Zen-Z BNP

Zen-Z BNP আমরাই জেন-জি প্রশ্ন করি, ভাবি, গড়ি। ন্যায়ের পথে, যুক্তির আলোয়, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা।

আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়েনা। বিএনপিকে দোষ দেওয়া আল্লাহকে অবিশ্বাস করার শামিল।
12/07/2025

আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়েনা। বিএনপিকে দোষ দেওয়া আল্লাহকে অবিশ্বাস করার শামিল।

দুঃখজনক!  ৫ ই আগষ্ট এর স্বাধীনতা আন্দোলনের সকল যোদ্ধাদের এক থেকে দেড়শো কোটি থাকা উচিৎ। তীব্র আবেদন জানিয়ে গেলাম।
31/05/2025

দুঃখজনক!
৫ ই আগষ্ট এর স্বাধীনতা আন্দোলনের সকল যোদ্ধাদের এক থেকে দেড়শো কোটি থাকা উচিৎ।
তীব্র আবেদন জানিয়ে গেলাম।

এই মুহূর্তে বিএনপি- তারেক রহমান ই পারবে দেশ রক্ষা করতে।দেশের মাটিতে অন্য দেশের বাহিনী দেশ যে বিক্রি হয়ে গেছে এই লন প্রমা...
01/05/2025

এই মুহূর্তে বিএনপি- তারেক রহমান ই পারবে দেশ রক্ষা করতে।

দেশের মাটিতে অন্য দেশের বাহিনী
দেশ যে বিক্রি হয়ে গেছে এই লন প্রমান,

নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ও দৌছড়ি এলাকায় দিনদুপুরে ARSA স শ স্ত্র সদস্যরা প্রকাশ্যে অ স্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। একটি বিদেশি স ন্ত্রা সী গোষ্ঠী আমাদের দেশের মাটিতে, গোষ্ঠীবদ্ধভাবে, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে—এটা কীভাবে সম্ভব?

রাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো—সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ—কি এই বিষয়ে অজ্ঞাত? নিশ্চয়ই না। রাষ্ট্রের মদদ ছাড়া এমন ঘটনা অসম্ভব।

একটি স্বাধীন দেশের ভেতরে অন্য দেশের স শ স্ত্র গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে, অথচ বুদ্ধিজীবিদেরও কোনো প্রতিক্রিয়া নেই।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—দেশের মূলধারার মিডিয়া এ বিষয়ে সম্পূর্ণ নীরব।

বিঃদ্রঃ ছবিগুলো নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ও দৌছড়ি এলাকা থেকে সংগৃহীত।©️

আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বা...
30/04/2025

আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক ( সংগত কারণেই তার নাম বলছিনা ) হোয়াটস্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন সেটা হুবহু তুলে ধরা হোলো -

Feeling helpless!!
ajjke sudden Buet club a aste bollo president candidate bhai ….ese suni dui group er political collision hoise …kalker programe a Kono political artist asle opposite supporter program boycot Korbe!candidate bhai felt heavily sorry for this and said sorry about you ! Felt very sad 😔

বুয়েট ক্লাব এর সদস্য রা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠান টি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পরে?
যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন

অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরী করেছিল যেখানে আমার নামের আগে বিশেষন দেয়া হয়েছে Melody Queen!
আপনারা পারেনও বটে!

#ন্যান্সি

ওয়েলকাম ব্যাক দেশনেত্রী ❤️💚
30/04/2025

ওয়েলকাম ব্যাক দেশনেত্রী ❤️💚

নুসু আপুর সাথে সহমত পোষণ করিলাম।
30/04/2025

নুসু আপুর সাথে সহমত পোষণ করিলাম।

***ইউথ আইকন তারেক রহমানের মধ্যস্থতায় অবসান হতে পারে পাক-ভারত যুদ্ধ***দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাক...
30/04/2025

***ইউথ আইকন তারেক রহমানের মধ্যস্থতায় অবসান হতে পারে পাক-ভারত যুদ্ধ***

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরকালীন বৈরিতা একাধিকবার যুদ্ধের রূপ নিয়েছে। সীমান্ত সংঘর্ষ, কাশ্মীর ইস্যু কিংবা রাজনৈতিক উত্তেজনা—সবকিছুর কেন্দ্রে রয়েছে আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা। এই প্রেক্ষাপটে নতুন এক আলোড়ন তুলেছে যুবরাজনীতির প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তরুণ সমাজে সাহসিকতা, দূরদর্শিতা ও আধুনিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন তিনি। তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, ইতিহাসজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা তাকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ নাম করে তুলেছে।

বর্তমান সময়ে যখন ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, তখন রাজনৈতিক বিশ্লেষকরা আশাবাদী—এই উত্তেজনা নিরসনে একজন নিরপেক্ষ ও প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে তারেক রহমান সামনে আসতে পারেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ইতিহাসগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতি তারেক রহমানের বোঝাপড়া এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের প্রতি তার অঙ্গীকার এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে তুলে ধরতে পারে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

বাংলাদেশের শান্তিকামী জনগণ আশায় বুক বাঁধছে—একজন ইউথ আইকনের হাত ধরে হয়তো এই অঞ্চলের রাজনীতিতে নতুন একটি শান্তির সূর্যোদয় ঘটতে পারে।

Address

Dhaka
2800

Alerts

Be the first to know and let us send you an email when Zen-Z BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share