09/05/2025
পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল!! সত্যিই খুবই জরুরি ছিল! ভাবছেন কেন বললাম এই কথা??
এইদেশে খুবই নোংড়া প্রচলিত একটা কথা আছে- বৌ গেলে বৌ পাওয়া যাবে কিন্তু মা মরলে মা পাওয়া যাবে না,মা তো একটাই!!
এই এক কথার জন্য সকল মাদের সকল অপরাধ মাফ!! আপনার কলিজার টুকরা ছেলেকে যদি আপনি চোখেই হারাবেন তাহলে আর বিয়ে কেন দিলেন ,চাচী?
বিয়ের পর এসব টক্সিক মা গুলো ছেলে আর ছেলের বৌয়ের মাখামাখি সহ্য করতে পারে না,একান্ত সময় কাটাতে দেখলে বলে বসে -"কিরে বৌ এত মজা??? "
আরে,বৌ এত মজা দেখেই তো আদম আর হাওয়া এমন ভুল করে দুনিয়ায় আসলো!! দুনিয়ায় আসা প্রথম মানব আর মানবী ছিল আদম এবং হাওয়া!!
হাজবেন্ড এন্ড ওয়াইফ এর সম্পর্ক দুনিয়া শুরুর দিন থেকে তাহলে এটা মজা না হয়ে কি সাজা হবে গো,চাচী মা???
কিন্তু এই মা গুলো কে কারা প্রশয় দেয় জানেন?? কিছু মাথাভর্তি গোবরওয়ালা পরিবারের লোকজন!!।
এরা বলবে -কি ব্যাপার ,আপনার ছেলেতো আর আপনার খোজ নেয় না নাকি? খালি কি বৌ বুকে নিয়ে ঘুরে বেড়ায়? নিশ্চিত বৌ খারাপ নয়তো বৌয়ের পরিবার খারাপ এজন্য ছেলেকে মা ছাড়া করছে!!
কেন বাপু?? তুমি তো পারতে মাকে বোঝাতে! আরে এখনই তো ঘুরবার বয়স তাদের,তারা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? একটু ছাড় দিন দেখবেন হাতেই থাকবে ,ঘুড়ির সুতো বেশি টাইট দিলে আবার ছিড়ে যেতে পারে!!
না সেই পরামর্শ না দিয়ে এসব মাথামোটা লোকজন উল্টা আরো কলহ তৈরী করে দেয় বৌ-শাশুড়ির মধ্যে! এতে করে শাশুড়ির কটু কথায় বৌও বিষিয়ে উঠে এবং সেই শাশুড়ীর সাথে একসাথে থাকতে নাড়াজ হয়ে যায়!!
আর বেচারা হাজবেন্ড শেষে হয় বৌকে নিয়ে আলাদা থাকে নয়তো হয় ডিভোর্স আর যদি তাও না পারে শেষে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে নয় পরকিয়া করে 🙂
এবার যদি এই সমাজে এমন টক্সিক শাশুড়িগুলোর টনক নড়ে!!