Mohammad Ajom

  • Home
  • Mohammad Ajom

Mohammad Ajom Learn Learn & Learn

13/08/2025

জীবন ঠুণ্ক। আল্লাহর সর্বোত্তম। তার চাওয়াই প্রথম এবং শেষ।

07/08/2025

গাজীপুরে সাংবাদিককে ইট দিয়ে থেঁ-তলে দিচ্ছে স**ন্ত্রাসীরা।

28/07/2025

তুরস্কের সর্বাধিক শক্তিশালী সাধারণ বোমা ‘GAZAP’ প্রকাশ্যে, বিস্ফোরণে ছড়িয়ে পড়ে ১০,০০০ টুকরা

তুরস্ক তার সবচেয়ে শক্তিশালী প্রচলিত (নন-নিউক্লিয়ার) বোমা GAZAP তৈরি করেছে। প্রায় ৯৭০ কেজি ওজনের এই থার্মোব্যারিক বোমাটি তৈরি করা হয়েছে সর্বোচ্চ ধ্বংসক্ষমতা নিশ্চিত করার জন্য।

বিস্ফোরণের সময় এটি ১০,০০০টি ধাতব টুকরো ছড়িয়ে দেয়, এবং বিস্তৃত অঞ্চলে তীব্র তাপ ও চাপ সৃষ্টি করে। ফলে একসঙ্গে অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হয়।

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার সীমান্তে চলমান উত্তেজনায় অনেক খবর আসছে—দুই পক্ষই বলছে, তারা নতুন এলাকা দখল করেছে বা প্রতিপক...
24/07/2025

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার সীমান্তে চলমান উত্তেজনায় অনেক খবর আসছে—দুই পক্ষই বলছে, তারা নতুন এলাকা দখল করেছে বা প্রতিপক্ষকে হটিয়ে দিয়েছে। কিন্তু এসব খবরকে পুরোপুরি বুঝতে হলে আগে সীমান্ত এলাকার বাস্তব অবস্থা জানা জরুরি।

এই সীমান্ত খুব কঠিন একটি এলাকা, বিশেষ করে সামরিক দৃষ্টিকোণ থেকে। এর বড় অংশ ঘন জঙ্গলে ঘেরা, অনেক জায়গা পাহাড়ি, আর বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট বা কাঠামো প্রায় নেই বললেই চলে। ফলে সৈন্যদের চলাচল কঠিন, খাবার বা গোলাবারুদ পৌঁছানো কঠিন, আর বড় আকারের কোনো অভিযান দীর্ঘ সময় চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

এর পাশাপাশি, অনেক এলাকায় এখনও পুরনো যুদ্ধের সময় পুঁতে রাখা ল্যান্ডমাইন রয়ে গেছে। এগুলো এখনো বিস্ফোরণের ঝুঁকি রাখে, তাই সাধারণ টহল দেওয়াও জীবন ঝুঁকির ব্যাপার।

তাই যখন কেউ বলে যে তারা একটি এলাকা দখল করেছে বা ধরে রেখেছে, তখন সেটা শুনে মনে হতে পারে, খুব শক্ত অবস্থানে আছে তারা। কিন্তু বাস্তবে এই ধরনের অঞ্চলগুলোতে দখল ধরে রাখা বা নিয়ন্ত্রণ রাখা অনেক কষ্টসাধ্য—কারণ পরিবেশটাই সেখানে বড় চ্যালেঞ্জ। অনেক সময়, শত্রু নয়, বরং পাহাড়, জঙ্গল, রাস্তার অভাব, আর ল্যান্ডমাইনই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।

তবে সীমান্তের সব অংশ একরকম কঠিন নয়। সামরিক দিক থেকে কিছু এলাকায় তুলনামূলক সুবিধা আছে। যেমন *প্রোহ বিহার মন্দির* (Preah Vihear Temple) এবং তার কাছের *চোম খসান্ত* (Choam Khsant) এলাকায় থাইল্যান্ডের দিক থেকে রাস্তাঘাট কিছুটা ভালো, দৃষ্টিসীমা খোলামেলা, আর এলাকা কিছুটা উঁচু বলে পাহারা দেওয়া সহজ। এই কারণে এই জায়গাটি আগেও দুই দেশের সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

কিন্তু সীমান্তের অনেক জায়গা এতটাই দুর্গম যে সেখানে যুদ্ধ করা বা টিকে থাকাই কষ্টকর। যেমন *তা মোয়ান থম*, *তা ক্রাবে*, *মম বেই* বা *ফনম খাক* এলাকাগুলো। এগুলো ঘন জঙ্গল ও উঁচু-নিচু এলাকা, যেদিকে যাওয়ার রাস্তাও খুব কম। সেখানে কোনো সংঘর্ষ হলে, তা শুধু লড়াই নয়, সরবরাহ বজায় রাখা বা সৈন্যদের নিরাপদে রাখা—সবই চরম কষ্টসাধ্য।

সব মিলিয়ে বললে, কেউ কোথাও "জায়গা দখল করেছে" বা "এলাকা নিয়ন্ত্রণে এনেছে"—এই খবরগুলো শুধু শোনার ওপর ভিত্তি করে পুরো সত্য ধরা পড়ে না। বাস্তবে সেসব দখল কতটা টেকসই, তা নির্ভর করে বহু কষ্টকর বাস্তবতার ওপর—বিশেষ করে সীমান্ত অঞ্চলের কঠিন পরিবেশের ওপর।

13/07/2025

মিডফোর্ডের জনগন যেটা করতে পারেনি সেটা আজ ওয়ারী, টিকাটুলির জনগন করে দেখিয়েছে।

কিছুক্ষণ আগে টিকাটুলি তে দেশি অস্ত্রসস্ত্র সহ ৭-৮ জনের একটা কিশোর গ্যাং একজনকে মারতে মারতে রাস্তা দিয়ে টেনে হেচড়ে নিয়ে যায়। অনবরত বাইকের হেলমেট দিয়ে মাথায় আঘাত আর বেল্টের ব্রকলেস দিয়ে মাথার পিছনে আঘাত করায় ভিক্টিমের মাথা সামনে পিছনে দুইযায়গায় ফেটে যায়। এরপর যখন রাস্তায় ফেলে ইট দিয়ে মাথায় মারতে যাবে স্থানীয় জনগন নিয়ে আমি সেই সন্ত্রাসীদের ধর ধর বলে ধাওয়া দেই।

সাধারন জনগনের তোপে তখন সন্ত্রাসীরা ভয় পেয়ে ভিক্টিমকে রেখে পালিয়ে যায়। ধাওয়া দিয়ে তাদের দলের প্রধানকে জনগন আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাত সোপর্দ করে। সেইম জিনিসটা সেদিন মিডফোর্ডে থাকা জনগন করলে দেশকে আজকে এমন ভয়ানক হত্যাকাণ্ড দেখতো নাহ।

ভিডিওতে থাকা ছেলেটা গ্যাং এর মুলহোতা। আপনারা ক্রসচেক করতে চাইলে ওয়ারী থানায় যোগাযোগ করতে পারেন।সেখানে সে আটক রয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।এই যুবকের মোবাইল চেক করে পুলিশ তার সন্ত্রাসী কার্যক্রমের আরও আলামত পেয়েছে।ছেলে ওয়ারীতে থাকে এবং স্থানীয় ফিট এন্ড লিফট জিমে ওয়ার্ক আউট করে। পরিচিত কেউ চিনে থাকলে তার পরিবার আর আত্মীয় স্বজনকে সেন্ড করে দেখান তাদের সন্তান কিভাবে সন্ত্রাস করে জনমনে আতংক সৃষ্টি করছে। ভিক্টিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

(সংগৃহীত)

13/07/2025

চাঁ"দা কি তো‘দের বা‘পে আমাদের কাছে রেখে যায় তোরা যে চাঁ"দা উঠাস Hero 🗿🔥

11/07/2025

সব সমস্যার সমাধান
ক্ষমতা ছাইড়া যান,
মানে নির্বাচন🤪

11/07/2025

হ.ত্যার আগে ভাঙারি ব্যবসায়ীর দোকানের ভিতরে গিয়ে যা করেছিল চাঁ.দাবা.জরা

সূত্র: দৈনিক আজাদী।

ইয়েমেনের হু/থি গোষ্ঠী গ্রিক মালবাহী জাহাজ ‘ইটার্নিটি সি’ লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে। জাহাজটির ১১ ক্রু ও নাবিক নিখোঁজ রয়...
10/07/2025

ইয়েমেনের হু/থি গোষ্ঠী গ্রিক মালবাহী জাহাজ ‘ইটার্নিটি সি’ লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে। জাহাজটির ১১ ক্রু ও নাবিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) তিনজন নাবিক ও একজন নিরাপত্তারক্ষীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে পানিতে ভেসে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি গ্রিক জাহাজ ডুবিয়ে দেওয়ার পরদিনই আ-ক্র-মণের শিকার হলো ‘ইটার্নিটি সি’।

09/07/2025

ট্রাম্পের ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে, তিনি রাশিয়া ও চীনে বো/মা হাম/লার পরিকল্পনা করছেন।

ট্রাম্প বলেন, “আমি চীনের রাষ্ট্রপতি শি'র সাথে আছি। আমি তাকেও একই কথা বলেছিলাম। আমি বলেছিলাম, শোনো, 'যদি তুমি তাইওয়ানে (আক্র-মণ) যাও, তাহলে আমি বেইজিংয়ে থেকে বো/মা হাম/লা করবো'। সে ভেবেছিলো আমি পাগল।

সে বলল, ‘বেইজিং?! তুমি বো/মা হাম/লা করো।' আমি বললাম, ‘আমার কোন উপায় নেই। আমাকে তোমাকে (চীনে) বো/মা হা/মলা করতেই হবে। এবং আমরা তা করবো।' সেও আমার কথা বিশ্বাস করেনি।"

দাতা বিলিয়নিয়ার ও ইহুদি লবিংদের ট্রাম্প বলেন, “পুতিনের সাথেও আমি কথা বলেছিলাম, ‘যদি তুমি ইউক্রেনে যাও, আমি মস্কোয় বো/মা হাম/লা করবো। 'আমি তাকে বলছি, আমার কোন বিকল্প নেই'। সে বলে, 'আমি তোমাকে বিশ্বাস করি না।' বললাম, ‘কোনও উপায় নেই, যাও।'”

৫ আগস্ট ২০২৪ সালে সহিংসতা হয়েছে নাকি গণঅভ্যুত্থান?হাসনাত-সারজিসরা খালি খালি মিডিয়ার উপর ক্ষেপে না।
09/07/2025

৫ আগস্ট ২০২৪ সালে সহিংসতা হয়েছে নাকি গণঅভ্যুত্থান?

হাসনাত-সারজিসরা খালি খালি মিডিয়ার উপর ক্ষেপে না।

Address

Malibagh

1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Ajom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share