নাকি –⚡...
24/09/2025

🔥 Breaking News! 🔥

শুনছেন শুনছেন!
বাজারে নাকি আগুন লেগেছে!
কারণ এসেছে একেবারে AFF Burners Official Jersey 🏆

এটা পরে নাকি –
⚡ খেলায় পারফরমেন্স 200% বেড়ে যায় (বলে প্লেয়াররা 😉)
⚡ রাস্তায় হাঁটলে সবাই বলে – “এই যে Burners ভাই!”
⚡ আর সেলফি দিলে? লাইক, লাভ, কমেন্টে ঝড় 🌪️

😎 কাস্টমাইজড নাম থাকবে পেছনে – একদম আপনার নিজের স্টাইল
🚀 স্টক কিন্তু সীমিত, শেষ হলে পরে আফসোস করবেন

💰 দাম: inbox
📦 হোম ডেলিভারি available

👉 অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা লিখুন: “🔥Burn Me🔥”

Happy Birthday, Md SabbirFrom the AFF BURNERS Family!You are not just a member,You are a part of our fire, our legacy!Yo...
19/09/2025

Happy Birthday, Md Sabbir
From the AFF BURNERS Family!

You are not just a member,
You are a part of our fire, our legacy!
Your journey with us makes the guild stronger every day.

On this special day, may your life shine brighter than flames,
And your victories burn hotter than ever before!

Keep burning with pride — because once a BURNER, always a BURNER! 🔥

MD Sabbir

Esports to get official structure in Bangladesh 🇧🇩Govt to form Esports Association under National Sports Council.  |
26/08/2025

Esports to get official structure in Bangladesh 🇧🇩
Govt to form Esports Association under National Sports Council.

|

13/08/2025

Guild 7 a jawar por guild members,officer and leader

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় তাওহিদুল ইসলাম সিয়াম (JB-CHEE...
04/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় তাওহিদুল ইসলাম সিয়াম (JB-CHEETAH) আর আমাদের মাঝে নেই, আজ ভোরবেলায় সে ইন্তেকাল করেছে।

সবার কাছে একটাই অনুরোধ, আপনারা তার সকল ভুল-ত্রুটির জন্য তাকে ক্ষমা করে দিন এবং তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দান করেন।

আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন বুঝে, সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন।

04/05/2025

বাংলাদেশের প্রায় বেশিরভাগ অভিভাবকদের কাছে মনে হয় অনলাইন গেম তথা পাব্জি,ফ্রী-ফায়ার একটি অনলাইন আসক্ত গেম যার মাধ্যমে তার সন্তান ভুল পথে যাত্রা করে।কিন্তু আদও কি তারা জানে এই ই-স্পোর্টস সম্পর্কে?প্রতিটি জিনিসের ভালো খারাপ ২টি দিক বিদ্যমান। কয়েকটি পয়েন্ট যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যায়,,,,
১/যারা এই গেমে আসক্ত তারা বেশির ভাগ প্রাপ্ত বয়স্ক নয় এবং তাদেরকে অইভাবে গাইড লাইন দেওয়া হচ্ছে না পরিবার থেকে যার ফলে তারা আসক্ত হয়ে যাচ্ছে।
২/তারাই এই সেক্টরটিকে নষ্ট করছে যারা ই-স্পোর্টসকে বুঝে না। কথায় আছে না যারা খারাপ তাদের সামনে যত ভালোই জিনিস রাখা হোক না কেন তারা খারাপটাকেই বেছে নিবে।
এখন আসি কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে
১/ই-স্পোর্টস এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে গড়ে উঠতে পারে কর্মসংস্থান এর ব্যবস্থা। বাহিরের দেশ গুলোতে এই দিকটিকে গুরুত্ব সহকারে দেখা হয় যার জন্য সেই দেশ গুলো তাদের পরিচিতি লাভে ও বিভিন্ন ক্ষেত্রে ১ধাপ করে এগিয়ে রয়েছে।
২/আমরা সাধারণত জানি ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট গুলোতে জাতীয় পর্যায় প্রাইজ মানি থাকে সর্বোচ্চ ১০০/২০০কোটি টাকা???কিন্তু এই ই-স্পোর্টস সেক্টরে প্রাইজমানি সম্পর্কে কি কারো ধারনা আছে?যদি এইবারের world series এর কথাই বিবেচনা করি সেখানে প্রাইজমানি হিসেবে থাকছে ৭০০কোটি টাকা।
৩/এছাড়া শুধু একজন খেলোয়াড় হয়ে নয় একজন ব্রডকাস্টার,কাস্টার,গ্রাফিক্স ডিজাইনার হয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সাহায্য করবে।

আমাদের সকলের উচিত ই-স্পোর্টসকে সঠিকভাবে বোঝা,সঠিকভাবে জ্ঞান অর্জন করে সঠিক উপায়ে সামনের দিকে আগানো। তাহলে ১% হলেও আমরা এগিয়ে যেতে পারবো।

সর্বোশেষ দীর্ঘ ৪বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে FFBC 2.0 যার প্রাইজমানি থাকছে ৬০লক্ষ্য টাকা। চ্যাম্পিয়ন টিম কোয়ালিফাই করবে world series এ।

21/04/2025

"এইরা শুধু একটা গিল্ডের মেম্বার না — এরা আগুনের সৈনিক!"
Welcome to AFF BURNERS: The Source of fire🔥
1. AFF SAYEM – The Sniper King
"শান্ত, নিখুঁত আর সবসময় দূর থেকে শিকার করা—
AFF SAYEM জানে কখন টার্গেট টেনে ধরতে হয়।
একটা শটেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে!"
2. AFF NUMAYER – The Fearless Rusher
"শত্রুদের ঘুম কেড়ে নেয় এই ছেলেটা!
ব্লাইন্ড রাশ, হাইপ আর আগ্রাসন—
AFF NUMAYER মানেই মাঠে আগুন লাগা!
3. AFF SAIM – Our Main Machine
"মেইন রাশার বলতে যা বোঝায়, তার থেকেও ভয়ংকর।
প্রতিটা এন্ট্রি ক্লাচ, প্রতিটা ফাইটে লিড।
AFF SAIM স্কোয়াডের স্পিড আর অ্যাটাক দুই-ই!"
4. AFF ARIF – The Sharp Shooter
"তার গানে নেই কোনো ভুল।
যেখানে তাকায়, সেখানেই হেডশট!
AFF ARIF-এর একটাই কথা — মিস নেই!"
5. AFF MEHIDY – Our Tactical Brain
"গেমপ্লে যখন জটিল হয়, তখন সে হয় নির্ভরতার নাম।
ডিভাইস হোক বা ডিসিশন—AFF MEHIDY সবদিক সামলায়!
স্কোয়াডের প্রযুক্তিগত বুস্ট একে ছাড়া অসম্ভব!"
6. AFF BULBUL – The New Tiger
"নতুন হলেও ভিতরে লুকানো আছে বাঘের সাহস।
দিন দিন ভয়ংকর হচ্ছে—AFF BULBUL আমাদের আগামীর আগুন!
7. AFF BABY – The Immortal
"পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়—আবার ফাইটে নামে।
AFF BABY হার মানে না। সে অবিনাশী, সে IMMORTAL!"
8.AFF SABBIR – ও আমাদের আগুনে অ্যাসল্টার, যে লড়াই মানেই সামনে থেকে ঝাঁপিয়ে পড়া। গুলির আগেই শত্রুরা বোঝে, আজকে ওরা টিকে থাকবে না। স্যাবির মাঠে নামলেই AFF-এর নামে আগুন জ্বলে ওঠে।"
9.AFF TAIBA – মেয়ে হয়ে, সে শুধু একজন সাপোর্টার নয়, দলের শক্তি। সঠিক সময়ে সঠিক সাহায্য দিয়ে, প্রতিটা মুহূর্তে সবার পাশে থাকে। তায়েবা জানে, একসাথে লড়াই করলে সবকিছু সম্ভব — এবং সে নিজের দায়িত্ব পুরোপুরি পালন করে।"
10.(AFF)-এর একজন শ্রদ্ধেয় সিনিয়র সদস্য হিসেবে, AFF SOJIB শুধু দক্ষতা ও কৌশলে নয়, তার ব্যবহারের মাধ্যমে একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি দলের সবাইকে একত্রিত করার শক্তি রাখেন, এবং সবসময় তাদের পাশে দাঁড়িয়ে সঠিক দিকনির্দেশনা দেন। তার কথার গুরুত্ব ও মূল্য রয়েছে, কারণ তিনি শুধু ভালো মনের মানুষই নন, একজন অত্যন্ত সচেতন এবং সতর্ক সিনিয়র, যিনি গিল্ডের প্রতি দায়িত্বশীল। AFF SOJIB-এর দিকনির্দেশনা ছাড়া কোনো সিদ্ধান্তই সম্পূর্ণ হয় না, এবং তার অভিজ্ঞতা ও পরামর্শ গিল্ডের ভবিষ্যৎ উন্নতির জন্য অপরিহার্য।
11."AFF MUSFIQ – ও আমাদের আগুনে রাশার, যার উপস্থিতিই শত্রুদের ঘাম ছুটিয়ে দেয়। সামনে থেকে ঝাঁপিয়ে পড়া, তীব্র গতিতে শত্রু ভেঙে গুঁড়িয়ে দেওয়া—এটাই মুসফিকের স্টাইল। মাঠে ও নামলে, AFF শুধু খেলে না, আগুন হয়ে ওঠে।"
12."গিল্ডে আগুন আনতে বলছি, ABIR তো পানি নিয়ে হাজির "















20/04/2025

তোর মতো প্লেয়ারদের জন্যই গেমের মজা নষ্ট হয়।
তুই এনেমি হয়ে টিম আপ করতে আসিস, আর ভাবিস সবাই তোকে ভাই বানাবে?
এটা Free Fire ভাই, এখানে আগুন জ্বলে — আর আমি AFF BURNERS-এর প্লেয়ার।
আমরা আগুন ছড়াই না, আমরা আগুনের উৎস!
তুই পরেরবার এলে, মাথায় আগুন জ্বালায়া ঘুরবি — মনে রাখবি!

19/04/2025

This is AFF Burners official page🤍

"We play with fire and never get burned💀🤍................. (AFF Members)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFF Burners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share